নয়াদিল্লি, 15 জানুয়ারি: প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইট দেরি এবং বাতিল হওয়ায় চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এরই মধ্যে ডিজিসিএ সোমবার এয়ারলাইনগুলিকে ফ্লাইট বাতিলের অনুমতি দিয়েছে ৷ একই সঙ্গে, বিমান তিন ঘন্টারও বেশি বিলম্বিত হতে পারে বলেও জানিয়েছেন ডিজিসিএ-এর শীর্ষ আধিকারিক ৷ আর এই সময় পেরিয়ে গেলেই বিমান বাতিল করতে পারবে সংস্থা। বিমান চলাচলের নজরদারির ক্ষেত্রেও নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিও (এসওপি) জারি করা হয়েছে।
নয়া এসওপিতে বলা হয়েছে, "অস্বীকৃত বোর্ডিং, ফ্লাইট বাতিল এবং ফ্লাইটে বিলম্বের কারণে এয়ারলাইনগুলির দ্বারা যাত্রীদের বিশেষ সুবিধা দেওয়া হবে।" এসওপিগুলি একটি কাঠামো তৈরি করে যা এয়ারলাইনগুলিকে বর্ধিত সময় যাত্রীদের অসুবিধা দূর করার জন্য নির্দিষ্ট ব্যবস্থা মেনে চলতে বাধ্য করে। বিলম্ব, বিশেষ করে প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতেই এই নয়া এসওপি জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।
এসওপি-এর মূল বক্তব্যগুলির মধ্যে প্রধান হল, সমস্ত ফ্লাইটের টিকিটে সিভিল এভিয়েশন রিকোয়ারমেন্ট (সিএআর)-এর রেফারেন্স বিশিষ্টভাবে প্রদর্শন করতে হবে। পাশাপাশি, এটিও নিশ্চিত করতে হবে যে, যাত্রীদের তাঁদের অধিকার এবং ফ্লাইট বাতিল বা বিলম্বের ক্ষেত্রে অনুসরণ করা পদ্ধতি সম্পর্কে সচেতন।
গত দু'দিনে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশা এবং দুর্বল দৃশ্যমানতার কারণে প্রায় 600টি বিমান বিলম্বিত এবং 76টি ফ্লাইট বাতিল করতে হয়েছে ৷ যার জেরে চরম বিশৃঙ্খলা তৈরি হয় ৷ দেশের অন্য় বিমানবন্দরও গুলিতেও এর প্রভাব পড়েছিল ৷ সূত্রের খবর, বিশৃঙ্খলার প্রাথমিক কারণ হিসেবে বিমানবন্দরের রানওয়ের সীমিত পরিচালন ক্ষমতাকেই দায়ী করা হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের তরফে সোমবার জানানো হয়েছে, ঘন থেকে অতি ঘন কুয়াশা আগামী আরও তিন দিন উত্তর ভারতজুড়ে থাকবে ৷ তার পরেও অবশ্য ঘন কুয়াশা আরও কিছুদিন থাকতে পারে।
আরও পড়ুন
মোদি জমানায় বহুমাত্রিক দারিদ্রতার উপরে এসেছেন 24.82 কোটি ভারতবাসী, রিপোর্টে নীতি আয়োগের