ETV Bharat / bharat

Dutch Girl married Bihari Boy: বিহারিবাবুর গলায় মালা দিলেন ওলন্দাজ কন্যে - বিহার

বিহারি যুবককে (Bihari Boy) বিয়ে করলেন নেদারল্যান্ডসের তরুণী (Dutch Girl) ৷ বিয়ে হল হিন্দু রীতিনীতি (Hindu Traditions) মেনে ৷

Dutch Girl married Bihari Boy according to Hindu Traditions
সাতপাকে বাঁধা ৷
author img

By

Published : Dec 24, 2022, 12:45 PM IST

পটনা, 24 ডিসেম্বর: ফের একবার দেশি বরের গলায় মালা পরালেন বিদেশিনী বধূ ৷ এবারের ঘটনাস্থল বিহার ৷ যাবতীয় হিন্দু রীতিনীতি (Hindu Traditions) মেনে বিহারি যুবকের (Bihari Boy) সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ওলন্দাজ কন্যে (Dutch Girl) ৷

পাত্রীর নাম মাইরা ৷ বাড়ি সুদূর নেদারল্যান্ডসে ৷ আর পাত্র আদি আদতে বিহারের বাসিন্দা ৷ তবে, 2015 সাল থেকে তিনিও বাসা বেঁধেছেন বিভুঁইয়ে ৷ সেই সময় অস্ট্রেলিয়ায় গিয়ে ঘাঁটি গাড়েন এই 'দেশি বয়' ৷ উচ্চশিক্ষার জন্য সেদেশে গিয়েছিলেন আদি ৷ অন্যদিকে, নিজের দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় থাকতে শুরু করেছিলেন মাইরাও ৷ তিনি আর আদি থাকতেন একই বহুতলে ৷

আরও পড়ুন: হিন্দু রীতি মেনে কর্ণাটকের অটোচালকের সঙ্গে গাঁটছড়া বেলজিয়ামের কন্যের

দু'জনের মধ্য়ে মিল ছিল আরও ৷ অস্ট্রেলিয়ায় থাকতে থাকতেই আদি পড়াশোনার পাশাপাশি ইউটিউবার হিসাবেও জনপ্রিয় হতে শুরু করেন ৷ একই কাজ করতে মাইরা ৷ তাঁদের দু'জনেরই নেশা ছিল বেড়ানো ৷ দু'জনই থাকছিলেন পরভূমে ৷ যখনই সময় পেতেন অস্ট্রেলিয়ায় নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতেন তাঁরা ৷ তখনও অবশ্য একে-অপরকে চিনতেন না আদি ও মাইরা ৷

পরবর্তীতে ইউটিউবের ভিডিয়ো ঘাঁটতে গিয়েই পরস্পরের সঙ্গে আলাপ হয় এই দুই 'পরিযায়ী'র ৷ তাঁরা জানতে পারেন, আদতে তাঁরা পরস্পরের পড়শি ! এরপর সাক্ষাৎ, সাক্ষাৎ থেকে বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকে প্রেম ! বিষয়টা গড়াতে খুব বেশি সময় লাগেনি ৷ পরে অবশ্য মাইরা দেশে ফিরে যান ৷ এদিকে, প্রেয়সীকে ছাড়া তখন আর দিন কাটে না আদির ৷ অগত্যা বাড়িতে সবকিছু জানান তিনি ৷ মা-বাবাকে রাজি করিয়ে তিনিও পাড়ি জমান নেদারল্যান্ডসে ৷ 2020 সাল থেকে সেখানেই মাইরার সঙ্গে থাকতে শুরু করেন আদি ৷

মাইরা-আদির দাবি, তাঁরা 'ট্রাভেল কাপল' ৷ এখন তাঁরা যৌথভাবে একটি ইউটিউব চ্যানেল চালান ৷ নিজেদের বেড়ানোর খুঁটিনাটি সেই চ্যানেলে সম্প্রচার করেন তাঁরা ৷ অবশেষে মাইরা-আদির মনে হয়, এবার গাঁটছড়া বাঁধা দরকার ৷ কিন্তু, বাবা-মায়ের সম্মতি আর আশীর্বাদ নতুন জীবন শুরু করতে মন চাইছিল না আদির ৷ অতএব ? আবার ফেরেন স্বভূমে ৷ কথা বলেন পরিবারের সঙ্গে ৷ সেই তরফে সম্মতি মিলতেই শুরু হয় বিয়ের তোড়জোড় ৷ একেবারে হিন্দু রীতিনীতি মেনেই বিহারিবাবুর বউ হন ওলন্দাজ কন্যে ৷ তাঁদের বিয়ের ভিডিয়োও নিজেদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন মাইরা-আদি ৷ দেশ-বিদেশের সাবস্ক্রাইবাররা তা দেখছেনও চুটিয়ে ৷ প্রসঙ্গত, এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে ৷ সম্প্রতি দক্ষিণ ভারতের এক অটোচালককে বিয়ে করেন এক বিদেশিনী সমাজসেবী ৷ সেই বিয়ের আয়োজন ছিল এলাহী !

পটনা, 24 ডিসেম্বর: ফের একবার দেশি বরের গলায় মালা পরালেন বিদেশিনী বধূ ৷ এবারের ঘটনাস্থল বিহার ৷ যাবতীয় হিন্দু রীতিনীতি (Hindu Traditions) মেনে বিহারি যুবকের (Bihari Boy) সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ওলন্দাজ কন্যে (Dutch Girl) ৷

পাত্রীর নাম মাইরা ৷ বাড়ি সুদূর নেদারল্যান্ডসে ৷ আর পাত্র আদি আদতে বিহারের বাসিন্দা ৷ তবে, 2015 সাল থেকে তিনিও বাসা বেঁধেছেন বিভুঁইয়ে ৷ সেই সময় অস্ট্রেলিয়ায় গিয়ে ঘাঁটি গাড়েন এই 'দেশি বয়' ৷ উচ্চশিক্ষার জন্য সেদেশে গিয়েছিলেন আদি ৷ অন্যদিকে, নিজের দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় থাকতে শুরু করেছিলেন মাইরাও ৷ তিনি আর আদি থাকতেন একই বহুতলে ৷

আরও পড়ুন: হিন্দু রীতি মেনে কর্ণাটকের অটোচালকের সঙ্গে গাঁটছড়া বেলজিয়ামের কন্যের

দু'জনের মধ্য়ে মিল ছিল আরও ৷ অস্ট্রেলিয়ায় থাকতে থাকতেই আদি পড়াশোনার পাশাপাশি ইউটিউবার হিসাবেও জনপ্রিয় হতে শুরু করেন ৷ একই কাজ করতে মাইরা ৷ তাঁদের দু'জনেরই নেশা ছিল বেড়ানো ৷ দু'জনই থাকছিলেন পরভূমে ৷ যখনই সময় পেতেন অস্ট্রেলিয়ায় নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতেন তাঁরা ৷ তখনও অবশ্য একে-অপরকে চিনতেন না আদি ও মাইরা ৷

পরবর্তীতে ইউটিউবের ভিডিয়ো ঘাঁটতে গিয়েই পরস্পরের সঙ্গে আলাপ হয় এই দুই 'পরিযায়ী'র ৷ তাঁরা জানতে পারেন, আদতে তাঁরা পরস্পরের পড়শি ! এরপর সাক্ষাৎ, সাক্ষাৎ থেকে বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকে প্রেম ! বিষয়টা গড়াতে খুব বেশি সময় লাগেনি ৷ পরে অবশ্য মাইরা দেশে ফিরে যান ৷ এদিকে, প্রেয়সীকে ছাড়া তখন আর দিন কাটে না আদির ৷ অগত্যা বাড়িতে সবকিছু জানান তিনি ৷ মা-বাবাকে রাজি করিয়ে তিনিও পাড়ি জমান নেদারল্যান্ডসে ৷ 2020 সাল থেকে সেখানেই মাইরার সঙ্গে থাকতে শুরু করেন আদি ৷

মাইরা-আদির দাবি, তাঁরা 'ট্রাভেল কাপল' ৷ এখন তাঁরা যৌথভাবে একটি ইউটিউব চ্যানেল চালান ৷ নিজেদের বেড়ানোর খুঁটিনাটি সেই চ্যানেলে সম্প্রচার করেন তাঁরা ৷ অবশেষে মাইরা-আদির মনে হয়, এবার গাঁটছড়া বাঁধা দরকার ৷ কিন্তু, বাবা-মায়ের সম্মতি আর আশীর্বাদ নতুন জীবন শুরু করতে মন চাইছিল না আদির ৷ অতএব ? আবার ফেরেন স্বভূমে ৷ কথা বলেন পরিবারের সঙ্গে ৷ সেই তরফে সম্মতি মিলতেই শুরু হয় বিয়ের তোড়জোড় ৷ একেবারে হিন্দু রীতিনীতি মেনেই বিহারিবাবুর বউ হন ওলন্দাজ কন্যে ৷ তাঁদের বিয়ের ভিডিয়োও নিজেদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন মাইরা-আদি ৷ দেশ-বিদেশের সাবস্ক্রাইবাররা তা দেখছেনও চুটিয়ে ৷ প্রসঙ্গত, এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে ৷ সম্প্রতি দক্ষিণ ভারতের এক অটোচালককে বিয়ে করেন এক বিদেশিনী সমাজসেবী ৷ সেই বিয়ের আয়োজন ছিল এলাহী !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.