ETV Bharat / bharat

Delhi high alert : উৎসবে জঙ্গি হামলার সম্ভাবনা, রাজধানীজুড়ে নিরাপত্তার ঘেরাটোপ - দিল্লিতে জঙ্গি হামলা

উৎসবের মরশুম ৷ এই সময় জঙ্গিরা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে পারে দিল্লিতে ৷ তাই দিল্লিবাসীকে আগাম সতর্ক করলেন পুলিশ কমিশনার ৷ জারি হল নজরদারি ৷

পুলিশ কমিশনার রাকেশ আস্থানা
পুলিশ কমিশনার রাকেশ আস্থানা
author img

By

Published : Oct 10, 2021, 6:04 PM IST

নয়া দিল্লি, 10 অক্টোবর : জঙ্গি হামলা হতে পারে, তাই কড়া সতর্কবার্তা জারি হল দিল্লিতে ৷ উৎসবের মরশুমে রাজধানীতে জঙ্গিরা আক্রমণ করতে পারে, জানিয়েছে দিল্লি পুলিশ ৷ তাই গতকাল উচ্চ-আধিকারিকদের নিয়ে পুলিশ কমিশনার (Police Commissioner) রাকেশ আস্থানা (Rakesh Asthana) একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন ৷ তিনি জানান, গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে জঙ্গিরা দিল্লিতে সন্ত্রাস চালাতে পারে ৷

তবে তিনি এও নিশ্চিত করেছেন যে, স্থানীয়দের সাহায্য না পেলে জঙ্গিদের পক্ষে এমন হামলা করা সম্ভব নয় ৷ রাকেশ বলেন, "স্থানীয় অপরাধী, গ্যাংস্টার এবং মৌলবাদীরাই আক্রমণ করতে সহযোগিতা করতে পারে ৷" কমিশনার আরও জানান যে, সাইবারক্যাফে, রাসায়নিক দোকান, পার্কিং স্পেস, গাড়ির ডিলারদের উপর নজরদারি চালানো হচ্ছে ৷ জানা গিয়েছে, পেট্রল পাম্প এবং পেট্রল ট্যাঙ্কারকে নিশানা করতে পারে জঙ্গি সংগঠন ৷

আরও পড়ুন : Terrorist killed : পুলিশের সঙ্গে সংঘর্ষে কাশ্মীরে হত এক জঙ্গি

তিনি দিল্লির বিভিন্ন অঞ্চলে কর্মরত মানুষ এবং ভাড়াটেদের বিষয়ে খবর নেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ পুলিশ আরডব্লিউএ (Resident Welfare Association), আমন কমিটি (Aman committee)-র সঙ্গেও আলোচনা করবে ৷ 'আইজ অ্যান্ড ইয়ারস স্কিম'-এর (Eyes and Ears Scheme) অন্তর্ভুক্ত নজরদারি সংস্থাগুলির সঙ্গেও একযোগে কাজ করার কথা জানিয়েছেন পুলিশ কমিশনার ৷

নয়া দিল্লি, 10 অক্টোবর : জঙ্গি হামলা হতে পারে, তাই কড়া সতর্কবার্তা জারি হল দিল্লিতে ৷ উৎসবের মরশুমে রাজধানীতে জঙ্গিরা আক্রমণ করতে পারে, জানিয়েছে দিল্লি পুলিশ ৷ তাই গতকাল উচ্চ-আধিকারিকদের নিয়ে পুলিশ কমিশনার (Police Commissioner) রাকেশ আস্থানা (Rakesh Asthana) একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন ৷ তিনি জানান, গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে জঙ্গিরা দিল্লিতে সন্ত্রাস চালাতে পারে ৷

তবে তিনি এও নিশ্চিত করেছেন যে, স্থানীয়দের সাহায্য না পেলে জঙ্গিদের পক্ষে এমন হামলা করা সম্ভব নয় ৷ রাকেশ বলেন, "স্থানীয় অপরাধী, গ্যাংস্টার এবং মৌলবাদীরাই আক্রমণ করতে সহযোগিতা করতে পারে ৷" কমিশনার আরও জানান যে, সাইবারক্যাফে, রাসায়নিক দোকান, পার্কিং স্পেস, গাড়ির ডিলারদের উপর নজরদারি চালানো হচ্ছে ৷ জানা গিয়েছে, পেট্রল পাম্প এবং পেট্রল ট্যাঙ্কারকে নিশানা করতে পারে জঙ্গি সংগঠন ৷

আরও পড়ুন : Terrorist killed : পুলিশের সঙ্গে সংঘর্ষে কাশ্মীরে হত এক জঙ্গি

তিনি দিল্লির বিভিন্ন অঞ্চলে কর্মরত মানুষ এবং ভাড়াটেদের বিষয়ে খবর নেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ পুলিশ আরডব্লিউএ (Resident Welfare Association), আমন কমিটি (Aman committee)-র সঙ্গেও আলোচনা করবে ৷ 'আইজ অ্যান্ড ইয়ারস স্কিম'-এর (Eyes and Ears Scheme) অন্তর্ভুক্ত নজরদারি সংস্থাগুলির সঙ্গেও একযোগে কাজ করার কথা জানিয়েছেন পুলিশ কমিশনার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.