ETV Bharat / bharat

Earthquake in Tajikistan: ভূমিকম্পে কাঁপল তাজিকিস্তান, রিখটার স্কেলে মাত্রা 6.8 - Earthquake

তুরস্কের পর বেশ কয়েকটি ভূমিকম্পে (Earthquake)কাঁপছে বিশ্বের একাধিক জায়গা ৷ এবার ভূমিকম্প তাজিকিস্তানের প্রত্যন্ত এলাকায় ৷

ETV Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 23, 2023, 12:07 PM IST

মুর্ঘব (তাজিকিস্তান), 23 ফেব্রুয়ারি: ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল তাজিকিস্তান (Earthquake Hits in Tajikistan)৷ চিনের সুদূর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের কাছে অবস্থিত তাজিকিস্তানের অল্প জনবসতিপূর্ণ প্রত্যন্ত এলাকায় বৃহস্পতিবার ভোরে ভূমিকম্প হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.8 ৷ মার্কিন ভূ-তাত্ত্বিক সার্ভে অনুসারে জানা গিয়েছে, এটির কেন্দ্রস্থল তাজিকিস্তানের মুর্ঘব থেকে 67 কিলোমিটার (41 মাইল) এবং মাটির নীচে 20 কিলোমিটার (12 মাইল) পর্যন্ত ছিল ৷ পামির পাহাড়ে অবস্থিত মুর্ঘব হল একটি জেলা সদর ৷ কয়েক হাজার লোকের বাস এই এলাকায় ৷

জিনজিয়াং অঞ্চলের কাশগর ও কিজিলসু কিরগিজ এলাকার সীমান্তে এই ভূমিকম্পটি প্রবলভাবে অনুভূত হয় ৷ তবে স্থানীয় তথ্য আধিকারিক ও রাজ্যের সংবাদমাধ্যমের দেওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ৷ চিনা ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল 7.2 এবং এর গভীরতা ছিল 10 কিলোমিটার (6 মাইল)৷ যদিও বিভিন্ন সংস্থার পরিমাপ বিভিন্ন হয়ে থাকে ৷

তীব্র ভূমিকম্প যে কীভাবে একটা দেশকে নিশ্চিহ্ন করে দিতে পারে তা সম্প্রতি তুরস্ককে না দেখলে হয়ত বোঝা সম্ভব হত না ৷ এখনও পর্যন্ত ভয়াবহ ভূমিকম্পে অন্তত 41 হাজার স্বজন হারানোর বেদনা থেকে বেরিয়ে আসতে পারেনি তুরস্ক ৷ এরপরেও দেশটিতে আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে একটি সংস্থা ৷ ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া লক্ষাধিক লোকের মানবিক সহায়তার প্রয়োজন ৷ কর্তৃপক্ষ বলছে অনেক বেঁচে থাকা মানুষ প্রায় তীব্র ঠান্ডায় ঘরছাড়া হয়ে পড়েছেন ৷ তুরস্কের কাছে ভূমিকম্প মানেই এখন যেন আতঙ্ক ৷

আরও পড়ুন : আতঙ্কের সোমবার ! ফের জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, মৃত কমপক্ষে 3

মুর্ঘব (তাজিকিস্তান), 23 ফেব্রুয়ারি: ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল তাজিকিস্তান (Earthquake Hits in Tajikistan)৷ চিনের সুদূর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের কাছে অবস্থিত তাজিকিস্তানের অল্প জনবসতিপূর্ণ প্রত্যন্ত এলাকায় বৃহস্পতিবার ভোরে ভূমিকম্প হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.8 ৷ মার্কিন ভূ-তাত্ত্বিক সার্ভে অনুসারে জানা গিয়েছে, এটির কেন্দ্রস্থল তাজিকিস্তানের মুর্ঘব থেকে 67 কিলোমিটার (41 মাইল) এবং মাটির নীচে 20 কিলোমিটার (12 মাইল) পর্যন্ত ছিল ৷ পামির পাহাড়ে অবস্থিত মুর্ঘব হল একটি জেলা সদর ৷ কয়েক হাজার লোকের বাস এই এলাকায় ৷

জিনজিয়াং অঞ্চলের কাশগর ও কিজিলসু কিরগিজ এলাকার সীমান্তে এই ভূমিকম্পটি প্রবলভাবে অনুভূত হয় ৷ তবে স্থানীয় তথ্য আধিকারিক ও রাজ্যের সংবাদমাধ্যমের দেওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ৷ চিনা ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল 7.2 এবং এর গভীরতা ছিল 10 কিলোমিটার (6 মাইল)৷ যদিও বিভিন্ন সংস্থার পরিমাপ বিভিন্ন হয়ে থাকে ৷

তীব্র ভূমিকম্প যে কীভাবে একটা দেশকে নিশ্চিহ্ন করে দিতে পারে তা সম্প্রতি তুরস্ককে না দেখলে হয়ত বোঝা সম্ভব হত না ৷ এখনও পর্যন্ত ভয়াবহ ভূমিকম্পে অন্তত 41 হাজার স্বজন হারানোর বেদনা থেকে বেরিয়ে আসতে পারেনি তুরস্ক ৷ এরপরেও দেশটিতে আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে একটি সংস্থা ৷ ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া লক্ষাধিক লোকের মানবিক সহায়তার প্রয়োজন ৷ কর্তৃপক্ষ বলছে অনেক বেঁচে থাকা মানুষ প্রায় তীব্র ঠান্ডায় ঘরছাড়া হয়ে পড়েছেন ৷ তুরস্কের কাছে ভূমিকম্প মানেই এখন যেন আতঙ্ক ৷

আরও পড়ুন : আতঙ্কের সোমবার ! ফের জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, মৃত কমপক্ষে 3

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.