থানে, 19 অগস্ট: অনলাইনে কাজের মাধ্যমে টাকা উপার্জনের টোপ দিয়ে এক 66 বছরের বৃদ্ধের সঙ্গে সাইবার প্রতারণার অভিযোগ উঠল ৷ তবে, এর জন্য বৃদ্ধকে 17 লক্ষ টাকা বেশ কয়েকটি কিস্তিতে দিতে হয়েছে ৷ কিন্তু, এর কোনও রিটার্ন তিনি পাননি বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নবি মুম্বই এলাকায় ৷ ঘটনায় শুক্রবার নেরুল পুলিশ স্টেশনে সাইবার প্রতারণার অভিযোগে একটি মামলা রুজু করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷
শনিবার নবি মুম্বই পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধের সঙ্গে চারজন ব্যক্তি আলাদা আলাদাভাবে যোগাযোগ করেছিলেন ৷ তাঁরা একই ই-কমার্স সংস্থার হয়ে এক একবার কথা বলেছিলেন বৃদ্ধের সঙ্গে ৷ ওই চারজন বৃদ্ধকে জানায়, বিভিন্ন দ্রব্যের হয়ে সোশাল মিডিয়ায় ভালো রিভিউ দিলে, টাকা দেওয়া হবে ৷ মূলত, পেড-রিভিউর মাধ্যমে টাকা উপার্জনের প্রস্তাব দেয় ওই চারজন ৷ কিন্তু, ওই বৃদ্ধ পুলিশকে জানিয়েছেন, এর জন্য দফায় দফায় তাঁর থেকেই মোট 17 লক্ষ টাকা নিয়েছিলেন ওই 4 জন ৷
পুলিশ জানিয়েছে, 2023 সালের এপ্রিল থেকে মে, মাত্র দু’মাসের মধ্যে 17 লক্ষ টাকা ওই চারজনকে দিয়েছিলেন বৃদ্ধ ৷ কিন্তু, বদলে কোনও রিটার্ন তিনি পাননি ৷ কোন টাকা ফিরে পাচ্ছেন না দেখে সন্দেহ হয় তাঁর ৷ তিনি বুঝতে পারেন যে, প্রতারণার শিকার হয়েছেন ৷ এর পরেই শুক্রবার নভি মুম্বইয়ের নেরুল থানায় তথ্যপ্রযুক্তি আইনে সাইবার অপরাধের মামলা দায়ের করান ওই বৃদ্ধ ৷ পুলিশ বৃদ্ধের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি ধারা 420 (প্রতারণা), 34 (অপরাধের উদ্দেশ্য়) এবং তথ্যপ্রযুক্তি আইনে অজ্ঞাত পরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷
আরও পড়ুন: সাইবার প্রতারণার শিকার হলে কী করণীয় ? জেনে নিন বিশদে
এ নিয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, লাগাতার সাইবার অপরাধীদের প্রলোভন এবং প্রতারণামূলক প্রস্তাবের শিকার হওয়ার বিরুদ্ধে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে ৷ তা সত্ত্বেও, সাধারণ মানুষ তাঁদের কষ্টার্জিত টাকা দ্রুত দ্বিগুণ-তিনগুণ করার আশায় সাইবার প্রতারকদের ফাঁদে পা দিয়ে দিচ্ছেন ৷