নয়াদিল্লি, 23 মে : ডায়াবিটিজ থাকা কোভিড রোগীদের চিকিত্সায় স্টেরয়েড ব্যবহার করা হলে ও তাঁকে ভেন্টিলেটরে রাখা হলে, তাঁর শরীরে ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ ছড়ানোর ঝুঁকি প্রবল ৷ জানালেন দিল্লির এইমস হাসপাতালের শীর্ষ নিউরোসার্জেন ড. পি শরত্ চন্দ্র ৷ কোভিড রোগীদের চিকিত্সার ষষ্ঠ সপ্তাহে ব্ল্যাক ফাংগাস হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি বলে তিনি জানিয়েছেন ৷
তিনি আরও জানিয়েছেন, "ব্ল্যাক ফাংগাস হওয়ার কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অনিয়ন্ত্রিত ডায়াবিটিজ, চিকিত্সায় স্টেরয়েডের ব্যবহার, ভেন্টিলেশনে থাকা এবং বিকল্প অক্সিজেন নেওয়া ৷" তাঁর মতে, "সিলিন্ডার থেকে সরাসরি ঠান্ডা অক্সিজেন দেওয়াটা খুবই মারাত্মক ৷ ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ রুখতে রোগীকে অ্যান্টি ফাংগাল ওষুধ পোসাকোনাজোল দেওয়া যেতে পারে ৷"
আরও পড়ুন: রাজ্যেও ব্ল্যাক ফাংগাসের হানা! কী এই রোগের লক্ষণ? প্রতিকারই বা কী?
টানা মাস্ক পরে থাকা থেকেও বিরত থাকতে বলে তিনি বলেছেন, "দীর্ঘ সময় মাস্কের ব্যবহার ঠিক না, কারণ কাপড়ের মাস্ক টানা কোথাও পড়ে থাকলে তাতে ছত্রাকের সংক্রমণ দেখা দিতে পারে ৷ কাপড়ে মাস্ক রোজ ধোয়া প্রয়োজন এবং এন95 মাস্ক পাঁচবার ব্যবহারের পর বাতিল করে দেওয়া উচিত ৷"
মিউকরমাইকোসিসকে মহামারি রোগ আইনের আওতায় নোটিফায়েবল রোগের তকমা দিয়েছে রাজস্থান, গুজরাত, পঞ্জাব, হরিয়ানা, কর্নাটক, ওডিশা, তেলাঙ্গানা ও তামিলনাড়ু ৷