ETV Bharat / bharat

সরকারকে না জানিয়েই আমলাদের বিরুদ্ধে সমন জারি করা যায়, জানাল ইডি

Enforcement Directorate: ঝাড়খণ্ডের এক সরকারি আমলাকে আর্থিক তছরুপের মামলায় সমন দেয় ইডি ৷ কিন্তু এই সমনের কারণ জানতে চায় ওই রাজ্যের প্রশাসন ৷ কিন্তু ইডি জানিয়েছে, সরকারকে না জানিয়েই আমলাদের বিরুদ্ধে সমন জারি করা যায় ৷

Enforcement Directorate
Enforcement Directorate
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 7:50 PM IST

রাঁচি, 17 জানুয়ারি: আর্থিক তছরুপের মামলায় কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে সমন জারি হলে, তার কারণ জানার এক্তিয়ার নেই কোনও রাজ্য সরকারের ৷ ঝাড়খণ্ডের সরকারের ক্যাবিনেট সচিব বন্দনা দাদেলকে ওই রাজ্যের একটি মামলা সংক্রান্ত বিষয়ে এই কথাই জানিয়ে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি লেখেন ঝাড়খণ্ডের ক্যাবিনেট সচিব বন্দনা দাদেল । রাজ্য সরকারি কর্মকর্তাদের কাছে সমন জারি করার কারণ জানতে চেয়ে তিনি ওই চিঠি লেখেন ৷ সেখানে তিনি জানতে চান, ‘‘যে অফিসারকে সমন জারি করা হয়েছে, তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে কী প্রমাণ রয়েছে, তা ব্যাখ্যা করুন । এছাড়াও বলুন কোন ক্ষেত্রে আপনি অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছেন ৷"

তিনি তাঁর চিঠিতে লিখেছিলেন যে রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনও অফিসার জিজ্ঞাসাবাদের জন্য এজেন্সির সামনে যাবেন না ৷ কারণ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে । এই সিদ্ধান্তের ভিত্তিতেই সাহেবগঞ্জ জেলা কমিশনার রামনিবাস যাদব সম্প্রতি ইডি অফিসে হাজিরা দিতে যাননি ।

সাহেবগঞ্জে অবৈধ খনন মামলায় জেলা কমিশনারের বাসভবন-সহ বেশ কয়েকটি স্থানে একযোগে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম । এর পরে তাঁকে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল । কিন্তু অফিসার আসেননি । তার পরই দাদেলের এই চিঠির বিষয়টি সামনে আসে ৷ এদিকে চিঠির দেওয়ার পর ক্যাবিনেট সচিব বন্দনা দাদেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি ।

16 জানুয়ারি, ইডি মুখ্যমন্ত্রীর প্রেস উপদেষ্টা অভিষেক প্রসাদকে সমন পাঠিয়ে হাজিরা দিতে বলে । কিন্তু তিনিও এজেন্সি অফিসে যাননি । তাঁর না যাওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন, যেখানে ঠিক হয় যে রাজ্য সরকারের অনুমতি ছাড়া কেউ হাজিরা দিতে যাবে না ৷

সিনিয়র আইএএস পূজা সিংগাল, রাঁচির প্রাক্তন জেলা কমিশনার ছবি রঞ্জন মনরেগার মাধ্যমে জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অর্থ পাচার, অবৈধ খনন ও নথিপত্রের হেরফের সংক্রান্ত মামলায় হোতওয়ার জেলে বন্দি । এই মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি ৷ সাতবার সমন পাঠানোর পরও তিনি হাজিরা দেননি ৷ অষ্টম সমনের পর হেমন্ত জানান, ইডি চাইলে তাঁর বাসভবনে এসে তাঁর বক্তব্য রেকর্ড করে নিয়ে যেতে পারে ৷

আরও পড়ুন:

  1. ইডির বিরুদ্ধে হেমন্তকে ঝাড়খণ্ড হাইকোর্টে মামলার পরামর্শ সুপ্রিম কোর্টের
  2. ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে আগামী 24 অগস্ট তলব ইডির
  3. আমি মুখ্যমন্ত্রী, পালিয়ে যাব নাকি, ইডির কাছে হাজিরার আগে প্রশ্ন তুললেন হেমন্ত

রাঁচি, 17 জানুয়ারি: আর্থিক তছরুপের মামলায় কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে সমন জারি হলে, তার কারণ জানার এক্তিয়ার নেই কোনও রাজ্য সরকারের ৷ ঝাড়খণ্ডের সরকারের ক্যাবিনেট সচিব বন্দনা দাদেলকে ওই রাজ্যের একটি মামলা সংক্রান্ত বিষয়ে এই কথাই জানিয়ে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি লেখেন ঝাড়খণ্ডের ক্যাবিনেট সচিব বন্দনা দাদেল । রাজ্য সরকারি কর্মকর্তাদের কাছে সমন জারি করার কারণ জানতে চেয়ে তিনি ওই চিঠি লেখেন ৷ সেখানে তিনি জানতে চান, ‘‘যে অফিসারকে সমন জারি করা হয়েছে, তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে কী প্রমাণ রয়েছে, তা ব্যাখ্যা করুন । এছাড়াও বলুন কোন ক্ষেত্রে আপনি অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছেন ৷"

তিনি তাঁর চিঠিতে লিখেছিলেন যে রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনও অফিসার জিজ্ঞাসাবাদের জন্য এজেন্সির সামনে যাবেন না ৷ কারণ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে । এই সিদ্ধান্তের ভিত্তিতেই সাহেবগঞ্জ জেলা কমিশনার রামনিবাস যাদব সম্প্রতি ইডি অফিসে হাজিরা দিতে যাননি ।

সাহেবগঞ্জে অবৈধ খনন মামলায় জেলা কমিশনারের বাসভবন-সহ বেশ কয়েকটি স্থানে একযোগে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম । এর পরে তাঁকে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল । কিন্তু অফিসার আসেননি । তার পরই দাদেলের এই চিঠির বিষয়টি সামনে আসে ৷ এদিকে চিঠির দেওয়ার পর ক্যাবিনেট সচিব বন্দনা দাদেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি ।

16 জানুয়ারি, ইডি মুখ্যমন্ত্রীর প্রেস উপদেষ্টা অভিষেক প্রসাদকে সমন পাঠিয়ে হাজিরা দিতে বলে । কিন্তু তিনিও এজেন্সি অফিসে যাননি । তাঁর না যাওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন, যেখানে ঠিক হয় যে রাজ্য সরকারের অনুমতি ছাড়া কেউ হাজিরা দিতে যাবে না ৷

সিনিয়র আইএএস পূজা সিংগাল, রাঁচির প্রাক্তন জেলা কমিশনার ছবি রঞ্জন মনরেগার মাধ্যমে জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অর্থ পাচার, অবৈধ খনন ও নথিপত্রের হেরফের সংক্রান্ত মামলায় হোতওয়ার জেলে বন্দি । এই মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি ৷ সাতবার সমন পাঠানোর পরও তিনি হাজিরা দেননি ৷ অষ্টম সমনের পর হেমন্ত জানান, ইডি চাইলে তাঁর বাসভবনে এসে তাঁর বক্তব্য রেকর্ড করে নিয়ে যেতে পারে ৷

আরও পড়ুন:

  1. ইডির বিরুদ্ধে হেমন্তকে ঝাড়খণ্ড হাইকোর্টে মামলার পরামর্শ সুপ্রিম কোর্টের
  2. ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে আগামী 24 অগস্ট তলব ইডির
  3. আমি মুখ্যমন্ত্রী, পালিয়ে যাব নাকি, ইডির কাছে হাজিরার আগে প্রশ্ন তুললেন হেমন্ত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.