ETV Bharat / bharat

Indian Republic Day Guest: আগামী বছর গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতে মুখ্য অতিথি ইজিপ্টের প্রেসিডেন্ট

আগামী বছর গণতন্ত্র দিবসে ভারতে মুখ্য অতিথি হয়ে আসছেন ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি (Egypt president to be Chief Guest at Republic Day celebrations)৷

Etv Bharat
Indian Republic Day Guest
author img

By

Published : Nov 27, 2022, 4:25 PM IST

নয়াদিল্লি, 27 নভেম্বর: আগামী বছর গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসছেন ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি ৷ বিদেশ মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে (Indian Republic Day Guest) ৷

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, "এই প্রথম ইজিপ্টের প্রেসিডেন্ট গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে (Indian Republic day 2023) ভারতে মুখ্য অতিথি হয়ে আসছেন ৷" জানা গিয়েছে, 26 জানুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইজিপ্টের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গত 16 অক্টোবর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেই চিঠি তুলে দেন আবদেল ফাতাহ আল-সিসি'র হাতে (Egypt president Abdel Fattah al-Sisi) ৷

আরও পড়ুন: 'জি20-এর সভাপতিত্ব ভারতের কাছে বিরাট সুযোগ', দেশবাসীকে 'মনের কথা' বললেন মোদি

ভারত ও ইজিপ্টের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্ণ হয়েছে এই বছর ৷ আগামী বছর ভারতে যে জি-20 সম্মেলনের আসর বসছে সেখানেও 'গেস্ট কান্ট্রি' হিসেবে আমন্ত্রিত ইজিপ্ট ৷ উল্লেখ্য, এবছর গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে নয়াদিল্লিতে আমন্ত্রিত ছিলেন মধ্য এশিয়ার 5 দেশের রাষ্ট্রপ্রধানরা ৷ 2021 সালে অবশ্য করোনা সংক্রমণের কারণে আমন্ত্রণ থাকা সত্ত্বেও ভারতে আসতে পারেননি ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন ৷

নয়াদিল্লি, 27 নভেম্বর: আগামী বছর গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসছেন ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি ৷ বিদেশ মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে (Indian Republic Day Guest) ৷

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, "এই প্রথম ইজিপ্টের প্রেসিডেন্ট গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে (Indian Republic day 2023) ভারতে মুখ্য অতিথি হয়ে আসছেন ৷" জানা গিয়েছে, 26 জানুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইজিপ্টের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গত 16 অক্টোবর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেই চিঠি তুলে দেন আবদেল ফাতাহ আল-সিসি'র হাতে (Egypt president Abdel Fattah al-Sisi) ৷

আরও পড়ুন: 'জি20-এর সভাপতিত্ব ভারতের কাছে বিরাট সুযোগ', দেশবাসীকে 'মনের কথা' বললেন মোদি

ভারত ও ইজিপ্টের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্ণ হয়েছে এই বছর ৷ আগামী বছর ভারতে যে জি-20 সম্মেলনের আসর বসছে সেখানেও 'গেস্ট কান্ট্রি' হিসেবে আমন্ত্রিত ইজিপ্ট ৷ উল্লেখ্য, এবছর গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে নয়াদিল্লিতে আমন্ত্রিত ছিলেন মধ্য এশিয়ার 5 দেশের রাষ্ট্রপ্রধানরা ৷ 2021 সালে অবশ্য করোনা সংক্রমণের কারণে আমন্ত্রণ থাকা সত্ত্বেও ভারতে আসতে পারেননি ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.