পূর্ণিয়া, 30 মে : ফের করোনার মৃতদেহ নিয়ে চরম অমানবিক আচরণের অভিযোগ উঠল বিহারের পূর্ণিয়ায় ৷ অভিযোগ, করোনায় আক্রান্ত হয়ে মৃত এক ব্যক্তির দেহ প্রথমে প্লাস্টিকে মোড়া হয় ৷ তার পর সেটাকে একটা জেসিবির বাকেটে রেখে নিয়ে যাওয়া হল শেষকৃত্যের জন্য ৷ একেবারে প্রকাশ্য়েই এই ঘটনা ঘটেছে ৷ পরে দেহটি কবর দেওয়া হয় স্থানীয় আমোর খালের পাশে ৷
এই ঘটনার জেরে সমালোচনার মুখে পড়েছে স্থানীয় প্রশাসন ৷ করোনায় মৃতদের নিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সরকারের তরফে ৷ অ্যাম্বুল্যান্সে কোভিডের মৃতের দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া উচিত ৷ তার পরও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল উঠছে সেই প্রশ্ন ৷
জানা গিয়েছে যে মৃতের নাম পঞ্চু যাদব ৷ তিনি বেলগাছি গ্রামের বাসিন্দা ছিলেন ৷ আমোরের বেলগাছি কোভিড সেন্টারে তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ৷ গতকাল, শনিবার তাঁর মৃত্যু হয় ৷ তার পর তাঁকে এই ভাবে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ৷
আরও পড়ুন : অ্যাম্বুলেন্স সংক্রান্ত খবর প্রকাশের জের, ইটিভি ভারতের প্রতিনিধির বিরুদ্ধে থানায় বিজেপি নেতা