ETV Bharat / bharat

Musk Defense Layoffs: হাজার হাজার চাকরি খেয়ে কী সাফাই দিলেন ইলন মাস্ক ?

টুইটার এখন ইলন মাস্কের ৷ এরপর প্রথমেই পরাগ আগরওয়ালের মতো উচ্চাধিকারিকদের চাকরি গিয়েছে ৷ এরপর গণহারে ছাঁটাই হল ৷ কেন এমন করলেন বিশ্বের ধনীতম মানুষটি (Elon Musk over layoffs) ?

Twitter Elon Musk
ETV Bharat
author img

By

Published : Nov 5, 2022, 11:10 AM IST

সানফ্রান্সিসকো/নয়াদিল্লি, 5 নভেম্বর: বিশ্বের ধনীতম মানুষটি সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট কিনলেন ৷ তারপর ? না, অনেকের তার আর পরটা হয়নি ৷ টুইটারের 7 হাজার 600 জন কর্মীকে ছাঁটাই করে দিয়েছেন কর্ণধার ইলন মাস্ক ৷ এই সংখ্যা মোট কর্মী সংখ্যার প্রায় অর্ধেক ৷ বিশ্বের বিভিন্ন জায়গায় একাধিক টুইটার দফতর বন্ধ হয়েছে ৷ তার মধ্যে অন্যতম ভারত (Twitter sacks half of its strong workforce) ৷

ইলন মাস্কের বিবৃতি
Twitter Statement

টুইটার থেকে চাকরি গেল কাদের ? কাদের চাকরি থাকবে আর থাকবে না, তা ঠিক করতে একটি দল গঠিত হয়েছিল ৷ দলটি কর্মীরা সংস্থার প্রতি কতটা বিশ্বাসভাজন তা খতিয়ে দেখেছে । পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন ওই টিমের সদস্যরা ৷ তারপরই তৈরি হয়েছে চূড়ান্ত তালিকা ।

  • Woke up to the news that my time working at Twitter has come to an end. 💙

    I am heartbroken. I am in denial.

    It’s been the best, craziest, most rewarding ride of my career. I have loved every single minute of it.

    A short thread, if you will indulge me:#LoveWhereYouWork

    — Michele Austin (@_MicheleAustin) November 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখন আমেরিকায় মিডটার্ম নির্বাচন (US Midterm Election) চলছে ৷ নির্বাচন সংক্রান্ত ভুল তথ্য ছড়ানোয় টুইটারকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ আগেই উঠেছিল ৷ সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করার ভার বেশ কয়েকজন কর্মীরা উপর ছিল । সূত্রের দাবি তাঁরাও চাকরি খুইয়েছেন টুইটার থেকে ৷

  • After 3 years, my time at Twitter ended. I wanted to thank every Tweeps for making this experience amazing and memorable. Twitter still has a lot of unlocked potential but I'm proud of what we accomplished. Please DM me if I can be of any assistance. #LoveWhereYouWorked

    — Arnaud Weber (@rnoweber) November 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি একলপ্তে এত চাকরি খাওয়ার পর লিখিত বিবৃতি জারি করেছেন মাস্ক। সেখানে বলা হয়েছে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকের সঙ্গে আলোচনা করেছেন তিনি । পাশাপাশি বলা হয়েছে সোমবার থেকে টুইটারের বিভিন্ন দফতর ফের খুলে দেওয়া হবে ।

  • I'm also consciously uncoupled from Twitter. It’s a weird day, people on either side of the 50% aren’t sure whether to be grateful or gutted. What I know is how honored I am to have spent time with wonderful people who show an unprecedented level of care for each other.

    — Tony Haile (@arctictony) November 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিস্তারিত আসছে...

সানফ্রান্সিসকো/নয়াদিল্লি, 5 নভেম্বর: বিশ্বের ধনীতম মানুষটি সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট কিনলেন ৷ তারপর ? না, অনেকের তার আর পরটা হয়নি ৷ টুইটারের 7 হাজার 600 জন কর্মীকে ছাঁটাই করে দিয়েছেন কর্ণধার ইলন মাস্ক ৷ এই সংখ্যা মোট কর্মী সংখ্যার প্রায় অর্ধেক ৷ বিশ্বের বিভিন্ন জায়গায় একাধিক টুইটার দফতর বন্ধ হয়েছে ৷ তার মধ্যে অন্যতম ভারত (Twitter sacks half of its strong workforce) ৷

ইলন মাস্কের বিবৃতি
Twitter Statement

টুইটার থেকে চাকরি গেল কাদের ? কাদের চাকরি থাকবে আর থাকবে না, তা ঠিক করতে একটি দল গঠিত হয়েছিল ৷ দলটি কর্মীরা সংস্থার প্রতি কতটা বিশ্বাসভাজন তা খতিয়ে দেখেছে । পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন ওই টিমের সদস্যরা ৷ তারপরই তৈরি হয়েছে চূড়ান্ত তালিকা ।

  • Woke up to the news that my time working at Twitter has come to an end. 💙

    I am heartbroken. I am in denial.

    It’s been the best, craziest, most rewarding ride of my career. I have loved every single minute of it.

    A short thread, if you will indulge me:#LoveWhereYouWork

    — Michele Austin (@_MicheleAustin) November 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখন আমেরিকায় মিডটার্ম নির্বাচন (US Midterm Election) চলছে ৷ নির্বাচন সংক্রান্ত ভুল তথ্য ছড়ানোয় টুইটারকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ আগেই উঠেছিল ৷ সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করার ভার বেশ কয়েকজন কর্মীরা উপর ছিল । সূত্রের দাবি তাঁরাও চাকরি খুইয়েছেন টুইটার থেকে ৷

  • After 3 years, my time at Twitter ended. I wanted to thank every Tweeps for making this experience amazing and memorable. Twitter still has a lot of unlocked potential but I'm proud of what we accomplished. Please DM me if I can be of any assistance. #LoveWhereYouWorked

    — Arnaud Weber (@rnoweber) November 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি একলপ্তে এত চাকরি খাওয়ার পর লিখিত বিবৃতি জারি করেছেন মাস্ক। সেখানে বলা হয়েছে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকের সঙ্গে আলোচনা করেছেন তিনি । পাশাপাশি বলা হয়েছে সোমবার থেকে টুইটারের বিভিন্ন দফতর ফের খুলে দেওয়া হবে ।

  • I'm also consciously uncoupled from Twitter. It’s a weird day, people on either side of the 50% aren’t sure whether to be grateful or gutted. What I know is how honored I am to have spent time with wonderful people who show an unprecedented level of care for each other.

    — Tony Haile (@arctictony) November 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিস্তারিত আসছে...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.