ETV Bharat / bharat

ED Grilled Rahul Gandhi: রাহুলকে ইডি'র জিজ্ঞাসাবাদ চলবে, বুধবার ফের তলব - রাহুলকে ইডির জিজ্ঞাসাবাদ

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোম ও মঙ্গলবার মিলিয়ে প্রায় 19 ঘণ্টা রাহুল গান্ধিকে জেরা করেছে ইডি ৷ বুধবার তাঁকে ফের ডেকে পাঠানো হয়েছে (ED summons Rahul Gandhi for 3rd time on Wednesday) ৷

national herald case
ফের তলব রাহুলকে
author img

By

Published : Jun 14, 2022, 10:18 PM IST

নয়াদিল্লি, 14 জুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ফের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ সোম ও মঙ্গলবার জিজ্ঞাসাবাদের পর বুধবার ফের রাহুলকে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে (ED summons Rahul Gandhi for 3rd time on Wednesday) ৷ মঙ্গলবার দু'দফায় প্রায় 10 ঘণ্টা সোনিয়া পুত্রকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷

আরও পড়ুন : দেড় বছরে 10 লক্ষ কেন্দ্রীয় সরকারি চাকরি, সিদ্ধান্ত মোদির

এর আগে সোমবারও প্রায় 9 ঘণ্টা জেরা করা হয়েছিল তাঁকে ৷ মঙ্গলবার সকাল সাড়ে 11টা নাগাদ সেন্ট্রাল দিল্লির ইডি দফতরে যান রাহুল ৷ দু'দফায় জিজ্ঞাসাবাদের মাঝে কংগ্রেস সাংসদকে মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয় ৷ দুপুর সাড়ে তিনটে নাগাদ বিরতিতে বাড়ি যান রাহুল ৷ বিকেল সাড়ে চারটে নাগাদ ফের ইডি দফতরে ফেরেন ৷ সূত্রের খবর, রাহুল তদন্তকারীদের অনুরোধ করেছিলেন তাঁর জিজ্ঞাসাবাদ যেন এদিনই শেষ করা হয় ৷ কিন্তু কিছু প্রশ্ন বাকি থাকায় বুধবার ফের তাঁকে তলব করেছে ইডি ৷ সোমবার রাহুলকে প্রায় 25টি প্রশ্ন করা হয় ৷ দু'দিন মিলিয়ে ইতিমধ্যেই প্রায় 19 ঘণ্টা জেরা করা হয়েছে রাহুল গান্ধিকে ৷

নয়াদিল্লি, 14 জুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ফের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ সোম ও মঙ্গলবার জিজ্ঞাসাবাদের পর বুধবার ফের রাহুলকে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে (ED summons Rahul Gandhi for 3rd time on Wednesday) ৷ মঙ্গলবার দু'দফায় প্রায় 10 ঘণ্টা সোনিয়া পুত্রকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷

আরও পড়ুন : দেড় বছরে 10 লক্ষ কেন্দ্রীয় সরকারি চাকরি, সিদ্ধান্ত মোদির

এর আগে সোমবারও প্রায় 9 ঘণ্টা জেরা করা হয়েছিল তাঁকে ৷ মঙ্গলবার সকাল সাড়ে 11টা নাগাদ সেন্ট্রাল দিল্লির ইডি দফতরে যান রাহুল ৷ দু'দফায় জিজ্ঞাসাবাদের মাঝে কংগ্রেস সাংসদকে মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয় ৷ দুপুর সাড়ে তিনটে নাগাদ বিরতিতে বাড়ি যান রাহুল ৷ বিকেল সাড়ে চারটে নাগাদ ফের ইডি দফতরে ফেরেন ৷ সূত্রের খবর, রাহুল তদন্তকারীদের অনুরোধ করেছিলেন তাঁর জিজ্ঞাসাবাদ যেন এদিনই শেষ করা হয় ৷ কিন্তু কিছু প্রশ্ন বাকি থাকায় বুধবার ফের তাঁকে তলব করেছে ইডি ৷ সোমবার রাহুলকে প্রায় 25টি প্রশ্ন করা হয় ৷ দু'দিন মিলিয়ে ইতিমধ্যেই প্রায় 19 ঘণ্টা জেরা করা হয়েছে রাহুল গান্ধিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.