ETV Bharat / bharat

Domestic LPG Cylinder Price : কলকাতায় রান্নার গ্যাসের দাম হাজার ছাড়াল - এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার

জ্বালানিতে জ্বলছে মধ্যবিত্ত ৷ পেট্রল-ডিজেলের দাম বাড়ছে ৷ ভোজ্য তেলের দাম ঊর্ধ্বমুখী ৷ এবার রান্নার গ্যাসের দাম 50 টাকা বাড়াল কেন্দ্র ৷ আজ থেকেই দাম কার্যকরী হল (Domestic LPG Cylinder Price) ৷

Domestic LPG Cylinder Price crosses 1000
রান্নার গ্যাসের দাম 1000 ছাড়াল
author img

By

Published : May 7, 2022, 10:20 AM IST

Updated : May 7, 2022, 11:08 AM IST

নয়াদিল্লি, 7 মে : বাড়ল রান্নার গ্যাসের দাম ৷ আজ সকালে তেল উৎপাদনকারী কোম্পানিগুলি 14.2 কেজি এলপিজি রান্নার গ্যাসের দাম 50 টাকা বাড়াল ৷ এতে রান্নার গ্যাসের দাম হল 999.50 টাকা, প্রায় হাজার টাকা (Domestic LPG Cylinder Price Hike by Rs 50 effective from 7 May) ৷ কলকাতায় রান্নার গ্যাস কিনতে গেলে দিতে হবে 1 হাজার 26 টাকা ৷

একই ভাবে বেড়েছে 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দামও ৷ রবিবার 1 মে থেকে এর দাম 102.50 টাকা বেড়ে হয়েছে 2 হাজার 355 টাকা 50 পয়সা ৷ এর আগে দাম ছিল 2 হাজার 253 টাকা ৷ 5 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এখন 655 টাকা ৷

আরও পড়ুন : LPG Price Hike : নতুন অর্থবর্ষের প্রথম দিনেই একলাফে 250 টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

এর আগে 22 মার্চ রান্নার গ্যাসের দাম (LPG gas cylinder price hike) সিলিন্ডার 50 টাকা বৃদ্ধি পাওয়ায় দাম হয়েছিল 976 টাকা । স্বভাবতই মাথায় হাত পড়েছে গৃহস্থের ৷ নতুন অর্থবর্ষের প্রথম দিনে অর্থাৎ 1 এপ্রিল 19 কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু 250 টাকা দাম বেড়ে 2 হাজার 253 টাকা হয়েছিল ৷ বিগত দু'মাসে সিলিন্ডারের দাম বেড়েছে 346 টাকা ৷ এর আগে 1 মার্চ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 105 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছিল 2 হাজার 12 টাকা (Commercial LPG Gas Price Hike by Rupees 250 on 1 April) ৷

নয়াদিল্লি, 7 মে : বাড়ল রান্নার গ্যাসের দাম ৷ আজ সকালে তেল উৎপাদনকারী কোম্পানিগুলি 14.2 কেজি এলপিজি রান্নার গ্যাসের দাম 50 টাকা বাড়াল ৷ এতে রান্নার গ্যাসের দাম হল 999.50 টাকা, প্রায় হাজার টাকা (Domestic LPG Cylinder Price Hike by Rs 50 effective from 7 May) ৷ কলকাতায় রান্নার গ্যাস কিনতে গেলে দিতে হবে 1 হাজার 26 টাকা ৷

একই ভাবে বেড়েছে 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দামও ৷ রবিবার 1 মে থেকে এর দাম 102.50 টাকা বেড়ে হয়েছে 2 হাজার 355 টাকা 50 পয়সা ৷ এর আগে দাম ছিল 2 হাজার 253 টাকা ৷ 5 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এখন 655 টাকা ৷

আরও পড়ুন : LPG Price Hike : নতুন অর্থবর্ষের প্রথম দিনেই একলাফে 250 টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

এর আগে 22 মার্চ রান্নার গ্যাসের দাম (LPG gas cylinder price hike) সিলিন্ডার 50 টাকা বৃদ্ধি পাওয়ায় দাম হয়েছিল 976 টাকা । স্বভাবতই মাথায় হাত পড়েছে গৃহস্থের ৷ নতুন অর্থবর্ষের প্রথম দিনে অর্থাৎ 1 এপ্রিল 19 কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু 250 টাকা দাম বেড়ে 2 হাজার 253 টাকা হয়েছিল ৷ বিগত দু'মাসে সিলিন্ডারের দাম বেড়েছে 346 টাকা ৷ এর আগে 1 মার্চ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 105 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছিল 2 হাজার 12 টাকা (Commercial LPG Gas Price Hike by Rupees 250 on 1 April) ৷

Last Updated : May 7, 2022, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.