দিল্লি, 25 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসে কৃষকদের বিরাট ট্র্যাক্টর মিছিল ঘিরে আগাম সতর্ক দিল্লি পুলিশ। কৃষকরা যে রুটগুলি দিয়ে 'কিষান গণতন্ত্র প্যারেড' নিয়ে যাবে, সেই রুটগুলি এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে। এদিকে, নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশের দিন বিভিন্ন অবস্থান থেকে হেঁটে সংসদ অভিযান করার ডাক দিয়েছেন কৃষকরা।
সিঙ্ঘু সীমানায় যেখানে কৃষকদের আন্দোলন চলছে, সেখান থেকে সোমবার ক্রান্তিকারী কিষান ইউনিয়নের প্রধান দর্শন পাল জানিয়েছেন, ''1 ফেব্রুয়ারি বিভিন্ন অবস্থান থেকে হেঁটে আমরা সংসদের দিকে যাব।'' এ দিকে, সাধারণতন্ত্র দিবসে শান্তিপূর্ণভাবে তাঁরা ট্র্যাক্টর মিছিল করবে বলে দিল্লি পুলিশকে জানিয়েছেন আন্দোলনরত কৃষকরা। তারই প্রেক্ষিতে কৃষকদের মিছিলের অনুমতি দিয়ে সাধারণ মানুষকে মিছিলের রুটগুলি এড়িয়ে চলতে আবেদন জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, সিঙ্ঘু, টিকরি ও গাজিপুর এই তিনটি সীমানায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান ও মধ্যপ্রদেশ থেকে ট্র্যাক্টর নিয়ে মিছিল করে দিল্লি পৌঁছাচ্ছেন কৃষকরা।
এ দিকে, সোমবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর আবারও বলেছেন, সরকার শেষ যে প্রস্তাব দিয়েছে তা সবচেয়ে ভালো প্রস্তাব। কৃষকরা নিজেদের মধ্যে আলোচনা চালানোর পর এই প্রস্তাব মেনে নেবেন বলে আশা প্রকাশ করেছেন তোমর।
কেন্দ্রের তরফে শেষ প্রস্তাবে বলা হয়েছে, 1-1.5 বছরের জন্য স্থগিত রাখা হবে তিন নয়া কৃষি আইন। তবে তা খারিজ করে দিয়ে আইন সম্পূর্ণ বাতিলের দাবিতেই অনড় রয়েছেন কৃষকরা। কেন্দ্রের সঙ্গে একাদশ দফার বৈঠকেও এই সমস্যার জট খোলেনি।