ETV Bharat / bharat

PM Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে নামিবিয়া থেকে আটটি চিতা এল ভারতে - PM Narendra Modi to release three Cheetahs

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আজ (Narendra Modi 72 Birthday) ৷ এবার তিনি একটু অন্যভাবে জন্মদিন পালন করবেন ৷ 72তম জন্মদিনে তাঁর জন্য দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে চিতা এল ভারতে (Cheetahs from Namibia to India) ৷ শনিবার মোদি মধ্যপ্রদেশের শিওপুরে কুনো ন্যাশনাল পার্কে 3টি চিতাকে (Kuno National Park in Madhya Pradesh's Sheopur) কোয়ারান্টাইন সেন্টারে ছেড়ে দেবেন ৷

Narendra Modi 72 Birthday
Eight cheetahs from Namibia arrive in India
author img

By

Published : Sep 17, 2022, 9:00 AM IST

Updated : Sep 17, 2022, 9:12 AM IST

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: নামিবিয়া থেকে আজ সকালে ভারতে এল আটটি চিতা (Eight cheetahs from Namibia arrive in India) । বিশেষ চার্টার্ড কার্গো বোয়িং 747 (Special chartered cargo plane Boeing 747) বিমানে চিতাগুলি ভারতে এসে পৌঁছল ৷ গোয়ালিয়রের ভারতীয় বিমান বাহিনী স্টেশনে এসে ফ্লাইটটি অবতরণ করেছে ।

সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নামিবিয়া থেকে আটটি চিতা বহনকারী বিশেষ কার্গো বিমানটি মধ্যপ্রদেশের গোয়ালিয়রের উদ্দেশ্যে রওনা দেয় ৷ আজ প্রধানমন্ত্রীর 72তম জন্মদিন উপলক্ষ্যে দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে চিতাগুলি ভারতে এল (PM Narendra Modi turns 72) ৷ সকাল 10.45 মিনিটে তিনটি চিতাকে মোদি পার্কের কোয়ারেন্টাইন সেন্টারে ছেড়ে দেবেন ।

  • #WATCH | The special chartered cargo flight, bringing 8 cheetahs from Namibia, lands at the Indian Air Force Station in Gwalior, Madhya Pradesh.

    Prime Minister Narendra Modi will release the cheetahs into Kuno National park in MP today, on his birthday. pic.twitter.com/J5Yxz9Pda9

    — ANI (@ANI) September 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, সেই 1952 সালে দেশে চিতাকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়েছিল । জানা যায়, শেষ কয়েকটি চিতাকে শিকার করে হত্যা করেন অধুনা ছত্তিশগড়ের সুরগুজা স্টেটের রাজা মহারাজা রামানুজ প্রতাপ সিং দেও ৷ তারপরই চিতাকে দেশে বিলুপ্ত বলে ঘোষণা করা হয় ৷ এবার প্রায় 70 বছর বাদে দেশে আবার চিতা এল (PM Narendra Modi to release three Cheetahs in Kuno National Park in Madhya Pradesh) ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে হাজির ‘56 ইঞ্চি মোদিজি থালি’

কুনো জাতীয় উদ্যানে চিতাগুলিকে রাখার জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে ৷ বলা হয়, পৃথিবীর দ্রুতগামী পশু (fastest animal) চিতা ঘণ্টায় 100-120 কিমি গতিতে ছুটতে পারে ৷ এই জাতীয় উদ্যান সেদিক থেকে একেবারে আদর্শ জায়গা ৷ এখানে বিস্তীর্ণ এলাকাজুড়ে ঘাসজমি, ছোট ছোট পাহাড়, জঙ্গল আছে ৷ কোনও রকম চোরা কারবারি যাতে না হয়, তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ৷ চিতাগুলির গলায় রেডিয়ো কলার পরানো হয়েছে এবং স্যাটেলাইটের মাধ্যমে তাদের জিপিএস অবস্থান দেখা যাবে ৷ 24 ঘণ্টা তাদের নজরদারির জন্য একটি দল থাকবে ৷

ভারত সরকারের 'প্রজেক্ট চিতা'র আওতায় দেশে নতুন চিতা আসছে ৷ 1972 সালে 'প্রজেক্ট টাইগার'-এর আওতায় ব্যাঘ্র সংরক্ষণের সূচনা হয়েছিল ৷ এবার এই চিতা প্রজেক্টে শুরু করল ভারত সরকার ৷

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: নামিবিয়া থেকে আজ সকালে ভারতে এল আটটি চিতা (Eight cheetahs from Namibia arrive in India) । বিশেষ চার্টার্ড কার্গো বোয়িং 747 (Special chartered cargo plane Boeing 747) বিমানে চিতাগুলি ভারতে এসে পৌঁছল ৷ গোয়ালিয়রের ভারতীয় বিমান বাহিনী স্টেশনে এসে ফ্লাইটটি অবতরণ করেছে ।

সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নামিবিয়া থেকে আটটি চিতা বহনকারী বিশেষ কার্গো বিমানটি মধ্যপ্রদেশের গোয়ালিয়রের উদ্দেশ্যে রওনা দেয় ৷ আজ প্রধানমন্ত্রীর 72তম জন্মদিন উপলক্ষ্যে দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে চিতাগুলি ভারতে এল (PM Narendra Modi turns 72) ৷ সকাল 10.45 মিনিটে তিনটি চিতাকে মোদি পার্কের কোয়ারেন্টাইন সেন্টারে ছেড়ে দেবেন ।

  • #WATCH | The special chartered cargo flight, bringing 8 cheetahs from Namibia, lands at the Indian Air Force Station in Gwalior, Madhya Pradesh.

    Prime Minister Narendra Modi will release the cheetahs into Kuno National park in MP today, on his birthday. pic.twitter.com/J5Yxz9Pda9

    — ANI (@ANI) September 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, সেই 1952 সালে দেশে চিতাকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়েছিল । জানা যায়, শেষ কয়েকটি চিতাকে শিকার করে হত্যা করেন অধুনা ছত্তিশগড়ের সুরগুজা স্টেটের রাজা মহারাজা রামানুজ প্রতাপ সিং দেও ৷ তারপরই চিতাকে দেশে বিলুপ্ত বলে ঘোষণা করা হয় ৷ এবার প্রায় 70 বছর বাদে দেশে আবার চিতা এল (PM Narendra Modi to release three Cheetahs in Kuno National Park in Madhya Pradesh) ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে হাজির ‘56 ইঞ্চি মোদিজি থালি’

কুনো জাতীয় উদ্যানে চিতাগুলিকে রাখার জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে ৷ বলা হয়, পৃথিবীর দ্রুতগামী পশু (fastest animal) চিতা ঘণ্টায় 100-120 কিমি গতিতে ছুটতে পারে ৷ এই জাতীয় উদ্যান সেদিক থেকে একেবারে আদর্শ জায়গা ৷ এখানে বিস্তীর্ণ এলাকাজুড়ে ঘাসজমি, ছোট ছোট পাহাড়, জঙ্গল আছে ৷ কোনও রকম চোরা কারবারি যাতে না হয়, তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ৷ চিতাগুলির গলায় রেডিয়ো কলার পরানো হয়েছে এবং স্যাটেলাইটের মাধ্যমে তাদের জিপিএস অবস্থান দেখা যাবে ৷ 24 ঘণ্টা তাদের নজরদারির জন্য একটি দল থাকবে ৷

ভারত সরকারের 'প্রজেক্ট চিতা'র আওতায় দেশে নতুন চিতা আসছে ৷ 1972 সালে 'প্রজেক্ট টাইগার'-এর আওতায় ব্যাঘ্র সংরক্ষণের সূচনা হয়েছিল ৷ এবার এই চিতা প্রজেক্টে শুরু করল ভারত সরকার ৷

Last Updated : Sep 17, 2022, 9:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.