নয়াদিল্লি, 7 মে : বাড়ল রান্নার গ্যাসের দাম ৷ আজ সকালে তেল উৎপাদনকারী কোম্পানিগুলি 14.2 কেজি এলপিজি রান্নার গ্যাসের দাম 50 টাকা বাড়াল ৷ এতে রান্নার গ্যাসের দাম হল 999.50 টাকা, প্রায় হাজার টাকা (Domestic LPG Cylinder Price Hike by Rs 50 effective from 7 May) ৷ কলকাতায় রান্নার গ্যাস কিনতে গেলে দিতে হবে 1 হাজার 26 টাকা ৷
একই ভাবে বেড়েছে 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দামও ৷ রবিবার 1 মে থেকে এর দাম 102.50 টাকা বেড়ে হয়েছে 2 হাজার 355 টাকা 50 পয়সা ৷ এর আগে দাম ছিল 2 হাজার 253 টাকা ৷ 5 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এখন 655 টাকা ৷
আরও পড়ুন : LPG Price Hike : নতুন অর্থবর্ষের প্রথম দিনেই একলাফে 250 টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
-
The price of 14.2 kg Domestic LPG cylinder increased by Rs 50 with effect from today. The domestic cylinder will cost Rs 999.50/cylinder from today.
— ANI (@ANI) May 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The price of 14.2 kg Domestic LPG cylinder increased by Rs 50 with effect from today. The domestic cylinder will cost Rs 999.50/cylinder from today.
— ANI (@ANI) May 7, 2022The price of 14.2 kg Domestic LPG cylinder increased by Rs 50 with effect from today. The domestic cylinder will cost Rs 999.50/cylinder from today.
— ANI (@ANI) May 7, 2022
এর আগে 22 মার্চ রান্নার গ্যাসের দাম (LPG gas cylinder price hike) সিলিন্ডার 50 টাকা বৃদ্ধি পাওয়ায় দাম হয়েছিল 976 টাকা । স্বভাবতই মাথায় হাত পড়েছে গৃহস্থের ৷ নতুন অর্থবর্ষের প্রথম দিনে অর্থাৎ 1 এপ্রিল 19 কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু 250 টাকা দাম বেড়ে 2 হাজার 253 টাকা হয়েছিল ৷ বিগত দু'মাসে সিলিন্ডারের দাম বেড়েছে 346 টাকা ৷ এর আগে 1 মার্চ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 105 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছিল 2 হাজার 12 টাকা (Commercial LPG Gas Price Hike by Rupees 250 on 1 April) ৷