জয়পুর, 26 অক্টোবর: রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের ছেলে বৈভবকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন অশোক গেহলত নিজেই ৷ ভোটের ঠিক আগে ইডি-র তৎপরতা বৃদ্ধি নিয়ে বিজেপিকে তুলোধোনা করেছেন তিনি ৷ পাশাপাশি এ দিন রাজস্থান কংগ্রেসের প্রধান গোবিন্দ সিং দোতাসারার বাড়িতে অভিযান চালায় ইডি ৷ 2022 সালে সিনিয়র শিক্ষক গ্রেড টু প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় এই অভিযান চালানো হয় । জয়পুরের সিভিল লাইনসে দোতাসারার সরকারি বাসভবনে অভিযান চালায় ইডি ৷
রাজস্থানে ইডির তৎপরতা নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ তিনি এ দিন তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) পোস্ট করে লেখেন,
"25/10/23 তারিখ কংগ্রেস রাজস্থানের মহিলাদের জন্য গ্যারান্টি চালু করেছে ৷ 26/10/23 তারিখে রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং জি দোতাসারার উপর ইডির অভিযান চলে, আর আমার ছেলে বৈভব গেহলতকে হাজির হওয়ার জন্য সমন পাঠিয়েছে ইডি ৷ এ বার আপনারা বুঝতে পারবেন আমি যেটা এতদিন ধরে বলছি ৷ ইডির লাল গোলাপ রাজস্থানের অভ্যন্তরে ঢুকছে, কারণ বিজেপি চায় না যে রাজস্থানের মহিলা, কৃষক এবং দরিদ্ররা কংগ্রেসের দেওয়া গ্যারান্টির সুবিধা পান ৷"
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অশোক গেহলতের ছেলে তথা কংগ্রেস নেতা বৈভব গেহলতকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এই রাজ্যে 25 নভেম্বর বিধানসভা নির্বাচন ৷ তার ঠিক আগেই ইডি-র তৎপরতা বৃদ্ধি নিয়ে মুখ খুলেছেন অশোক গেহলত ৷ এ বিষয়ে তিনি আজই একটি জরুরি সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছেন ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাজস্থানের প্রায় ডজনখানেক জায়গায় তল্লাশি অভিযান চালায় ।
আরও পড়ুন: ক্ষমতায় এলে মহিলাদের 10 হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি প্রিয়াঙ্কার
এই মাসের শুরুতে ইডি প্রশ্নপত্র ফাঁস মামলায় দীনেশ খোদানিয়া, অশোক কুমার জৈন, স্পর্শ চৌধুরী, সুরেশ ঢাকা এবং অন্যান্য ব্যক্তিদের বাড়িতে তল্লাশি অভিযান চালায় । বেআইনি অর্থপাচার প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে হানা দেওয়া হয় বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ তাঁর বলেন যে, বিভিন্ন অপরাধমূলক নথি, বিভিন্ন সম্পত্তির বিক্রয় দলিলের অনুলিপি, ইলেকট্রনিক ডিভাইস এবং 24 লাখ টাকার নগদ এই অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে ।
ইডি সেপ্টেম্বরে রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের সদস্য বাবুলাল কাটারা এবং অনিল কুমার মীনাকে পিএমএলএর আইনে রাজস্থানে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার করে । কাটারা এবং মীনাকে জয়পুরের একটি বিশেষ পিএমএলএ আদালতে হাজির করা হয় ৷ তাঁদের তিন দিনের জন্য হেফাজতে পাঠানো হয় ৷
ইডি দাবি করেছে যে, তদন্তে জানা গিয়েছে কাটারা সিনিয়র শিক্ষক গ্রেড টু প্রতিযোগিতামূলক পরীক্ষা, 2022-এর সাধারণ জ্ঞানের প্রশ্নপত্র ফাঁস করেছে, যা রাজস্থানের বিভিন্ন জায়গায় 21 ডিসেম্বর, 22 ডিসেম্বর এবং 24 ডিসেম্বর, 2022-এ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ।