ETV Bharat / bharat

কাশ্মীরি সন্ত্রাসবাদীদের অপ্রচলিত যুদ্ধশৈলীর শক্তি যোগাচ্ছে ড্রোন - Jammu and Kashmir Police

ড্রোন হামলাকে ঠেকাতে হলে দরকার বৈদ্যুতিন ট্র্যাকার সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তি । ড্রোন নিষ্ক্রিয় করতে দরকার অ্যান্টি-এয়ারক্রাফ্ট বন্দুক, বৈদ্যুতিন চৌম্বকীয় পালস, মাইক্রোওয়েভ এমনকি সোনিক বুম বন্দুকের সফল ব্যবহার । কিন্তু ড্রোন - নিরোধক এই প্রযুক্তিগুলি এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়তেই রয়েছে । লিখছেন ভার্গিস পি আব্রাহাম ।

Kashmiri militants
ছবি
author img

By

Published : Jun 28, 2021, 6:10 PM IST

হায়দরাবাদ, 28 জুন : যখন দুই অসম শক্তির মধ্যে যুদ্ধ হয়, তখনি অপ্রচলিত যুদ্ধশৈলীর আগমন ঘটে । যখন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আগ্রাসন করে, তখন আফগানিস্তানের আকাশপথ ছিল পুরোপুরি সোভিয়েত বায়ুসেনার দখলে । হেলিকপ্টার গানশিপগুলি ছিল তাদের প্রাধান্য ধরে রাখার মূল অস্ত্র ।

কিন্তু তাদের বায়ুসেনার আফগানিস্তানের আকাশপথের উপর এই প্রাধান্য চিরস্থায়ী হয়নি । আফগানিস্তান প্রতিরোধ যোদ্ধাদের সোভিয়েত বায়ুসেনাকে চ্যালেঞ্জ জানাতে সাহায্য করেছিল একটি সহজ যুদ্ধশৈলী প্রবর্তন নীতি । তার কিছুদিন আগে পর্যন্ত সোভিয়েত বায়ুসেনার এমআই সিরিজ হেলিকপ্টার থেকে বোমাবর্ষণ হত । তখন এই আফগানিস্তান প্রতিরোধ যোদ্ধাদের লুকিয়ে থাকতে হত পাহাড়ের গুহাতে ।

আরও পড়ুন : ড্রোন ব্যবহার করে নাশকতা, উপত্যকার নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ

মার্কিন প্রযুক্তির স্ট্রিংগার মিসাইল এনেছিল এই পরিবর্তন । এই বহনযোগ্য স্ট্রিংগার মিসাইলগুলির আঘাতে একের পর এক ধরাশায়ী হতে থাকল সোভিয়েত বায়ুসেনার হেলিকপ্টারগুলি । শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন বাধ্য হয় আফগানিস্তান থেকে পশ্চাদপসরণ করতে ।

যদি বহনযোগ্য স্ট্রিংগার মিসাইলগুলি আফগানিস্তানের যুদ্ধের গতি পরিবর্তন করে দেয় তখন সেখানে একবিংশ শতাব্দীতে ড্রোনগুলির যুদ্ধের গতি পরিবর্তন করতে বিশেষ ভূমিকা থাকছে । কারণ ড্রোন- হামলার খরচ বিমান হামলার খরচের থেকে অনেক কম ।

আরও পড়ুন : পুলওয়ামায় বাড়িতে ঢুকে স্ত্রী ও মেয়ে-সহ পুলিশ অফিসারকে গুলি করে খুন জঙ্গিদের

আজারবাইজান- আর্মেনিয়া যুদ্ধ এর প্রকৃষ্ট উদাহরণ । যুদ্ধবিমানের বদলে তুর্কি এবং ইসরাইলি ড্রোন ব্যবহার করেই আর্মেনিয়াকে পরাজিত করে আজারবাইজান । ভারতের উচিত অবিলম্বে এই আজারবাইজান- আর্মেনিয়া যুদ্ধ থেকে শিক্ষা নেওয়া ।

সীমান্তবর্তী অঞ্চলে হেরোইন চোরাচালান ও ভারতের সীমান্তে অস্ত্র পাচারের জন্য পাকিস্তান ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করেছে । রবিবার ভারতীয় বিমান বাহিনী ঘাঁটিতে ড্রোন হামলাটি দেখিয়ে দেয় কীভাবে জঙ্গিরা যুদ্ধশৈলী বদল করেছে কাশ্মীরে মোতায়েন ভারতীয় সুরক্ষা বাহিনীর সাথে তাদের যুদ্ধে । ড্রোন হ্যান্ডলারের কাজও সহজ করে দেয় কারণ ড্রোন হামলা চালানো জন্য চালকের দরকার পড়ে না এবং পাকিস্তান সহজেই দাবি করতে পারে যে এই ড্রোন- হামলার পিছনে তাদের কোনও নাগরিক জড়িত নয় । রবিবার ভারতীয় বিমান বাহিনী ঘাঁটিতে এই ড্রোন-হামলা আরও প্রমান করে যে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ সংস্থাগুলি খুঁটিনাটি কতটা উন্মুক্ত এবং এই নতুন যুদ্ধশৈলীকে মোকাবিলা করার উপযুক্ত নয় ।

আরও পড়ুন : Jammu Blast : কড়া সতর্কতা জারি পাঠানকোটে

ড্রোন হামলাকে ঠেকাতে হলে দরকার বৈদ্যুতিন ট্র্যাকার সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তি । ড্রোন নিষ্ক্রিয় করতে দরকার অ্যান্টি-এয়ারক্রাফ্ট বন্দুক, বৈদ্যুতিন চৌম্বকীয় পালস, মাইক্রোওয়েভ এমনকি সোনিক বুম বন্দুকের সফল ব্যবহার । কিন্তু ড্রোন - নিরোধক এই প্রযুক্তিগুলি এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়তেই রয়েছে । সামরিক ঘাঁটি এবং সম্পদ রক্ষার জন্য এই সিস্টেমগুলির বৃহৎ আকারে উৎপাদন বা সংহতকরনের কাজ এখনও শুরু হয়নি । যতদিন তা শুরু না হচ্ছে ততদিন ড্রোন ভারতীয় সুরক্ষাবাহিনীর কাছে একটা মাথাব্যাথা হয়েই থাকবে এবং ততদিন পর্যন্ত সমরসুরক্ষার প্রচলিত নীতির দ্বারাই ড্রোনকে প্রতিহত করতে হবে । সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো মূলত কোয়াডকোপ্টার এবং হেক্সাকোপ্টার ড্রোন ব্যবহার করে থাকে । এই ড্রোনগুলি সহজলভ্য, অস্ত্রবহনকারী এবং এই ড্রোনগুলিকে হ্যান্ডলাররা নিরাপদ দূরত্বে থেকেও চালিত করতে পারে ।

আরও পড়ুন : পরপর দু'টি বিস্ফোরণে কেঁপে উঠল জম্মুর বায়ুসেনার ঘাঁটি

ভারতের উচিত হবে সমস্যাগ্রস্ত অঞ্চলে কোনও বেসরকারি ব্যক্তি ও সংস্থাগুলিকে ড্রোন বিক্রি বন্ধ করা । এমনকি যদি কোনও এক বা একাধিক ব্যক্তিরা সেগুলি সংগ্রহ করে তবে তা সংগ্রহ ও ব্যবহারের জন্য সরকারের উচিত লাইসেন্সিং সিস্টেম শুরু করা । একমাত্র এতেই ড্রোনের অপব্যবহার রোখা যাবে । যুদ্ধক্ষেত্রের সুবিধার জন্য যেমন একদিকে প্রতিরক্ষাখাতে ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ গুরুত্বপূর্ণ, তেমনি রাষ্টের শত্রুরা যাতে এই অপ্রচলিত যুদ্ধশৈলীর সুবিধা না নিতে পারে তার জন্য অ্যান্টি-ড্রোন প্রযুক্তিরও সমান্তরালভাবে বিকাশ করা উচিত ।

হায়দরাবাদ, 28 জুন : যখন দুই অসম শক্তির মধ্যে যুদ্ধ হয়, তখনি অপ্রচলিত যুদ্ধশৈলীর আগমন ঘটে । যখন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আগ্রাসন করে, তখন আফগানিস্তানের আকাশপথ ছিল পুরোপুরি সোভিয়েত বায়ুসেনার দখলে । হেলিকপ্টার গানশিপগুলি ছিল তাদের প্রাধান্য ধরে রাখার মূল অস্ত্র ।

কিন্তু তাদের বায়ুসেনার আফগানিস্তানের আকাশপথের উপর এই প্রাধান্য চিরস্থায়ী হয়নি । আফগানিস্তান প্রতিরোধ যোদ্ধাদের সোভিয়েত বায়ুসেনাকে চ্যালেঞ্জ জানাতে সাহায্য করেছিল একটি সহজ যুদ্ধশৈলী প্রবর্তন নীতি । তার কিছুদিন আগে পর্যন্ত সোভিয়েত বায়ুসেনার এমআই সিরিজ হেলিকপ্টার থেকে বোমাবর্ষণ হত । তখন এই আফগানিস্তান প্রতিরোধ যোদ্ধাদের লুকিয়ে থাকতে হত পাহাড়ের গুহাতে ।

আরও পড়ুন : ড্রোন ব্যবহার করে নাশকতা, উপত্যকার নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ

মার্কিন প্রযুক্তির স্ট্রিংগার মিসাইল এনেছিল এই পরিবর্তন । এই বহনযোগ্য স্ট্রিংগার মিসাইলগুলির আঘাতে একের পর এক ধরাশায়ী হতে থাকল সোভিয়েত বায়ুসেনার হেলিকপ্টারগুলি । শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন বাধ্য হয় আফগানিস্তান থেকে পশ্চাদপসরণ করতে ।

যদি বহনযোগ্য স্ট্রিংগার মিসাইলগুলি আফগানিস্তানের যুদ্ধের গতি পরিবর্তন করে দেয় তখন সেখানে একবিংশ শতাব্দীতে ড্রোনগুলির যুদ্ধের গতি পরিবর্তন করতে বিশেষ ভূমিকা থাকছে । কারণ ড্রোন- হামলার খরচ বিমান হামলার খরচের থেকে অনেক কম ।

আরও পড়ুন : পুলওয়ামায় বাড়িতে ঢুকে স্ত্রী ও মেয়ে-সহ পুলিশ অফিসারকে গুলি করে খুন জঙ্গিদের

আজারবাইজান- আর্মেনিয়া যুদ্ধ এর প্রকৃষ্ট উদাহরণ । যুদ্ধবিমানের বদলে তুর্কি এবং ইসরাইলি ড্রোন ব্যবহার করেই আর্মেনিয়াকে পরাজিত করে আজারবাইজান । ভারতের উচিত অবিলম্বে এই আজারবাইজান- আর্মেনিয়া যুদ্ধ থেকে শিক্ষা নেওয়া ।

সীমান্তবর্তী অঞ্চলে হেরোইন চোরাচালান ও ভারতের সীমান্তে অস্ত্র পাচারের জন্য পাকিস্তান ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করেছে । রবিবার ভারতীয় বিমান বাহিনী ঘাঁটিতে ড্রোন হামলাটি দেখিয়ে দেয় কীভাবে জঙ্গিরা যুদ্ধশৈলী বদল করেছে কাশ্মীরে মোতায়েন ভারতীয় সুরক্ষা বাহিনীর সাথে তাদের যুদ্ধে । ড্রোন হ্যান্ডলারের কাজও সহজ করে দেয় কারণ ড্রোন হামলা চালানো জন্য চালকের দরকার পড়ে না এবং পাকিস্তান সহজেই দাবি করতে পারে যে এই ড্রোন- হামলার পিছনে তাদের কোনও নাগরিক জড়িত নয় । রবিবার ভারতীয় বিমান বাহিনী ঘাঁটিতে এই ড্রোন-হামলা আরও প্রমান করে যে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ সংস্থাগুলি খুঁটিনাটি কতটা উন্মুক্ত এবং এই নতুন যুদ্ধশৈলীকে মোকাবিলা করার উপযুক্ত নয় ।

আরও পড়ুন : Jammu Blast : কড়া সতর্কতা জারি পাঠানকোটে

ড্রোন হামলাকে ঠেকাতে হলে দরকার বৈদ্যুতিন ট্র্যাকার সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তি । ড্রোন নিষ্ক্রিয় করতে দরকার অ্যান্টি-এয়ারক্রাফ্ট বন্দুক, বৈদ্যুতিন চৌম্বকীয় পালস, মাইক্রোওয়েভ এমনকি সোনিক বুম বন্দুকের সফল ব্যবহার । কিন্তু ড্রোন - নিরোধক এই প্রযুক্তিগুলি এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়তেই রয়েছে । সামরিক ঘাঁটি এবং সম্পদ রক্ষার জন্য এই সিস্টেমগুলির বৃহৎ আকারে উৎপাদন বা সংহতকরনের কাজ এখনও শুরু হয়নি । যতদিন তা শুরু না হচ্ছে ততদিন ড্রোন ভারতীয় সুরক্ষাবাহিনীর কাছে একটা মাথাব্যাথা হয়েই থাকবে এবং ততদিন পর্যন্ত সমরসুরক্ষার প্রচলিত নীতির দ্বারাই ড্রোনকে প্রতিহত করতে হবে । সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো মূলত কোয়াডকোপ্টার এবং হেক্সাকোপ্টার ড্রোন ব্যবহার করে থাকে । এই ড্রোনগুলি সহজলভ্য, অস্ত্রবহনকারী এবং এই ড্রোনগুলিকে হ্যান্ডলাররা নিরাপদ দূরত্বে থেকেও চালিত করতে পারে ।

আরও পড়ুন : পরপর দু'টি বিস্ফোরণে কেঁপে উঠল জম্মুর বায়ুসেনার ঘাঁটি

ভারতের উচিত হবে সমস্যাগ্রস্ত অঞ্চলে কোনও বেসরকারি ব্যক্তি ও সংস্থাগুলিকে ড্রোন বিক্রি বন্ধ করা । এমনকি যদি কোনও এক বা একাধিক ব্যক্তিরা সেগুলি সংগ্রহ করে তবে তা সংগ্রহ ও ব্যবহারের জন্য সরকারের উচিত লাইসেন্সিং সিস্টেম শুরু করা । একমাত্র এতেই ড্রোনের অপব্যবহার রোখা যাবে । যুদ্ধক্ষেত্রের সুবিধার জন্য যেমন একদিকে প্রতিরক্ষাখাতে ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ গুরুত্বপূর্ণ, তেমনি রাষ্টের শত্রুরা যাতে এই অপ্রচলিত যুদ্ধশৈলীর সুবিধা না নিতে পারে তার জন্য অ্যান্টি-ড্রোন প্রযুক্তিরও সমান্তরালভাবে বিকাশ করা উচিত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.