ETV Bharat / bharat

SK Sufian gets Anticipatory Bail : নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট সুফিয়ানকে আগাম জামিন সুপ্রিম কোর্টের - Supreme Court

2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান ৷ পরে তাঁর নাম জড়ায় বিজেপি কর্মী খুনের ঘটনায় ৷ ওই মামলায় বুধবার তিনি সুপ্রিম কোর্টে আগাম জামিন পেলেন (SK Sufian gets Anticipatory Bail) ৷

election agent of mamata gets anticipatory bail in post poll violence case
SK Sufian gets Anticipatory Bail : নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট সুফিয়ানকে আগাম জামিন সুপ্রিম কোর্টের
author img

By

Published : Feb 9, 2022, 2:22 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি : বিজেপি কর্মী খুনের মামলায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে স্বস্তি দিল দেশের শীর্ষ আদালত । পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence Violence Case) আগাম জামিন পেলেন তিনি । সুপ্রিম কোর্ট আজ তাঁকে আগাম জামিন দিয়েছে (Election Agent of Mamata gets Anticipatory Bail in Post Poll Violence case) ।

একুশের বিধানসভার লড়াইয়ে গোটা রাজ্যে বিপুল জয় পেলেও, নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (BJPs Suvendu Adhikari defeats Mamata Banerjee in Nandigram) । নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান (SK Sufian was Election Agent of Mamata Banerjee at Nandigram) । ভোট পরবর্তী সময় নন্দীগ্রামে এক বিজেপি কর্মী খুনের ঘটনায় জড়িয়ে যায় তাঁর নাম । কলকাতা হাইকোর্টের নির্দেশে যে মামলার তদন্ত করছে সিবিআই । এর আগে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন সুফিয়ান ।

কিন্তু সেখানে স্বস্তি মেলেনি । তার পরই তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হন । বুধবার সেই মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ সুফিয়ানের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল ।

আরও পড়ুন : TMCs Sufian Gets Interim Relief : সুফিয়ানের গ্রেফতারিতে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

কলকাতা, 9 ফেব্রুয়ারি : বিজেপি কর্মী খুনের মামলায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে স্বস্তি দিল দেশের শীর্ষ আদালত । পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence Violence Case) আগাম জামিন পেলেন তিনি । সুপ্রিম কোর্ট আজ তাঁকে আগাম জামিন দিয়েছে (Election Agent of Mamata gets Anticipatory Bail in Post Poll Violence case) ।

একুশের বিধানসভার লড়াইয়ে গোটা রাজ্যে বিপুল জয় পেলেও, নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (BJPs Suvendu Adhikari defeats Mamata Banerjee in Nandigram) । নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান (SK Sufian was Election Agent of Mamata Banerjee at Nandigram) । ভোট পরবর্তী সময় নন্দীগ্রামে এক বিজেপি কর্মী খুনের ঘটনায় জড়িয়ে যায় তাঁর নাম । কলকাতা হাইকোর্টের নির্দেশে যে মামলার তদন্ত করছে সিবিআই । এর আগে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন সুফিয়ান ।

কিন্তু সেখানে স্বস্তি মেলেনি । তার পরই তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হন । বুধবার সেই মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ সুফিয়ানের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল ।

আরও পড়ুন : TMCs Sufian Gets Interim Relief : সুফিয়ানের গ্রেফতারিতে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.