ETV Bharat / bharat

Security Tightened in Tripura: ভোটমুখী ত্রিপুরায় নিরাপত্তায় জোর, থাকছে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী - ত্রিপুরা

সামনের মাসেই ভোট ত্রিপুরায় ৷ তার আগে আঁটোসাটো করা হল নিরাপত্তা (Security Tightened in poll bound Tripura) ৷

DGP Amitabh Ranjan says Security Tightened in poll bound Tripura
আঁটোসাটো নিরাপত্তা
author img

By

Published : Jan 30, 2023, 9:14 PM IST

আগরতলা, 30 জানুয়ারি: প্রত্য়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরাই যাতে শান্তিপূর্ণভাবে নিজেদের মনোনয়ন জমা দিতে পারেন, তার জন্য ভোটমুখী ত্রিপুরার সর্বত্রই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে (Security Tightened in poll bound Tripura) ৷ বিষয়টি নিয়ে ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন (DGP Amitabh Ranjan Exclusive Interview) ৷ সোমবারের এই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মনোনয়ন জমা দেওয়ার বিষয়টিকে মাথায় রেখেই রাজ্যের পুলিশ প্রশাসন বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করেছে ৷ সেইসঙ্গে, সব মিলিয়ে মোতায়েন করা হচ্ছে মোট 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷

এদিন এই প্রসঙ্গে ডিজিপি বলেন, "আমরা অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছি ৷ এর জন্য রাজ্যজুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ নির্বাচনী দফতরগুলির পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলের কার্যালয়গুলিতেও নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে ৷" এরই সঙ্গে ডিজিপি জানান, সোমবার থেকেই রাজ্যে মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ এর জন্য রাজ্যে অতিরিক্ত আধাসামরিকবাহিনী মোতায়েন করা হয়েছে ৷ ইতিমধ্যেই এই বাহিনীর সদস্যরা রাজ্যে পৌঁছে গিয়েছেন ৷ তাঁদের রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: ত্রিপুরার 17 আসনে প্রার্থীতালিকা ঘোষণা কংগ্রেসের

রাজ্য পুলিশের ডিজি আরও জানিয়েছেন, আগামী সপ্তাহে আরও কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে ৷ রাজ্য়ের সুরক্ষা প্রসঙ্গে অমিতাভ রঞ্জন বলেন, "এবারের নির্বাচনে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে নিরাপত্তাবাহিনী রয়েছে ৷ আমাদের কাছে রাজ্য পুলিশ ছাড়াও সিএপিএফ এবং টিএসআর রয়েছে ৷ রাজ্য়ের সর্বত্র গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নাকাচেকিং চলছে ৷ সমস্ত সংবেদনশীল এলাকাগুলির উপর বাড়তি নজর রাখা হচ্ছে ৷ প্রত্য়েকটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে ৷"

পুলিশ এমনিতেই দিনে, রাতে রাস্তায় টহল দেয় ৷ ভোটের আগে সেই টহলদারি আরও বাড়ানো হয়েছে ৷ সংবেদনশীল এলাকাগুলিতে পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন ৷ এই প্রসঙ্গে ডিজিপি বলেন, "মানুষ যাতে নির্ভয়ে ভোট দেওয়ার সাহস অর্জন করতে পারে, তার জন্য নিরাপত্তায় কোনও খামতি রাখছি না আমরা ৷ ভোটদাতারা নির্বিঘ্নে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোট নিজেরাই দিতে পারবেন ৷"

আগরতলা, 30 জানুয়ারি: প্রত্য়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরাই যাতে শান্তিপূর্ণভাবে নিজেদের মনোনয়ন জমা দিতে পারেন, তার জন্য ভোটমুখী ত্রিপুরার সর্বত্রই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে (Security Tightened in poll bound Tripura) ৷ বিষয়টি নিয়ে ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন (DGP Amitabh Ranjan Exclusive Interview) ৷ সোমবারের এই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মনোনয়ন জমা দেওয়ার বিষয়টিকে মাথায় রেখেই রাজ্যের পুলিশ প্রশাসন বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করেছে ৷ সেইসঙ্গে, সব মিলিয়ে মোতায়েন করা হচ্ছে মোট 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷

এদিন এই প্রসঙ্গে ডিজিপি বলেন, "আমরা অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছি ৷ এর জন্য রাজ্যজুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ নির্বাচনী দফতরগুলির পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলের কার্যালয়গুলিতেও নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে ৷" এরই সঙ্গে ডিজিপি জানান, সোমবার থেকেই রাজ্যে মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ এর জন্য রাজ্যে অতিরিক্ত আধাসামরিকবাহিনী মোতায়েন করা হয়েছে ৷ ইতিমধ্যেই এই বাহিনীর সদস্যরা রাজ্যে পৌঁছে গিয়েছেন ৷ তাঁদের রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: ত্রিপুরার 17 আসনে প্রার্থীতালিকা ঘোষণা কংগ্রেসের

রাজ্য পুলিশের ডিজি আরও জানিয়েছেন, আগামী সপ্তাহে আরও কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে ৷ রাজ্য়ের সুরক্ষা প্রসঙ্গে অমিতাভ রঞ্জন বলেন, "এবারের নির্বাচনে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে নিরাপত্তাবাহিনী রয়েছে ৷ আমাদের কাছে রাজ্য পুলিশ ছাড়াও সিএপিএফ এবং টিএসআর রয়েছে ৷ রাজ্য়ের সর্বত্র গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নাকাচেকিং চলছে ৷ সমস্ত সংবেদনশীল এলাকাগুলির উপর বাড়তি নজর রাখা হচ্ছে ৷ প্রত্য়েকটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে ৷"

পুলিশ এমনিতেই দিনে, রাতে রাস্তায় টহল দেয় ৷ ভোটের আগে সেই টহলদারি আরও বাড়ানো হয়েছে ৷ সংবেদনশীল এলাকাগুলিতে পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন ৷ এই প্রসঙ্গে ডিজিপি বলেন, "মানুষ যাতে নির্ভয়ে ভোট দেওয়ার সাহস অর্জন করতে পারে, তার জন্য নিরাপত্তায় কোনও খামতি রাখছি না আমরা ৷ ভোটদাতারা নির্বিঘ্নে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোট নিজেরাই দিতে পারবেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.