ETV Bharat / bharat

ভিড় কমাতে দিল্লিতে 5টি মেট্রো স্টেশনের প্রবেশদ্বার বন্ধ

এবিষয়ে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ একটি টুইট করেছে ৷ সেই টুইটে তারা লিখেছে, ওই 5টি স্টেশনে যাতে সামাজিক দূরত্ব রক্ষা করা যায় তার জন্য় ওই স্টেশনগুলির প্রবেশদ্বারগুলি বন্ধ রাখা হচ্ছে ৷

metro
মেট্রো রেল
author img

By

Published : Apr 20, 2021, 3:51 PM IST

নয়াদিল্লি, 20 এপ্রিল : সামাজিক দূরত্ববিধি সুষ্ঠুভাবে মেনে চলার জন্য় সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে দিল্লি মেট্রোর 5টি স্টেশনের প্রবেশদ্বার ৷ ওই 5টি স্টেশন হল নতুন দিল্লি, চাঁদনি চক, কাশ্মীরি গেট, রাজীব চক ও এমজি রোড ৷ প্রচুর ভিড় হওয়ার কারণেই ওই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ ৷ তবে ওই স্টেশনগুলির এগজিট গেট খোলা থাকবে বলে জানানো হয়েছে ৷

এবিষয়ে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ একটি টুইট করেছে ৷ সেই টুইটে তারা লিখেছে, ওই 5টি স্টেশনে যাতে সামাজিক দূরত্ব রক্ষা করা যায় তার জন্য় ওই স্টেশনগুলির প্রবেশদ্বারগুলি বন্ধ রাখা হচ্ছে ৷

আরও পড়ুন-কোভিড পজ়িটিভ জিৎ, বাড়িতেই আছেন আইসোলেশনে

দিল্লিতে করোনার বাড়বাড়ন্ত শুরু হওয়ায় সেখানকার সরকারের তরফে ছ’দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ এর পরেই বেশ কিছু গাইডলাইন ইস্য়ু করেছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ ৷ জানানো হয়েছে, অফিস টাইমে দিল্লি মেট্রোর সমস্ত পরিষেবা স্বাভাবিক থাকবে ৷ তবে 30 মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে ৷ এবং দিনের বাকি সময়ে মেট্রো পাওয়া যাবে 1 ঘণ্টা অন্তর ৷

লকডাউনের সময় থেকে মোট আসনের 50 শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা দিচ্ছে দিল্লি মেট্রো রেল ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে মেট্রো রেল পরিষেবা পুরোপুরি বন্ধ করার এখনও কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷

নয়াদিল্লি, 20 এপ্রিল : সামাজিক দূরত্ববিধি সুষ্ঠুভাবে মেনে চলার জন্য় সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে দিল্লি মেট্রোর 5টি স্টেশনের প্রবেশদ্বার ৷ ওই 5টি স্টেশন হল নতুন দিল্লি, চাঁদনি চক, কাশ্মীরি গেট, রাজীব চক ও এমজি রোড ৷ প্রচুর ভিড় হওয়ার কারণেই ওই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ ৷ তবে ওই স্টেশনগুলির এগজিট গেট খোলা থাকবে বলে জানানো হয়েছে ৷

এবিষয়ে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ একটি টুইট করেছে ৷ সেই টুইটে তারা লিখেছে, ওই 5টি স্টেশনে যাতে সামাজিক দূরত্ব রক্ষা করা যায় তার জন্য় ওই স্টেশনগুলির প্রবেশদ্বারগুলি বন্ধ রাখা হচ্ছে ৷

আরও পড়ুন-কোভিড পজ়িটিভ জিৎ, বাড়িতেই আছেন আইসোলেশনে

দিল্লিতে করোনার বাড়বাড়ন্ত শুরু হওয়ায় সেখানকার সরকারের তরফে ছ’দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ এর পরেই বেশ কিছু গাইডলাইন ইস্য়ু করেছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ ৷ জানানো হয়েছে, অফিস টাইমে দিল্লি মেট্রোর সমস্ত পরিষেবা স্বাভাবিক থাকবে ৷ তবে 30 মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে ৷ এবং দিনের বাকি সময়ে মেট্রো পাওয়া যাবে 1 ঘণ্টা অন্তর ৷

লকডাউনের সময় থেকে মোট আসনের 50 শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা দিচ্ছে দিল্লি মেট্রো রেল ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে মেট্রো রেল পরিষেবা পুরোপুরি বন্ধ করার এখনও কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.