ETV Bharat / bharat

Drunken Father Kills Daughters: ট্রাংকে মিলল 3 বোনের দেহ, অনটনের জেরে খুন করে মদ্যপ বাবা ! - Drunken Father Kills Daughters

Drunken Father Kills Daughters in Jalandhar: লোহার ট্রাংকে মিলল নিখোঁজ তিন বোনের দেহ ৷ অভাব অনটনের জেরে মদ্যপ বাবা তিন মেয়েকে খুন করেছেন বলে জানিয়েছে পুলিশ ৷

Drunken Father Killed Daughters
ট্রাংকে মিলল 3 বোনের দেহ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 6:57 PM IST

জলন্ধর, 2 অক্টোবর: লোহার ট্রাংকে মিলল তিন বোনের দেহ ৷ রবিবার রাত আটটা থেকে নিখোঁজ ছিল তিন বোন ৷ আজ ভোরে বাড়ির বাইরে একটি ট্রাংক থেকে মেলে দেহগুলি ৷ জলন্ধর পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় তিন কন্যাসন্তানকে খুন করেছেন বাবা ৷ ভয়ংকর এই ঘটনা ঘটেছে জলন্ধর শহরের পাঠানকোট জাতীয় সড়কের কানপুরে ৷

হত্যার কারণ অর্থনৈতিক হতাশা: পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় সুনীল মণ্ডল নামে অভিযুক্ত ব্যক্তি তাঁর অপরাধ স্বীকার করে নিয়েছেন ৷ তিনি পুলিশি জেরার মুখে ভেঙে পড়েন এবং জানান যে, দারিদ্র্যের কারণে হতাশা থেকেই তাঁর তিন মেয়ে অমৃতা কুমারী (9), কাঞ্চন কুমারী (7) এবং ভাসুকে (3) হত্যা করেন তিনি । জানা গিয়েছে, সুনীল মণ্ডল একজন মাদকাসক্ত, প্রায়ই তিনি মদ্যপান করতেন । এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর অর্থনৈতিক হতাশার সম্পর্ক রয়েছে বলে খবর । জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি তাঁর মেয়েদের বিষাক্ত ওষুধ খাইয়ে ট্রাংকে তালা দিয়ে নিজের কাজে চলে যান । ওই ট্রাংকেই মৃত্যু হয় তিন বোনের ৷

বন্ধ ট্রাংকে মেলে দেহ: সোমবার সকালে লোকজন বাড়ির বাইরে একটি লোহার ট্রাংক পড়ে থাকতে দেখেন ৷ সেই জায়গা থেকেই আগের দিন নিখোঁজ হয়েছিল ওই বাড়ির তিন মেয়ে ৷ লোকজন ট্রাংক খুলে দেখতে পান তিন বোনের মরদেহ । মাকসুদ থানার এএসআই হরবংশ সিং জানিয়েছেন, সুশীল মণ্ডল ও মঞ্জু মণ্ডলের পাঁচটি সন্তান । রবিবার তাঁরা দুজনেই কাজে গিয়েছিলেন । রাত আটটার দিকে যখন তাঁরা বাড়ি ফেরেন, তখন মেয়েদের কোথাও খুঁজে পাওয়া যায়নি । সারারাত খোঁজাখুঁজি করেও তাদের হদিশ মেলেনি । এরপর তাঁরা পুলিশের কাছে অভিযোগ করেন ৷ তবে গোটা বিষয়টি সামনে আসার পর হতবাক প্রতিবেশীরা ।

আরও পড়ুন: রোজ মদ্যপ অবস্থায় বাড়িতে অশান্তি বেকার ছেলের, রাগে গলা কেটে খুন বাবার !

জলন্ধর, 2 অক্টোবর: লোহার ট্রাংকে মিলল তিন বোনের দেহ ৷ রবিবার রাত আটটা থেকে নিখোঁজ ছিল তিন বোন ৷ আজ ভোরে বাড়ির বাইরে একটি ট্রাংক থেকে মেলে দেহগুলি ৷ জলন্ধর পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় তিন কন্যাসন্তানকে খুন করেছেন বাবা ৷ ভয়ংকর এই ঘটনা ঘটেছে জলন্ধর শহরের পাঠানকোট জাতীয় সড়কের কানপুরে ৷

হত্যার কারণ অর্থনৈতিক হতাশা: পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় সুনীল মণ্ডল নামে অভিযুক্ত ব্যক্তি তাঁর অপরাধ স্বীকার করে নিয়েছেন ৷ তিনি পুলিশি জেরার মুখে ভেঙে পড়েন এবং জানান যে, দারিদ্র্যের কারণে হতাশা থেকেই তাঁর তিন মেয়ে অমৃতা কুমারী (9), কাঞ্চন কুমারী (7) এবং ভাসুকে (3) হত্যা করেন তিনি । জানা গিয়েছে, সুনীল মণ্ডল একজন মাদকাসক্ত, প্রায়ই তিনি মদ্যপান করতেন । এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর অর্থনৈতিক হতাশার সম্পর্ক রয়েছে বলে খবর । জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি তাঁর মেয়েদের বিষাক্ত ওষুধ খাইয়ে ট্রাংকে তালা দিয়ে নিজের কাজে চলে যান । ওই ট্রাংকেই মৃত্যু হয় তিন বোনের ৷

বন্ধ ট্রাংকে মেলে দেহ: সোমবার সকালে লোকজন বাড়ির বাইরে একটি লোহার ট্রাংক পড়ে থাকতে দেখেন ৷ সেই জায়গা থেকেই আগের দিন নিখোঁজ হয়েছিল ওই বাড়ির তিন মেয়ে ৷ লোকজন ট্রাংক খুলে দেখতে পান তিন বোনের মরদেহ । মাকসুদ থানার এএসআই হরবংশ সিং জানিয়েছেন, সুশীল মণ্ডল ও মঞ্জু মণ্ডলের পাঁচটি সন্তান । রবিবার তাঁরা দুজনেই কাজে গিয়েছিলেন । রাত আটটার দিকে যখন তাঁরা বাড়ি ফেরেন, তখন মেয়েদের কোথাও খুঁজে পাওয়া যায়নি । সারারাত খোঁজাখুঁজি করেও তাদের হদিশ মেলেনি । এরপর তাঁরা পুলিশের কাছে অভিযোগ করেন ৷ তবে গোটা বিষয়টি সামনে আসার পর হতবাক প্রতিবেশীরা ।

আরও পড়ুন: রোজ মদ্যপ অবস্থায় বাড়িতে অশান্তি বেকার ছেলের, রাগে গলা কেটে খুন বাবার !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.