নয়াদিল্লি, 7 নভেম্বর: সোমবার সকালে রাজধানী দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) আরও নেমে এসেছে ৷ যা খুব খারাপের দিকে যাচ্ছে বলে জানানো হয়েছে (Delhi Air Quality) ৷ একিউআই নেমে হয়েছে 326 (Air Quality Index) ৷ যা গত তিন দিনের থেকে কম বলে দাবি পূর্বাভাস সিস্টেম সাফারের (SAFAR) ৷
একিউআই-এর হিসাবে সোমবার সকালে এটি একটি উদ্বেগজনক স্তর স্পর্শ করছে ৷ সামগ্রিক বাতাসের গুণগত মান দিল্লিতে 326 একিউআই-এ দাঁড়িয়েছে । জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর) যেমন নয়ডাতেও বাতাসের মান ছিল খুব খারাপ ৷ সেখানে বাতাসের গুণগত মান ছিল 356 একিউআই ৷ অন্যদিকে গুরুগ্রামের বাতাসের একিউআই দাঁড়িয়েছে 364-এ ৷ সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ(SAFAR) ইন্ডিয়া দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে এই জায়গাগুলিতেও বাতাসের মান খুব খারাপ ।
উল্লেখ্য, 0 থেকে 100 পর্যন্ত বাতাসের গুণমান সূচককে ভাল হিসাবে বিবেচনা করা হয় ৷ এই পরিমাণ 100 থেকে 200-র মধ্যে থাকে তাহলে সেটিকে মাঝারি হিসেবে ধরা হয় । সূচকের মান 200 থেকে 300-র মধ্যে থাকলে খারাপ এবং 300 থেকে 400-র মধ্যে থাকলে খুব খারাপ বলে ধরা হয় (very poor category) । একইভাবে 400 থেকে 500-র মধ্যে বা তার উপরে থাকলে গুরুতর হিসাবে বিবেচিত হয় । এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম দিল্লির প্রকাশিত তথ্য অনুসারে, আগমিদিনে দিল্লিতে বাতাসের গুণমান আরও খারাপ হতে চলেছে ৷ 8 নভেম্বর থেকে 9 নভেম্বর পর্যন্ত খুব খারাপ বিভাগে থাকবে বাতাসের মান ৷ পরবর্তী ছয় দিনও খুব খারাপ বিভাগে থাকার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস ।
আরও পড়ুন: চিন্তা বাড়াচ্ছে দিল্লির বাতাস, মান 'খুব খারাপ'-এর দিকে
গত কয়েকদিনে দিল্লি-এনসিআর-এর সামগ্রিকভাবে বাতাসের মানের উন্নতিতে বেশ কয়েকটি পদক্ষেপ করা হয়েছে । পরিবহণ থেকে শুরু করে নির্মাণ কাজের ক্ষেত্রে কয়েকটি বিধিনিষধ জারি করা হয়েছে ।