ETV Bharat / bharat

Bride Cancelled Marriage: মদের নেশায় দিন ভুলল বর, রাতভর অপেক্ষা শেষে বিয়ে বাতিল কনের - Bride Cancelled Marriage

মাতাল বর ভুলে গেল বিয়ে করতে যেতে (Man Forgets Attend his Own Wedding)৷ রাতভর অপেক্ষা করে বিয়ে বাতিল করলেন কনে ৷ আয়োজনের সমস্ত টাকা বরপক্ষের কাছে ফেরত চাইল পরিবার ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 17, 2023, 11:17 AM IST

ভাগলপুর (বিহার), 17 মার্চ: অদ্ভুত কাণ্ড! মদ খেয়ে বিয়ে করতে যেতেই ভুলে গেলেন এক ব্যক্তি (Man Forgets Attend his Own Wedding in Bihar)৷ এমনই ঘটনা ঘটেছে বিহারের ভাগলপুরের সুলতানগঞ্জ গ্রামে ৷ জানা গিয়েছে, বিয়ের শোভাযাত্রা কাহালগাঁওয়ের আন্টিচক থেকে সুলতানগঞ্জ যাওয়ার কথা ছিল তাঁর ৷ বিয়ের আগের রাতে সোমবার পেটভরে মদ্যপান করেছিলেন 'গুণধর' বর ৷ পরের দিনও সেই নেশা কাটেনি ৷ তাই নিজে বিয়ে করতে যাওয়ার কথাই ভুলে গেলেন ৷

এদিকে কনে ও তাঁর পরিবার সকলেই বর আসার জন্য অপেক্ষা করলেও বেহুঁশ বর আর ছাদনাতলায় পৌঁছতে পারেননি ৷ এরপর মঙ্গলবার বরের হুঁশ ফিরলে তখন তিনি কনের বাড়িতে পৌঁছন বিয়ে করতে ৷ কিন্তু আগের রাতের ঘটনার পর বিয়েতে বেঁকে বসেন কনে ৷ তিনি সটান জানিয়ে দেন, যে পুরুষ তাঁর নিজের দায়িত্ব উপলব্ধি করতে পারে না তার সঙ্গে জীবন কাটাব কীভাবে ?

একইসঙ্গে বিয়ের আয়োজনে যা কিছু খরচ হয়েছে পাত্রপক্ষকে তা ফেরত দেওয়ারও দাবি জানায় কনের পরিবার ৷ এমনকী এই পাওনা আদায় করার জন্য কনের আত্মীয়-স্বজনরা পাত্রের কয়েকজন আত্মীয়কে বন্দি করে রাখে ৷ এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ ৷ এরপর বিষয়টি মীমাংসা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা ৷

চলতি মাসের শুরুর দিকেই মেদচালে এইরকম কনের দ্বারা একটি বিয়ে বন্ধ হয়ে গিয়েছিল ৷ যৌতুক হিসেবে দেওয়া অর্থে খুশি না হওয়াতেই বিয়ে বন্ধের এই সিদ্ধান্ত নেন কনে ৷ এই ঘটনায় হতবাক হয়ে যায় বর ৷ মেয়ের এই ঘোষণায় বিয়ের মঞ্চে তোলপাড় সৃষ্টি হয় ৷ বরপক্ষ সাহায্য চাইতে থানায় ছোটেন ৷ এই ঘটনায় পুলিশের বক্তব্য ছিল, নববধূ জানিয়েছিলেন তাঁকে যে যৌতুক দেওয়া হয়েছে তা অপর্যাপ্ত ৷ তাই যৌতুক হিসেবে ফের অতিরিক্ত টাকা দাবি করেছিলেন তিনি ৷ সার্কেল ইন্সপেক্টর অশোক রেড্ডি কনের পরিবারকে থানায় ডেকে পাঠালে সেখানে বরের পরিবারের সদস্যদের সঙ্গে মৌখিক দ্বন্দ্ব শুরু হয় তাদের ৷ পুলিশ উভয় পরিবারকে ধমক দিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করে ৷ কিন্তু উভয়পক্ষই বিয়েটা এগিয়ে নিতে চাইছিলেন না ৷ তাই অবশেষে তা বাতিল হয়ে যায় ৷

আরও পড়ুন : পণের টাকায় নাখুশ কনে ! বাতিল করলেন বিয়ে

ভাগলপুর (বিহার), 17 মার্চ: অদ্ভুত কাণ্ড! মদ খেয়ে বিয়ে করতে যেতেই ভুলে গেলেন এক ব্যক্তি (Man Forgets Attend his Own Wedding in Bihar)৷ এমনই ঘটনা ঘটেছে বিহারের ভাগলপুরের সুলতানগঞ্জ গ্রামে ৷ জানা গিয়েছে, বিয়ের শোভাযাত্রা কাহালগাঁওয়ের আন্টিচক থেকে সুলতানগঞ্জ যাওয়ার কথা ছিল তাঁর ৷ বিয়ের আগের রাতে সোমবার পেটভরে মদ্যপান করেছিলেন 'গুণধর' বর ৷ পরের দিনও সেই নেশা কাটেনি ৷ তাই নিজে বিয়ে করতে যাওয়ার কথাই ভুলে গেলেন ৷

এদিকে কনে ও তাঁর পরিবার সকলেই বর আসার জন্য অপেক্ষা করলেও বেহুঁশ বর আর ছাদনাতলায় পৌঁছতে পারেননি ৷ এরপর মঙ্গলবার বরের হুঁশ ফিরলে তখন তিনি কনের বাড়িতে পৌঁছন বিয়ে করতে ৷ কিন্তু আগের রাতের ঘটনার পর বিয়েতে বেঁকে বসেন কনে ৷ তিনি সটান জানিয়ে দেন, যে পুরুষ তাঁর নিজের দায়িত্ব উপলব্ধি করতে পারে না তার সঙ্গে জীবন কাটাব কীভাবে ?

একইসঙ্গে বিয়ের আয়োজনে যা কিছু খরচ হয়েছে পাত্রপক্ষকে তা ফেরত দেওয়ারও দাবি জানায় কনের পরিবার ৷ এমনকী এই পাওনা আদায় করার জন্য কনের আত্মীয়-স্বজনরা পাত্রের কয়েকজন আত্মীয়কে বন্দি করে রাখে ৷ এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ ৷ এরপর বিষয়টি মীমাংসা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা ৷

চলতি মাসের শুরুর দিকেই মেদচালে এইরকম কনের দ্বারা একটি বিয়ে বন্ধ হয়ে গিয়েছিল ৷ যৌতুক হিসেবে দেওয়া অর্থে খুশি না হওয়াতেই বিয়ে বন্ধের এই সিদ্ধান্ত নেন কনে ৷ এই ঘটনায় হতবাক হয়ে যায় বর ৷ মেয়ের এই ঘোষণায় বিয়ের মঞ্চে তোলপাড় সৃষ্টি হয় ৷ বরপক্ষ সাহায্য চাইতে থানায় ছোটেন ৷ এই ঘটনায় পুলিশের বক্তব্য ছিল, নববধূ জানিয়েছিলেন তাঁকে যে যৌতুক দেওয়া হয়েছে তা অপর্যাপ্ত ৷ তাই যৌতুক হিসেবে ফের অতিরিক্ত টাকা দাবি করেছিলেন তিনি ৷ সার্কেল ইন্সপেক্টর অশোক রেড্ডি কনের পরিবারকে থানায় ডেকে পাঠালে সেখানে বরের পরিবারের সদস্যদের সঙ্গে মৌখিক দ্বন্দ্ব শুরু হয় তাদের ৷ পুলিশ উভয় পরিবারকে ধমক দিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করে ৷ কিন্তু উভয়পক্ষই বিয়েটা এগিয়ে নিতে চাইছিলেন না ৷ তাই অবশেষে তা বাতিল হয়ে যায় ৷

আরও পড়ুন : পণের টাকায় নাখুশ কনে ! বাতিল করলেন বিয়ে

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.