ETV Bharat / bharat

বিগ বি-র মানবিকতায় খুশি দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি - করোনা ভাইরাস

দিল্লির তেগ বাহাদুর কোভিড সেণ্টারে রাখা হচ্ছে তিনশো টি বেড ৷ এই দিন দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি, করোনাকালে অমিতাভ বচ্চনের 2 কোটি টাকার অর্থ সাহায্যের জন্য ধন্যবাদ জানালেন অভিনেতাকে ৷

amitabh bachchan
amitabh bachchan
author img

By

Published : May 10, 2021, 8:26 AM IST

Updated : May 10, 2021, 10:30 AM IST

নয়া দিল্লি , 10 মে : প্রতিদিন রেকর্ড ভাঙছে করোনা সংক্রমণ ৷ এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বলিউডের বিভিন্ন অভিনেতারা ৷ অক্ষয় কুমারের পর সঙ্কটের এই সময় সাহায্যের হাত বাড়ালেন অমিতাভ বচ্চন ৷ দান করলেন দু'কোটি টাকা ৷ তাঁর সাহায্যেকে সাধুবাদ জানালেন , দিল্লি শিখ গুরুদুয়ার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ৷

এইদিন দিল্লি শিখ গুরুদুয়ার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি বলেন , " আমি ধন্যবাদ জানাই অমিতাভ বচ্চনকে তাঁর দু'কোটি টাকা দিয়ে সাহায্যের হাত বাড়ানোর জন্য ৷" দিল্লীর তেগ বাহাদুর কোভিড সেণ্টারে রাখা হচ্ছে তিনশো টি বেড ৷ যেকাজে ব্যবহৃত হতে চলেছে অমিতাভ বচ্চনের অনুদান ৷

আরও পড়ুন : মমতার মন্ত্রিসভায় 43 সদস্য, তালিকায় নেই রুপোলি পর্দার বিধায়করা

দেশে করোনার দ্বিতীয় ঢেউ সজোরে আছড়ে পড়েছে সাধারণ জনজীবনে ৷ ক্রমাগত দেশে সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি হার মাথা ব্যথার কারন হয়ে দাড়িয়েছে স্বাস্থ্যকর্তা ও প্রশাসন কর্তাদের জন্যে ৷ এমতাবস্থায় বিগ বির এই অনুদান দিল্লির তেগ বাহাদুর কোভিড সেণ্টারে তিনশো টি শয্যা সহ আধুনিক পরিকাঠামোর উন্নয়নে সাহায্য করেছে ৷

অমিতাভ বচ্চনের এই পদক্ষেপে খুশি দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি ৷

নয়া দিল্লি , 10 মে : প্রতিদিন রেকর্ড ভাঙছে করোনা সংক্রমণ ৷ এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বলিউডের বিভিন্ন অভিনেতারা ৷ অক্ষয় কুমারের পর সঙ্কটের এই সময় সাহায্যের হাত বাড়ালেন অমিতাভ বচ্চন ৷ দান করলেন দু'কোটি টাকা ৷ তাঁর সাহায্যেকে সাধুবাদ জানালেন , দিল্লি শিখ গুরুদুয়ার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ৷

এইদিন দিল্লি শিখ গুরুদুয়ার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি বলেন , " আমি ধন্যবাদ জানাই অমিতাভ বচ্চনকে তাঁর দু'কোটি টাকা দিয়ে সাহায্যের হাত বাড়ানোর জন্য ৷" দিল্লীর তেগ বাহাদুর কোভিড সেণ্টারে রাখা হচ্ছে তিনশো টি বেড ৷ যেকাজে ব্যবহৃত হতে চলেছে অমিতাভ বচ্চনের অনুদান ৷

আরও পড়ুন : মমতার মন্ত্রিসভায় 43 সদস্য, তালিকায় নেই রুপোলি পর্দার বিধায়করা

দেশে করোনার দ্বিতীয় ঢেউ সজোরে আছড়ে পড়েছে সাধারণ জনজীবনে ৷ ক্রমাগত দেশে সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি হার মাথা ব্যথার কারন হয়ে দাড়িয়েছে স্বাস্থ্যকর্তা ও প্রশাসন কর্তাদের জন্যে ৷ এমতাবস্থায় বিগ বির এই অনুদান দিল্লির তেগ বাহাদুর কোভিড সেণ্টারে তিনশো টি শয্যা সহ আধুনিক পরিকাঠামোর উন্নয়নে সাহায্য করেছে ৷

অমিতাভ বচ্চনের এই পদক্ষেপে খুশি দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি ৷

Last Updated : May 10, 2021, 10:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.