ETV Bharat / bharat

National Herald Case: ন্যাশনাল হেরাল্ড মামলায় জুলাইয়ের শেষপর্যন্ত সোনিয়াকে সময় ইডির - এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

ন্য়াশনাল হেরাল্ড মামলার (National Herald Case) তদন্ত করছে ইডি ৷ সেই মামলায় ইতিমধ্যে একাধিকবার রাহুল গান্ধিকে জেরা করেছে ইডি ৷ সোনিয়া গান্ধিকে (Congress Chief Sonia Gandhi) নোটিশ দিলেও অসুস্থতার কারণে হাজির হতে পারেননি ৷ কিন্তু অসুস্থ হওয়ার জন্য তিনি আরও সময় চান ৷ তাই জুলাইয়ের শেষ পর্যন্ত তাঁকে সময় দিল ইডি (Enforcement Directorate) ৷

ed-asks-sonia-gandhi-to-depose-late-july-in-national-herald-case
National Herald Case: ন্যাশনাল হেরাল্ড মামলায় জুলাইয়ের শেষপর্যন্ত সোনিয়াকে সময় ইডির
author img

By

Published : Jun 23, 2022, 9:13 PM IST

নয়াদিল্লি, 23 জুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) ইডি-র কাছে হাজির হওয়ার জন্য সময় চেয়েছিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Congress Chief Sonia Gandhi) ৷ সেই সময় মঞ্জুর করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ তাঁকে জুলাইয়ের শেষের দিকে বয়ান রেকর্ডের জন্য হাজির হতে বলা হল ৷

করোনার কারণে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন সোনিয়া গান্ধি ৷ হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁকে আপাতত বিশ্রাম নিতে বলা হয়েছে ৷ তাই তিনি এই মামলায় ইডি-র কাছে হাজির হওয়ার জন্য সময় চেয়েছিলেন ৷ বুধবার এই নিয়ে চিঠি লেখেন ইডি-কে ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার তরফে তাঁর আর্জি মঞ্জুর করা হল ৷

ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার আর্থিক তছরুপ সংক্রান্ত একটি মামলার তদন্ত করছে ইডি ৷ ওই সংস্থার অধীনেই ছিল ন্যাশনাল হেরাল্ড ৷ সংশ্লিষ্ট সংস্থায় সোনিয়া গান্ধি ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিরও (Congress MP Rahul Gandhi) শেয়ার রয়েছে ৷ সোনিয়ার পাশাপাশি রাহুলকেও নোটিশ পাঠিয়েছিল ইডি ৷ রাহুল ইতিমধ্যে পাঁচদিন ইডি অফিসে গিয়ে হাজিরা দিয়েছেন ৷ তাঁকে সব মিলিয়ে 54 ঘণ্টা জেরা করেছে ইডি ৷

2013 সালে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী একটি অভিযোগ দায়ের করেছিলেন ৷ সেই অভিযোগের ভিত্তিতেই ইডি নতুন করে এই মামলার তদন্ত শুরু করেছে ৷ স্বামীর অভিযোগ ছিল, গান্ধিরা ওই সংস্থার মাধ্যমে আর্থিক তছরুপ করেন ৷ কংগ্রেসের (Congress) অধীনে থাকা অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড নামে একটি সংস্থাকে ইয়ং ইন্ডিয়ানের মাধ্যমে অধিগ্রহণ করেন 50 লক্ষ টাকায় ৷ কিন্তু যার মূল্য ছিল 90.25 কোটি টাকা ৷

শুধু গান্ধিরা নয়, এই মামলায় নাম জড়িয়েছে আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতার ৷ গত এপ্রিলে এই মামলাতেই ইডি জেরা করে রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা পবন বনসলকে ৷

যদিও কংগ্রেসের দাবি, কেন্দ্রের বিজেপি শাসিত সরকার তাদের নেতাদের হেনস্তা করছে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে ৷ তাই রাহুল গান্ধি যেদিন যেদিন ইডি অফিসে গিয়েছিলেন, সেদিন সেদিন নয়াদিল্লি-সহ দেশের প্রতিটি রাজ্যে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস ৷

আরও পড়ুন : Sonia Gandhi : হাজিরার জন্য ইডি'র কাছে আরও সময় চাইলেন সোনিয়া

নয়াদিল্লি, 23 জুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) ইডি-র কাছে হাজির হওয়ার জন্য সময় চেয়েছিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Congress Chief Sonia Gandhi) ৷ সেই সময় মঞ্জুর করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ তাঁকে জুলাইয়ের শেষের দিকে বয়ান রেকর্ডের জন্য হাজির হতে বলা হল ৷

করোনার কারণে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন সোনিয়া গান্ধি ৷ হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁকে আপাতত বিশ্রাম নিতে বলা হয়েছে ৷ তাই তিনি এই মামলায় ইডি-র কাছে হাজির হওয়ার জন্য সময় চেয়েছিলেন ৷ বুধবার এই নিয়ে চিঠি লেখেন ইডি-কে ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার তরফে তাঁর আর্জি মঞ্জুর করা হল ৷

ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার আর্থিক তছরুপ সংক্রান্ত একটি মামলার তদন্ত করছে ইডি ৷ ওই সংস্থার অধীনেই ছিল ন্যাশনাল হেরাল্ড ৷ সংশ্লিষ্ট সংস্থায় সোনিয়া গান্ধি ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিরও (Congress MP Rahul Gandhi) শেয়ার রয়েছে ৷ সোনিয়ার পাশাপাশি রাহুলকেও নোটিশ পাঠিয়েছিল ইডি ৷ রাহুল ইতিমধ্যে পাঁচদিন ইডি অফিসে গিয়ে হাজিরা দিয়েছেন ৷ তাঁকে সব মিলিয়ে 54 ঘণ্টা জেরা করেছে ইডি ৷

2013 সালে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী একটি অভিযোগ দায়ের করেছিলেন ৷ সেই অভিযোগের ভিত্তিতেই ইডি নতুন করে এই মামলার তদন্ত শুরু করেছে ৷ স্বামীর অভিযোগ ছিল, গান্ধিরা ওই সংস্থার মাধ্যমে আর্থিক তছরুপ করেন ৷ কংগ্রেসের (Congress) অধীনে থাকা অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড নামে একটি সংস্থাকে ইয়ং ইন্ডিয়ানের মাধ্যমে অধিগ্রহণ করেন 50 লক্ষ টাকায় ৷ কিন্তু যার মূল্য ছিল 90.25 কোটি টাকা ৷

শুধু গান্ধিরা নয়, এই মামলায় নাম জড়িয়েছে আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতার ৷ গত এপ্রিলে এই মামলাতেই ইডি জেরা করে রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা পবন বনসলকে ৷

যদিও কংগ্রেসের দাবি, কেন্দ্রের বিজেপি শাসিত সরকার তাদের নেতাদের হেনস্তা করছে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে ৷ তাই রাহুল গান্ধি যেদিন যেদিন ইডি অফিসে গিয়েছিলেন, সেদিন সেদিন নয়াদিল্লি-সহ দেশের প্রতিটি রাজ্যে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস ৷

আরও পড়ুন : Sonia Gandhi : হাজিরার জন্য ইডি'র কাছে আরও সময় চাইলেন সোনিয়া

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.