ETV Bharat / bharat

Platform Ticket Price Increased: উৎসবের মরশুমে তিনগুণ বাড়ল প্ল্যাটফর্ম টিকিটের দাম - দিল্লি ডিভিশন

রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম 10 টাকা ৷ সেই দাম বৃদ্ধি করা হল (Platform Ticket Price Increased) ৷ এবার থেকে সেই 30 টাকায় কিনতে হবে প্ল্যাটফর্ম টিকিট ৷

platform-tickets-in-delhi-will-be-three-times-more-expensive-till-october-31
Platform Ticket Price Increased: উৎসবের মরশুমে তিনগুন বাড়ল প্ল্যাটফর্ম টিকিটের দাম
author img

By

Published : Oct 6, 2022, 1:13 PM IST

Updated : Oct 6, 2022, 3:28 PM IST

নয়াদিল্লি, 6 অক্টোবর : প্ল্যাটফর্ম টিকিটের দাম তিনগুণ বৃদ্ধি করল ভারতীয় রেল (Platform Ticket Price Increased) ৷ আগে যে টিকিট 10 টাকায় পাওয়া যেত ৷ এবার তা কিনতে হবে 30 টাকায় ৷

তবে এই নির্দেশ শুধুমাত্র দিল্লি ডিভিশনের জন্য (Delhi Division of Indian Railways) ৷ সেখানকার ডিআরএম উৎসবের মরশুমে ভিড় দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন ৷

রেলের ওই ডিভিশন থেকে জানা গিয়েছে যে নয়াদিল্লি, পুরনো দিল্লি, আনন্দ বিহার টার্মিনাল, হজরত নিজামুদ্দিন, দিল্লি সরায় রোহিল্লা এবং গাজিয়াবাদ স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের (Railway Station Platform Ticket) দাম তিনগুন বৃদ্ধি করা হয়েছে ৷ ফলে উৎসবের মরশুমে এখন যাঁরা দিল্লি থেকে বাড়ি ফিরছেন, তাঁদের ট্রেনে ছাড়তে আসা অন্য সদস্যদের বেশি টাকা খরচ করেই প্ল্যাটফর্মে যেতে হবে ৷

দীপাবলি, ছট-সহ একাধিক পুজোর জন্য দিল্লিতে বসবাসকারী অনেকেই বাড়ির পথ ধরেন ৷ দিল্লি থেকে বিহারের ট্রেন ধরার ভিড় বেশি থাকে ৷ চলতি মাসের মধ্যেই বেশিরভাগ মানুষ দিল্লি থেকে বাড়িতে উৎসবে যোগ দিতে ফিরবেন ৷ তাই দিল্লির ডিআরএম আগামী 31 অক্টোবর পর্যন্ত বর্ধিত ভাড়া নেওয়ার কথা বলেছেন (Delhi Platform Ticket Price) ৷ আগামী 1 নভেম্বর থেকে আবার 10 টাকাতেই প্ল্যাটফর্ম টিকিট কিনতে পারবেন যাত্রীরা ৷

প্রসঙ্গত, যেহেতু ভিড় বেশি থাকবে, তাই আয় বাড়াতেই রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু এই নিয়ে বিতর্কও তৈরি হতে পারে বলে কোনও কোনও মহল মনে করছে ৷ কারণ, উৎসবের মরশুমে সাধারণ মানুষের উপর এভাবে অতিরিক্ত খরচের বোঝা চাপিয়ে দেওয়া কতটা উচিত, সেই প্রশ্ন উঠতে পারে ৷ রেল যেহেতু কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে, তাই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলতে পারে বিরোধীরা ৷

ফলে দিল্লির ডিআরএমের (Delhi Divisional Railway Manager) তরফে নেওয়া এই সিদ্ধান্ত আদৌ কার্যকর থাকবে না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

আরও পড়ুন : ওঠবোস করলেই বিনামূল্যে প্ল্যাটফর্ম টিকিট !

নয়াদিল্লি, 6 অক্টোবর : প্ল্যাটফর্ম টিকিটের দাম তিনগুণ বৃদ্ধি করল ভারতীয় রেল (Platform Ticket Price Increased) ৷ আগে যে টিকিট 10 টাকায় পাওয়া যেত ৷ এবার তা কিনতে হবে 30 টাকায় ৷

তবে এই নির্দেশ শুধুমাত্র দিল্লি ডিভিশনের জন্য (Delhi Division of Indian Railways) ৷ সেখানকার ডিআরএম উৎসবের মরশুমে ভিড় দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন ৷

রেলের ওই ডিভিশন থেকে জানা গিয়েছে যে নয়াদিল্লি, পুরনো দিল্লি, আনন্দ বিহার টার্মিনাল, হজরত নিজামুদ্দিন, দিল্লি সরায় রোহিল্লা এবং গাজিয়াবাদ স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের (Railway Station Platform Ticket) দাম তিনগুন বৃদ্ধি করা হয়েছে ৷ ফলে উৎসবের মরশুমে এখন যাঁরা দিল্লি থেকে বাড়ি ফিরছেন, তাঁদের ট্রেনে ছাড়তে আসা অন্য সদস্যদের বেশি টাকা খরচ করেই প্ল্যাটফর্মে যেতে হবে ৷

দীপাবলি, ছট-সহ একাধিক পুজোর জন্য দিল্লিতে বসবাসকারী অনেকেই বাড়ির পথ ধরেন ৷ দিল্লি থেকে বিহারের ট্রেন ধরার ভিড় বেশি থাকে ৷ চলতি মাসের মধ্যেই বেশিরভাগ মানুষ দিল্লি থেকে বাড়িতে উৎসবে যোগ দিতে ফিরবেন ৷ তাই দিল্লির ডিআরএম আগামী 31 অক্টোবর পর্যন্ত বর্ধিত ভাড়া নেওয়ার কথা বলেছেন (Delhi Platform Ticket Price) ৷ আগামী 1 নভেম্বর থেকে আবার 10 টাকাতেই প্ল্যাটফর্ম টিকিট কিনতে পারবেন যাত্রীরা ৷

প্রসঙ্গত, যেহেতু ভিড় বেশি থাকবে, তাই আয় বাড়াতেই রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু এই নিয়ে বিতর্কও তৈরি হতে পারে বলে কোনও কোনও মহল মনে করছে ৷ কারণ, উৎসবের মরশুমে সাধারণ মানুষের উপর এভাবে অতিরিক্ত খরচের বোঝা চাপিয়ে দেওয়া কতটা উচিত, সেই প্রশ্ন উঠতে পারে ৷ রেল যেহেতু কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে, তাই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলতে পারে বিরোধীরা ৷

ফলে দিল্লির ডিআরএমের (Delhi Divisional Railway Manager) তরফে নেওয়া এই সিদ্ধান্ত আদৌ কার্যকর থাকবে না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

আরও পড়ুন : ওঠবোস করলেই বিনামূল্যে প্ল্যাটফর্ম টিকিট !

Last Updated : Oct 6, 2022, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.