ETV Bharat / bharat

Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, উৎসস্থল নেপাল - experience of tremors

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি (Earthquake in Delhi) । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.3 ।

Earthquake
দিল্লির এনসিআর-এ ভূমিকম্প
author img

By

Published : Nov 9, 2022, 7:34 AM IST

Updated : Nov 9, 2022, 8:23 AM IST

নিউদিল্লি, 9 নভেম্বর: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি (Earthquake in Delhi) । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.3 । মঙ্গলবার মধ্যরাতের এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার মোট তিন বার কেঁপে উঠেছে নেপাল । ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা । ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে দশ কিলোমিটার গভীরে ।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় দুটো নাগাদ নেপালের মণিপুরে কম্পন অনুভূত হয় । ভারতের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে দিল্লি-সহ পার্শ্ববর্তী কিছু এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে ৷

আরও পড়ুন: মাসের ব্যবধানে ফের কাঁপল উত্তরবঙ্গ

এর আগে মঙ্গলবার সকালেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল । তবে নেপালে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পাওয়া যায়নি ৷ যে সময় কম্পন হয় তখন তার মাত্রা ছিল 4.5 । কম্পনের উৎসস্থল ছিল কাঠমাণ্ডুর 155 কিলোমিটার উত্তর-পূর্বে ৷ রাত ৯টা নাগাদও কেঁপে উঠেছিল নেপাল। তখন মাত্রা ছিল 4.9 । সেটির উৎসস্থল ছিল নেপাল সীমানার কাছে দশ কিলোমিটার গভীরে। পাঁচ ঘণ্টার ব্যবধানে ফের কেঁপে উঠল নেপাল ।

নিউদিল্লি, 9 নভেম্বর: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি (Earthquake in Delhi) । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.3 । মঙ্গলবার মধ্যরাতের এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার মোট তিন বার কেঁপে উঠেছে নেপাল । ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা । ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে দশ কিলোমিটার গভীরে ।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় দুটো নাগাদ নেপালের মণিপুরে কম্পন অনুভূত হয় । ভারতের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে দিল্লি-সহ পার্শ্ববর্তী কিছু এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে ৷

আরও পড়ুন: মাসের ব্যবধানে ফের কাঁপল উত্তরবঙ্গ

এর আগে মঙ্গলবার সকালেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল । তবে নেপালে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পাওয়া যায়নি ৷ যে সময় কম্পন হয় তখন তার মাত্রা ছিল 4.5 । কম্পনের উৎসস্থল ছিল কাঠমাণ্ডুর 155 কিলোমিটার উত্তর-পূর্বে ৷ রাত ৯টা নাগাদও কেঁপে উঠেছিল নেপাল। তখন মাত্রা ছিল 4.9 । সেটির উৎসস্থল ছিল নেপাল সীমানার কাছে দশ কিলোমিটার গভীরে। পাঁচ ঘণ্টার ব্যবধানে ফের কেঁপে উঠল নেপাল ।

Last Updated : Nov 9, 2022, 8:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.