মুম্বই, 28 জুন : মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) অব্যাহত ৷ গতকাল সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর আপাতত স্বস্তিতে বিদ্রোহী একনাথ শিন্ডে (Shiv Sena Rebel MLA Eknath Shinde) শিবির ৷ কিন্তু আজ থেকে আচমকাই বিজেপির (BJP) অন্দরে বেড়েছে রাজনৈতিক তৎপরতা ৷ ফলে মহারাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে ৷
সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছে ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির দেবেন্দ্র ফড়নবীশের (BJP Leader Devendra Fadnavis) দিল্লিযাত্রা ৷ সূত্রের খবর, নয়াদিল্লিতে তাঁকে ডেকে পাঠিয়েছে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতারা ৷ ফড়নবীশের সঙ্গে বৈঠক করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ও বিজেপির জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার (BJP National President JP Nadda) সঙ্গে ৷
এরই মধ্যে শিবসেনার (Shiv Sena) দুই শিবিরের মধ্যে তৎপরতা অব্যাহত৷ বালাসাহেব ঠাকরের (Bal Thackeray) দলের বিদ্রোহী বিধায়করা এখনও অসমের গুয়াহাটিতে রয়েছেন ৷ সেখান থেকেই মঙ্গলবার বিদ্রোহীদের নেতা একনাথ শিন্ডে জানিয়েছেন যে তাঁরা শিবসেনাতেই আছেন ৷ তাঁরা শিবসেনাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন ৷ এই নিয়ে কোনও সন্দেহের অবকাশ থাকা উচিত নয় ৷
এদিকে আজ দুপুরে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Maharashtra CM Uddhav Thackeray) ৷ মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷ তবে সেই বৈঠকে সশরীরে উপস্থিত থাকতে পারবেন উদ্ধব ও উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Maharashtra Deputy CM Ajit Pawar) ৷ তাঁরা দু’জনেই ভার্চুয়ালি উপস্থিত হবেন বলে জানা গিয়েছে ৷
প্রায় সপ্তাহখানেক ধরে মহারাষ্ট্রে সেই রাজনৈতিক সংকট তৈরি হয়েছে ৷ সেই সময় থেকেই বিদ্রোহীদের বিরুদ্ধে তোপ দাগছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত ৷ এদিন আবার বিদ্রোহীদের উদ্দেশ্যে কটাক্ষ করেছেন তিনি ৷ তিনি জানিয়েছেন, আগামী 11 জুলাই পর্যন্ত মহারাষ্ট্রে বিদ্রোহীদের জন্য কোনও কাজ থাকছে না ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকাল সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে বিদ্রোহী 16 বিধায়কের পদ আগামী 12 জুলাই পর্যন্ত খারিজ করা যাবে না ৷ এদিন তারই প্রেক্ষিতে সঞ্জয় রাউত এই কটাক্ষ করেছেন ৷
অন্যদিকে শিবসেনার দুই পক্ষকের সমর্থনে পোস্টারও দেখা যাচ্ছে ৷ কোথাও একনাথের সমর্থনে পোস্টার পড়েছে ৷ আবার কোথাও বিদ্রোহীদের গদ্দার বলে কটাক্ষ করে পোস্টার দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Maharashtra Crisis : শিন্ডের মামলায় দুই শিবসেনা নেতাকে নোটিশ সুপ্রিম কোর্টের, পরবর্তী শুনানি 11 জুলাই