ETV Bharat / bharat

Digvijaya on Surgical Strike: সার্জিক্যাল স্ট্রাইকের কোনও প্রমাণ দেয়নি কেন্দ্র, মোদি সরকারকে তোপ দ্বিগ্বিজয়ের - PM Narendra Modi

কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং সোমবার কটাক্ষ করেছেন যে কেন্দ্রের বিজেপি সরকার পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক (Surgical Strike) করেছে বলে দাবি করলেও এর কোনও প্রমাণ নেই ।

Digvijaya on Surgical Strike
Digvijaya on Surgical Strike
author img

By

Published : Jan 23, 2023, 6:53 PM IST

জম্মু, 23 জানুয়ারি: 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং (Digvijaya Singh) ৷ তাঁর দাবি, সরকার এর কোনও প্রমাণ দিতে পারেনি ৷ একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন 2019 সালে পুলওয়ামায় সেনার কনভয়ে হওয়া সন্ত্রাসবাদী হামলা নিয়েও (Pulwama Terror Attack) ৷ রাহুল গান্ধি (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) নিয়ে এখন জম্মু ও কাশ্মীরে পৌঁছেছেন ৷ শ্রীনগরে শেষ হবে ওই যাত্রা ৷ সেই নিয়েই আয়োজিত এক সভায় এই প্রশ্ন তুলেছেন দ্বিগ্বিজয় সিং ৷

কংগ্রেসের এই নেতার কথায়, "তারা (কেন্দ্র) সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে বলে এবং তারা বলে অনেককে হত্যা করেছে ৷ কিন্তু কোনও প্রমাণ নেই ৷" এর পর মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সংযোজন, "কেন্দ্র মিথ্যার সাহায্যে শাসন করছে । আমি আপনাকে বলতে চাই যে এই দেশটি আমাদের সকলের ।"

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা নিয়ে তাঁর বক্তব্য, "কেন তাঁরা (সিআরপিএফ জওয়ান) মারা গেলেন ? সিআরপিএফ ডিরেক্টর শ্রীনগর থেকে দিল্লিতে সিআরপিএফ (CRPF) কর্মীদের এয়ারলিফ্ট করতে চেয়েছিলেন ৷ কারণ এলাকাটি স্পর্শকাতর ছিল ৷ কিন্তু প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi) সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন । কেন তিনি প্রত্যাখ্যান করলেন ?"

তাঁর দাবি, "এলাকায় প্রতিটি গাড়ি চেক করা হয় । কেন ওই নির্দিষ্ট দিনে স্করপিও গাড়িটি চেক করা হয়নি ? একটি গাড়ি ভুল দিক থেকে আসে । কেন তা চেক করা হয়নি ?’’ ওই হামলায় 44 জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় ৷ কিন্তু দ্বিগ্বিজয়ের দাবি, "এখন পর্যন্ত, এই ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য সংসদে দেওয়া হয়নি ৷ মানুষ এই সম্পর্কে সচেতন নয় ৷"

সংবিধানের 370 ধারা বাতিল হওয়া সত্ত্বেও কেন জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ রয়ে গিয়েছে, তা নিয়েও দ্বিগ্বিজয় প্রশ্ন তোলেন । সম্প্রতি সেখানকার রাজৌরি জেলার ধংরি গ্রামে জঙ্গি হামলা হয়েছে ৷ বেশ কয়েকজন সাধারণ নাগরিকের প্রাণ গিয়েছে ৷ কয়েকজন আহতও হয়েছেন ৷ এদিন ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখাও করেন দ্বিগ্বিজয় ৷ তার পরই এই প্রশ্ন তোলেন ৷

দ্বিগ্বিজয় ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনের দাবি করেছেন ৷ পাশাপাশি জানিয়েছেন যে তিনি এই নিয়ে কোনও রাজনৈতিক ফায়দা চান না ৷ তাঁর সঙ্গে জয়রাম রমেশও ছিলেন ৷ বর্ষীয়ান এই কংগ্রেস নেতা রাহুল গান্ধির প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: সঠিক মেয়ের সন্ধান পেলেই বিয়ে করবেন, জানালেন 52-র রাহুল

জম্মু, 23 জানুয়ারি: 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং (Digvijaya Singh) ৷ তাঁর দাবি, সরকার এর কোনও প্রমাণ দিতে পারেনি ৷ একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন 2019 সালে পুলওয়ামায় সেনার কনভয়ে হওয়া সন্ত্রাসবাদী হামলা নিয়েও (Pulwama Terror Attack) ৷ রাহুল গান্ধি (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) নিয়ে এখন জম্মু ও কাশ্মীরে পৌঁছেছেন ৷ শ্রীনগরে শেষ হবে ওই যাত্রা ৷ সেই নিয়েই আয়োজিত এক সভায় এই প্রশ্ন তুলেছেন দ্বিগ্বিজয় সিং ৷

কংগ্রেসের এই নেতার কথায়, "তারা (কেন্দ্র) সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে বলে এবং তারা বলে অনেককে হত্যা করেছে ৷ কিন্তু কোনও প্রমাণ নেই ৷" এর পর মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সংযোজন, "কেন্দ্র মিথ্যার সাহায্যে শাসন করছে । আমি আপনাকে বলতে চাই যে এই দেশটি আমাদের সকলের ।"

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা নিয়ে তাঁর বক্তব্য, "কেন তাঁরা (সিআরপিএফ জওয়ান) মারা গেলেন ? সিআরপিএফ ডিরেক্টর শ্রীনগর থেকে দিল্লিতে সিআরপিএফ (CRPF) কর্মীদের এয়ারলিফ্ট করতে চেয়েছিলেন ৷ কারণ এলাকাটি স্পর্শকাতর ছিল ৷ কিন্তু প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi) সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন । কেন তিনি প্রত্যাখ্যান করলেন ?"

তাঁর দাবি, "এলাকায় প্রতিটি গাড়ি চেক করা হয় । কেন ওই নির্দিষ্ট দিনে স্করপিও গাড়িটি চেক করা হয়নি ? একটি গাড়ি ভুল দিক থেকে আসে । কেন তা চেক করা হয়নি ?’’ ওই হামলায় 44 জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় ৷ কিন্তু দ্বিগ্বিজয়ের দাবি, "এখন পর্যন্ত, এই ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য সংসদে দেওয়া হয়নি ৷ মানুষ এই সম্পর্কে সচেতন নয় ৷"

সংবিধানের 370 ধারা বাতিল হওয়া সত্ত্বেও কেন জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ রয়ে গিয়েছে, তা নিয়েও দ্বিগ্বিজয় প্রশ্ন তোলেন । সম্প্রতি সেখানকার রাজৌরি জেলার ধংরি গ্রামে জঙ্গি হামলা হয়েছে ৷ বেশ কয়েকজন সাধারণ নাগরিকের প্রাণ গিয়েছে ৷ কয়েকজন আহতও হয়েছেন ৷ এদিন ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখাও করেন দ্বিগ্বিজয় ৷ তার পরই এই প্রশ্ন তোলেন ৷

দ্বিগ্বিজয় ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনের দাবি করেছেন ৷ পাশাপাশি জানিয়েছেন যে তিনি এই নিয়ে কোনও রাজনৈতিক ফায়দা চান না ৷ তাঁর সঙ্গে জয়রাম রমেশও ছিলেন ৷ বর্ষীয়ান এই কংগ্রেস নেতা রাহুল গান্ধির প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: সঠিক মেয়ের সন্ধান পেলেই বিয়ে করবেন, জানালেন 52-র রাহুল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.