সুলতানপুর (উত্তরপ্রদেশ), 16 ফেব্রুয়ারি: সাত সকালে উত্তরপ্রদেশের সুলতানপুরে ট্রেন দুর্ঘটনা (UP Goods Train Accident)৷ বৃহস্পতিবার ভোরে সুলতানপুর রেলওয়ে স্টেশনের গাভাদিয়া ওভারব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি মালগাড়ির (Eight coaches derail)৷ এর ফলে দুটি ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে ৷ এই ঘটনায় দুটি মালগাড়ির ইঞ্জিন লোকো পাইলট আহত হয়েছেন । দুই মালগাড়ির সংঘর্ষের (Two goods train collide head on) ফলে রেলপথ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ।
দুর্ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত: এই দুর্ঘটনার কারণে লখনউ-বারাণসী রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে । মহকুমা ম্যাজিস্ট্রেট সিপি পাঠক ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করেন । সংবাদমাধ্যমকে তিনি বলেন, বিপরীত দিক থেকে আসা দুটি মালগাড়ি একটি ট্র্যাকে এসে পড়ায় মুখোমুখি সংঘর্ষ হয় । কোচগুলি লাইনচ্যুত হয়েছে । ক্রেন আসার পর রেললাইন ক্লিয়ার করার কাজ শুরু হবে ।
হাসপাতালে আহত দুই চালক: উভয় ট্রেনের পাইলটদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ইঞ্জিনিয়ারিং, অপারেশন এবং সিগন্যাল-সহ রেল বিভাগের কর্মকর্তারা এখানে এসেছেন ৷ ট্র্যাকগুলি থেকে লাইনচ্যুত বগি তোলার কাজ চলছে ৷
আরও পড়ুন: বিহারে লাইনচ্যুত মালগাড়ির 20টি বগি
ট্রেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে: ফৈজাবাদ ও প্রতাপগড় হয়ে সুলতানপুরে যাওয়া সমস্ত ট্রেন অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে নর্দার্ন রেলওয়ে । স্টেশন মাস্টার এসএস মীনা বলেন, বারাণসী থেকে আসা মালগাড়ি সিগন্যালের জন্য অপেক্ষা করার কথা ছিল ৷ কিন্তু সেই পরামর্শ দেওয়া হলেও পাইলট ইঞ্জিন বন্ধ করেননি ।
বিস্তারিত তদন্তের পরই জানা যাবে দুর্ঘটনার কারণ: মীনা আরও বলেন, "তবে, সংঘর্ষের প্রকৃত কারণ বিষয়টির বিস্তারিত তদন্তের পরই জানা যাবে । মুখোমুখি সংঘর্ষের ফলে আটটি বগি লাইনচ্যুত হয়েছে । উভয় ট্রেনের ইঞ্জিনও এতে ক্ষতিগ্রস্ত হয় । এই ঘটনার পর লখনউ-বারাণসী এবং অযোধ্যা-প্রয়াগরাজ রেলপথ ব্যাহত হয়েছে ।" এই দুর্ঘটনার ফলে দুই মালগাড়ির ইঞ্জিন লোকো পাইলট আহত হলেও কেউ গুরুতর জখম হননি ৷