ETV Bharat / bharat

Ram Nath Kovind House: দীপাবলির আগে প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দের বাড়ি কিনে চমক চিকিৎসক দম্পতির - কানপুরে কোবিন্দের বাড়ি বিক্রি

কানপুরের ইন্দ্র নগরে 25 বছর আগে বাড়ি তৈরি করেছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind House in Kanpur) ৷ সেই বাড়িই কিনে নিলেন এক চিকিৎসক দম্পতি (Ram Nath Kovind House sold in Kanpur) ৷

ETV Bharat
Ram Nath Kovind
author img

By

Published : Oct 23, 2022, 9:13 PM IST

কানপুর, 23 অক্টোবর: রাজনীতিবিদ, ফিল্মস্টার ও সেলিব্রিটিরা হামেশাই তাঁদের কাজের জন্য চর্চায় থাকেন ৷ তাঁদের নিয়ে খবরের প্রতি জনসাধারণের উৎসাহও থাকে ৷ যেমন বর্তমানে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নাম ৷ কারণ, তাঁর বাড়ি কিনে নিয়েছে এক চিকিৎসক দম্পতি ৷

উত্তরপ্রদেশের কানপুরের ইন্দ্র নগরের দয়ানন্দ বিহার এলাকায় রয়েছে রামনাথ কোবিন্দের একটি বাড়ি (Ram Nath Kovind House in Kanpur) ৷ কিন্তু এখন থেকে সেই বাড়িতেই থাকবেন ওই এলাকারই চিকিৎসক দম্পতি স্মৃতি কাটিয়ার ও শরদ কাটিয়ার ৷ ইতিমধ্যেই দেশের প্রাক্তন রাষ্ট্রপতির এই বাড়ি কিনে নিয়েছে এই চিকিৎসক দম্পতি ৷ শুক্রবার তাঁদের নামে বাড়িটির রেজিস্ট্রেশনও হয়ে গিয়েছে ৷ কোবিন্দের তরফে এতদিন তাঁর ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করা আনন্দ নামে এক ব্যক্তি ওই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ৷ তাঁর উপস্থিতিতেই ওই বাড়ির 'পাওয়ার অফ অ্যাটর্নি' পেল ওই চিকিৎসক দম্পতি (Ram Nath Kovind House sold in Kanpur) ৷

আরও পড়ুন: অযোধ্যায় রাম লালাকে পুজো দিলেন প্রধানমন্ত্রী

বহু বছর ধরে রামনাথ কোবিন্দের এই বাড়ির দেখাশোনা করছিলেন তাঁর বন্ধু আনন্দ ৷ বাড়ির রেজিস্ট্রেশনের সময় তিনি উপস্থিত ছিলেন ৷ এই বাড়ি কেনা প্রসঙ্গে ডাঃ শরদ কাটিয়ার বলেন, "এখন থেকে এই বাড়ি আমার স্ত্রী স্মৃতির নামে ৷ আমাদের কাছে এটা প্রাক্তন রাষ্ট্রপতির তরফে দেওয়া দীপাবলির উপহারের মতো ৷ দীপাবলির দিন পুজো দিয়ে আমরা এই ঘরে প্রবেশ করব ৷"

এই বাড়ির স্মৃতিচারণা করতে গিয়ে ডাঃ শরদ কাটিয়ার আরও বলেন, "আমি আগে ভাবতাম একদিন আমি নিশ্চই এই বাড়ি কিনব ৷" স্থানীয়রা জানিয়েছেন 25 বছর আগে রামনাথ কোবিন্দ এই বাড়িটি তৈরি করেছিলেন ৷ তখন তিনি আইনজীবী ছিলেন ৷ পরে রাজনীতিতে যোগ দেওয়ার পর যখনই তিনি কানপুরে আসতেন এই বাড়িটিতে থাকতেন (Kovind House sold in Kanpur) ৷

কানপুর, 23 অক্টোবর: রাজনীতিবিদ, ফিল্মস্টার ও সেলিব্রিটিরা হামেশাই তাঁদের কাজের জন্য চর্চায় থাকেন ৷ তাঁদের নিয়ে খবরের প্রতি জনসাধারণের উৎসাহও থাকে ৷ যেমন বর্তমানে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নাম ৷ কারণ, তাঁর বাড়ি কিনে নিয়েছে এক চিকিৎসক দম্পতি ৷

উত্তরপ্রদেশের কানপুরের ইন্দ্র নগরের দয়ানন্দ বিহার এলাকায় রয়েছে রামনাথ কোবিন্দের একটি বাড়ি (Ram Nath Kovind House in Kanpur) ৷ কিন্তু এখন থেকে সেই বাড়িতেই থাকবেন ওই এলাকারই চিকিৎসক দম্পতি স্মৃতি কাটিয়ার ও শরদ কাটিয়ার ৷ ইতিমধ্যেই দেশের প্রাক্তন রাষ্ট্রপতির এই বাড়ি কিনে নিয়েছে এই চিকিৎসক দম্পতি ৷ শুক্রবার তাঁদের নামে বাড়িটির রেজিস্ট্রেশনও হয়ে গিয়েছে ৷ কোবিন্দের তরফে এতদিন তাঁর ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করা আনন্দ নামে এক ব্যক্তি ওই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ৷ তাঁর উপস্থিতিতেই ওই বাড়ির 'পাওয়ার অফ অ্যাটর্নি' পেল ওই চিকিৎসক দম্পতি (Ram Nath Kovind House sold in Kanpur) ৷

আরও পড়ুন: অযোধ্যায় রাম লালাকে পুজো দিলেন প্রধানমন্ত্রী

বহু বছর ধরে রামনাথ কোবিন্দের এই বাড়ির দেখাশোনা করছিলেন তাঁর বন্ধু আনন্দ ৷ বাড়ির রেজিস্ট্রেশনের সময় তিনি উপস্থিত ছিলেন ৷ এই বাড়ি কেনা প্রসঙ্গে ডাঃ শরদ কাটিয়ার বলেন, "এখন থেকে এই বাড়ি আমার স্ত্রী স্মৃতির নামে ৷ আমাদের কাছে এটা প্রাক্তন রাষ্ট্রপতির তরফে দেওয়া দীপাবলির উপহারের মতো ৷ দীপাবলির দিন পুজো দিয়ে আমরা এই ঘরে প্রবেশ করব ৷"

এই বাড়ির স্মৃতিচারণা করতে গিয়ে ডাঃ শরদ কাটিয়ার আরও বলেন, "আমি আগে ভাবতাম একদিন আমি নিশ্চই এই বাড়ি কিনব ৷" স্থানীয়রা জানিয়েছেন 25 বছর আগে রামনাথ কোবিন্দ এই বাড়িটি তৈরি করেছিলেন ৷ তখন তিনি আইনজীবী ছিলেন ৷ পরে রাজনীতিতে যোগ দেওয়ার পর যখনই তিনি কানপুরে আসতেন এই বাড়িটিতে থাকতেন (Kovind House sold in Kanpur) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.