ETV Bharat / bharat

Sexual Harassment: বেঙ্গালুরুতে লিফটে নাবালিকাকে যৌন হেনস্তা, অভিযুক্ত ডেলিভারি বয় - যৌন হেনস্তা

লিফটে একা থাকার সুযোগ নিয়ে 10 ​​বছরের নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ ৷ গ্রেফতার 30 বছরের ফুড ডেলিভারি বয় ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর তালাঘট্টাপুর থানা এলাকায় ৷

sexually harass a 10 year old minor girl
লিফটে নাবালিকাকে যৌন হেনস্তা
author img

By

Published : Jun 26, 2023, 11:46 AM IST

বেঙ্গালুরু, 26 জুন: লিফটে নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেফতার ডেলিভারি বয় ৷ অভিযুক্তের নাম চেতন (30) ৷ তাঁকে আদালতে পেশ করা হয়েছে ৷ আদালত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে । এই ঘটনাটি 21 জুন সন্ধ্যায় তালাঘট্টাপুর এলাকায় একটি অ্যাপার্টমেন্টে ঘটে এবং পরে বিষয়টি প্রকাশ্যে আসে । মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তালাঘট্টাপুর পুলিশ পকসো ধারায় একটি মামলা নথিভুক্ত করেছে ৷

দিন দিন শহরে বাড়ছে বাইরের হোটেল ও রেস্তরাঁ থেকে খাবার আনানো ৷ বেঙ্গালুরুতে অ্যাপার্টমেন্টে থাকা অনেক বাসিন্দাই হোটেল থেকে বিভিন্ন খাবার অর্ডার করেন ৷ ডেলিভারি বয়রা সেই খাবার দিয়ে যান । সেরকমই এক অ্যাপার্টমেন্টে খাবারের পৌঁছে দিতে আসা ডেলিভারি বয় লিফটে একা থাকা 10 বছরের এক বালিকাকে যৌন হেনস্তা করেছে বলে অভিযোগ । মেয়েটির বাবা-মা পুলিশের কাছে অভিযোগে করেছেন ৷ তারপরেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন: একাধিকবার ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী সতেরোর কিশোরী! গ্রেফতার অভিযুক্ত বাবা ও প্রতিবেশী

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চেতন অ্যাপার্টমেন্টের তিন তলায় খাবার পৌঁছে দিতে লিফটে যাচ্ছিলেন । সেসময় 10 বছরের মেয়েটি লিফটে করে 13 তলায় শিক্ষকের কাছে টিউশনি পড়তে যাচ্ছিল । তখন লিফটে তারা দু'জনই ছিল ৷ সেই সুযোগ নিয়ে ডেলিভারি বয় বালিকাকে যৌন হেনস্তা করে বলে অভিযোগ ৷ মেয়েটি লিফট থেকে নেমে শিক্ষকের বাড়ি গিয়ে তাঁকে বিযয়টি জানায় ।

শিক্ষক তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীকে নির্দেশ দেন ফুড ডেলিভারি বয়কে ধরতে । পরে মেয়েটির বাবা-মাকে বিষয়টি জানানো হয় । অভিযুক্ত পালিয়ে যাওয়ার আগেই অ্যাপার্টমেন্টের অন্যান্য বাসিন্দা ও নিরাপত্তারক্ষী মিলে অভিযুক্তকে ধরে ফেলে ৷ এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । অভিযুক্ত যুবকের বিরুদ্ধে তালাঘট্টাপুর থানায় পকসো আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।

বেঙ্গালুরু, 26 জুন: লিফটে নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেফতার ডেলিভারি বয় ৷ অভিযুক্তের নাম চেতন (30) ৷ তাঁকে আদালতে পেশ করা হয়েছে ৷ আদালত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে । এই ঘটনাটি 21 জুন সন্ধ্যায় তালাঘট্টাপুর এলাকায় একটি অ্যাপার্টমেন্টে ঘটে এবং পরে বিষয়টি প্রকাশ্যে আসে । মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তালাঘট্টাপুর পুলিশ পকসো ধারায় একটি মামলা নথিভুক্ত করেছে ৷

দিন দিন শহরে বাড়ছে বাইরের হোটেল ও রেস্তরাঁ থেকে খাবার আনানো ৷ বেঙ্গালুরুতে অ্যাপার্টমেন্টে থাকা অনেক বাসিন্দাই হোটেল থেকে বিভিন্ন খাবার অর্ডার করেন ৷ ডেলিভারি বয়রা সেই খাবার দিয়ে যান । সেরকমই এক অ্যাপার্টমেন্টে খাবারের পৌঁছে দিতে আসা ডেলিভারি বয় লিফটে একা থাকা 10 বছরের এক বালিকাকে যৌন হেনস্তা করেছে বলে অভিযোগ । মেয়েটির বাবা-মা পুলিশের কাছে অভিযোগে করেছেন ৷ তারপরেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন: একাধিকবার ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী সতেরোর কিশোরী! গ্রেফতার অভিযুক্ত বাবা ও প্রতিবেশী

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চেতন অ্যাপার্টমেন্টের তিন তলায় খাবার পৌঁছে দিতে লিফটে যাচ্ছিলেন । সেসময় 10 বছরের মেয়েটি লিফটে করে 13 তলায় শিক্ষকের কাছে টিউশনি পড়তে যাচ্ছিল । তখন লিফটে তারা দু'জনই ছিল ৷ সেই সুযোগ নিয়ে ডেলিভারি বয় বালিকাকে যৌন হেনস্তা করে বলে অভিযোগ ৷ মেয়েটি লিফট থেকে নেমে শিক্ষকের বাড়ি গিয়ে তাঁকে বিযয়টি জানায় ।

শিক্ষক তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীকে নির্দেশ দেন ফুড ডেলিভারি বয়কে ধরতে । পরে মেয়েটির বাবা-মাকে বিষয়টি জানানো হয় । অভিযুক্ত পালিয়ে যাওয়ার আগেই অ্যাপার্টমেন্টের অন্যান্য বাসিন্দা ও নিরাপত্তারক্ষী মিলে অভিযুক্তকে ধরে ফেলে ৷ এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । অভিযুক্ত যুবকের বিরুদ্ধে তালাঘট্টাপুর থানায় পকসো আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.