ETV Bharat / bharat

Adhir-Mamata : ‘বিজেপিকে সহায়তা করবেন না’, মমতাকে অনুরোধ অধীরের - মমতাকে কটাক্ষ অধীরের

বেশ কিছুদিন থেকেই কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে চলছে পারস্পরিক আক্রমণের দড়ি টানাটানি । দুই পক্ষই একে অপরকে বিজেপির সহযোগী বলে আক্রমণ শানাচ্ছেন । তবে এদিন অধীরবাবুর বক্তব্য থেকেও ফের বিরোধী জোট মজবুতের ইঙ্গিত মিলেছে ।

adhir chowdhury
‘বিজেপিকে সহায়তা করবেন না’, মমতাকে কটাক্ষ অধীরের
author img

By

Published : Nov 3, 2021, 9:54 PM IST

বহরমপুর, 3 নভেম্বর : ‘তৃণমূল দলে আপনার নিয়ন্ত্রণ কমছে । পিকে সাহেব আর ভাইপো সাহেবের নিয়ন্ত্রণ বাড়ছে ।’ বুধবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । যদিও এটা তাঁর নিজস্ব মতামত বলেও উল্লেখ করতে ভোলেননি তিনি ।

আরও পড়ুন : By-polls Result : দেশের একাধিক রাজ্যে লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে শোচনীয় ফল গেরুয়া শিবিরের

একইসঙ্গে ফের কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গ টেনে কিছুটা সুর নরম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রাখার অনুরোধও জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি । বেশ কিছুদিন থেকেই কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে চলছে আক্রমণের দড়ি টানাটানি । দুই পক্ষই একে অপরকে বিজেপির সহযোগী বলে আক্রমণ শানাচ্ছেন । এদিন অধীরবাবুর বক্তব্য থেকেও ফের বিরোধী জোট মজবুতের ইঙ্গিত মিলেছে । সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, ‘‘তৃণমূলে আপনার নিয়ন্ত্রম কমেছে ৷ বেড়েছে ভাইপো ও পিকে-র ক্ষমতা ৷ না-হলে যে কংগ্রেসকে আপনি চেনেন ও জানেন, যে কংগ্রেস আপনার পরিচয়, তাকে জনসমক্ষে হেয় করতে যাবেন কেন ? কংগ্রেসকে হেয় করার মানে বিজেপির হাত শক্ত করা ।’’

আরও পড়ুন : Supreme Court : হাইকোর্টের রায় খারিজ, পরিবেশ বান্ধব বাজিতে ছাড় সুপ্রিম কোর্টের

তিনি আরও বলেন, ‘‘কংগ্রেস মানেই দেশ । আর দেশ মানেই কংগ্রেস । কারণ একটাই, কংগ্রেসের সর্বভারতীয় উপস্থিতি । কংগ্রেস হারিয়ে গিয়েছে, কংগ্রেস হেরে গিয়েছে, কংগ্রেস উঠে গিয়েছে । অনেক কিছু বলা হলো । কংগ্রেস আবার কেমন করে ফিরে আসছে দেখুন । মানছি সব জায়গায় আমাদের রেজাল্ট মনের মতো হয়নি । কিন্তু কংগ্রেস আবার ভারতবর্ষ জুড়ে বিজেপির মোকাবিলায় বিকল্প শক্তি হিসাবে মানুষের সমর্থন আদায় করতে পেরেছে । হিমাচলে বিজেপিকে সাফ করে দিয়েছে কংগ্রেস । রাজস্থানেও কংগ্রেস ভাল ফল করেছে । তাই কংগ্রেসকে অস্বীকার করা, অপমান করা, হেয় করার মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আপনি বিজেপিকে সাহায্য করবেন না ।’’

বহরমপুর, 3 নভেম্বর : ‘তৃণমূল দলে আপনার নিয়ন্ত্রণ কমছে । পিকে সাহেব আর ভাইপো সাহেবের নিয়ন্ত্রণ বাড়ছে ।’ বুধবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । যদিও এটা তাঁর নিজস্ব মতামত বলেও উল্লেখ করতে ভোলেননি তিনি ।

আরও পড়ুন : By-polls Result : দেশের একাধিক রাজ্যে লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে শোচনীয় ফল গেরুয়া শিবিরের

একইসঙ্গে ফের কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গ টেনে কিছুটা সুর নরম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রাখার অনুরোধও জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি । বেশ কিছুদিন থেকেই কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে চলছে আক্রমণের দড়ি টানাটানি । দুই পক্ষই একে অপরকে বিজেপির সহযোগী বলে আক্রমণ শানাচ্ছেন । এদিন অধীরবাবুর বক্তব্য থেকেও ফের বিরোধী জোট মজবুতের ইঙ্গিত মিলেছে । সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, ‘‘তৃণমূলে আপনার নিয়ন্ত্রম কমেছে ৷ বেড়েছে ভাইপো ও পিকে-র ক্ষমতা ৷ না-হলে যে কংগ্রেসকে আপনি চেনেন ও জানেন, যে কংগ্রেস আপনার পরিচয়, তাকে জনসমক্ষে হেয় করতে যাবেন কেন ? কংগ্রেসকে হেয় করার মানে বিজেপির হাত শক্ত করা ।’’

আরও পড়ুন : Supreme Court : হাইকোর্টের রায় খারিজ, পরিবেশ বান্ধব বাজিতে ছাড় সুপ্রিম কোর্টের

তিনি আরও বলেন, ‘‘কংগ্রেস মানেই দেশ । আর দেশ মানেই কংগ্রেস । কারণ একটাই, কংগ্রেসের সর্বভারতীয় উপস্থিতি । কংগ্রেস হারিয়ে গিয়েছে, কংগ্রেস হেরে গিয়েছে, কংগ্রেস উঠে গিয়েছে । অনেক কিছু বলা হলো । কংগ্রেস আবার কেমন করে ফিরে আসছে দেখুন । মানছি সব জায়গায় আমাদের রেজাল্ট মনের মতো হয়নি । কিন্তু কংগ্রেস আবার ভারতবর্ষ জুড়ে বিজেপির মোকাবিলায় বিকল্প শক্তি হিসাবে মানুষের সমর্থন আদায় করতে পেরেছে । হিমাচলে বিজেপিকে সাফ করে দিয়েছে কংগ্রেস । রাজস্থানেও কংগ্রেস ভাল ফল করেছে । তাই কংগ্রেসকে অস্বীকার করা, অপমান করা, হেয় করার মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আপনি বিজেপিকে সাহায্য করবেন না ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.