ETV Bharat / state

স্ত্রীর সম্বন্ধে কুকথা শুনে বন্ধুকে হত্যা ! দত্তপুকুরে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত - DUTTAPUKUR MURDER CASE

দিনকয়েক আগে দত্তপুকুরের এক মিষ্টি ব্যবসায়ী খুন হন ৷ সেই ঘটনায় পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থেকে গ্রেফতার হন অভিযুক্ত ৷

Duttapukur Murder Case
স্ত্রীর সম্বন্ধে কুকথা শুনে বন্ধুকে হত্যা ! দত্তপুকুরে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2024, 8:39 PM IST

দত্তপুকুর (উত্তর 24 পরগনা), 26 নভেম্বর: কাজের শেষে দুই বন্ধু একসঙ্গে মদ খেতে বসেছিলেন । সেখানে স্ত্রীর উদ্দেশ‍্যে কু-কথা শুনেই এক বন্ধু আরেক বন্ধুকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ । উত্তর 24 পরগনার দত্তপুকুরে মিষ্টির দোকানের কর্মী পরিতোষ পাণ্ডের খুনের তদন্তে নেমে এমনই তথ্য উঠে এসেছে পুলিশের হাতে । অবশেষে পুলিশ 'খুনি' বন্ধু বিশ্বজিৎ দাসকে বর্ধমানের পূর্বস্থলী থেকে গ্রেফতার করেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দত্তপুকুরের চালতাবেড়িয়া এলাকায় বাড়ির ভিতর থেকে পরিতোষ পাণ্ডে নামে এক ব‍্যাক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় । তিনি দত্তপুকুরের একটি নামী মিষ্টির দোকানের কারিগর ছিলেন । ওই বাড়িতে অন্য কেউ থাকতেন না । ফলে তদন্ত নেমে পুলিশ প্রথম দিকে কোনও সূত্রই খুঁজে পাচ্ছিল না ।

স্ত্রীর সম্বন্ধে কুকথা শুনে বন্ধুকে হত্যা ! দত্তপুকুরে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত (ইটিভি ভারত)

পরিতোষ সাধারণত কাজে কখনও ছুটি করতেন না । সোমবার বেলা পর্যন্ত তিনি কাজে না যাওয়ায় মালিক খোঁজ নিতে চালতাবেড়িয়ায় তাঁর বাড়িতে আসেন । ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনও সাড়া পাওয়া যায়নি । তখন তিনি ভিতরে ঢুকে দেখেন, ঘরের মেঝেতে পরিতোষের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ পড়ে রয়েছে । খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ।

খুনের সূত্র খুঁজতে ওই মিষ্টির দোকানে গিয়ে তদন্তকারী আধিকারিক পরিতোষের সহ-কর্মীদের সঙ্গে কথা বলেন । তখন তিনি জানতে পারেন, বিশ্বজিৎ দাস নামে দোকানের আরও এক কর্মী কাজে আসেননি । তাঁর বাড়িতে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, সোমবার ভোররাতে ট্রেন ধরে তিনি দূরে কোথাও চলে গিয়েছেন ।

পুলিশের তখন সন্দেহ হয় যে পরিতোষের খুনে ওই কর্মী জড়িত থাকতে পারেন । রাতে মোবাইল ফোনের সূত্র ধরে বর্ধমানের পূর্বস্থলী থেকে দত্তপুকুর থানার পুলিশ বিশ্বজিৎকে পাকড়াও করে । জেরায় ধৃত বিশ্বজিৎ পরিতোষকে খুন করার কথা কবুল করে বলে পুলিশের দাবি ।

Duttapukur Murder Case
বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী (নিজস্ব চিত্র)

মঙ্গলবার বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী সাংবাদিক বৈঠক করে দত্তপুকুরে মিষ্টির দোকানের কারিগর খুনের ঘটনায় জড়িত বিশ্বজিৎকে গ্রেফতার করার কথা জানান । তিনি বলেন, "পরিতোষ ও বিশ্বজিৎ, দু'জনেরই বাড়ি বর্ধমানের পূর্বস্থলীতে । রবিবার রাতে কাজের শেষে তাঁরা দু'জনে মিলে একসঙ্গে মদ‍্যপান করতে বসেছিলেন । সেখানে পরিতোষ বিশ্বজিতের স্ত্রীর সম্পর্কে কুমন্তব্য করেন । তাতে উত্তেজিত হয়ে সে তাঁকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে খুন করে । তারপর বাড়ি ফিরে পোশাক বদল করে বিশ্বজিৎ ভোররাতের ট্রেন ধরে দূরে চলে যায় । পূর্বস্থলী থেকে তাঁকে পাকড়াও করা হয়েছে ।"

দত্তপুকুর (উত্তর 24 পরগনা), 26 নভেম্বর: কাজের শেষে দুই বন্ধু একসঙ্গে মদ খেতে বসেছিলেন । সেখানে স্ত্রীর উদ্দেশ‍্যে কু-কথা শুনেই এক বন্ধু আরেক বন্ধুকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ । উত্তর 24 পরগনার দত্তপুকুরে মিষ্টির দোকানের কর্মী পরিতোষ পাণ্ডের খুনের তদন্তে নেমে এমনই তথ্য উঠে এসেছে পুলিশের হাতে । অবশেষে পুলিশ 'খুনি' বন্ধু বিশ্বজিৎ দাসকে বর্ধমানের পূর্বস্থলী থেকে গ্রেফতার করেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দত্তপুকুরের চালতাবেড়িয়া এলাকায় বাড়ির ভিতর থেকে পরিতোষ পাণ্ডে নামে এক ব‍্যাক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় । তিনি দত্তপুকুরের একটি নামী মিষ্টির দোকানের কারিগর ছিলেন । ওই বাড়িতে অন্য কেউ থাকতেন না । ফলে তদন্ত নেমে পুলিশ প্রথম দিকে কোনও সূত্রই খুঁজে পাচ্ছিল না ।

স্ত্রীর সম্বন্ধে কুকথা শুনে বন্ধুকে হত্যা ! দত্তপুকুরে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত (ইটিভি ভারত)

পরিতোষ সাধারণত কাজে কখনও ছুটি করতেন না । সোমবার বেলা পর্যন্ত তিনি কাজে না যাওয়ায় মালিক খোঁজ নিতে চালতাবেড়িয়ায় তাঁর বাড়িতে আসেন । ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনও সাড়া পাওয়া যায়নি । তখন তিনি ভিতরে ঢুকে দেখেন, ঘরের মেঝেতে পরিতোষের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ পড়ে রয়েছে । খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ।

খুনের সূত্র খুঁজতে ওই মিষ্টির দোকানে গিয়ে তদন্তকারী আধিকারিক পরিতোষের সহ-কর্মীদের সঙ্গে কথা বলেন । তখন তিনি জানতে পারেন, বিশ্বজিৎ দাস নামে দোকানের আরও এক কর্মী কাজে আসেননি । তাঁর বাড়িতে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, সোমবার ভোররাতে ট্রেন ধরে তিনি দূরে কোথাও চলে গিয়েছেন ।

পুলিশের তখন সন্দেহ হয় যে পরিতোষের খুনে ওই কর্মী জড়িত থাকতে পারেন । রাতে মোবাইল ফোনের সূত্র ধরে বর্ধমানের পূর্বস্থলী থেকে দত্তপুকুর থানার পুলিশ বিশ্বজিৎকে পাকড়াও করে । জেরায় ধৃত বিশ্বজিৎ পরিতোষকে খুন করার কথা কবুল করে বলে পুলিশের দাবি ।

Duttapukur Murder Case
বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী (নিজস্ব চিত্র)

মঙ্গলবার বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী সাংবাদিক বৈঠক করে দত্তপুকুরে মিষ্টির দোকানের কারিগর খুনের ঘটনায় জড়িত বিশ্বজিৎকে গ্রেফতার করার কথা জানান । তিনি বলেন, "পরিতোষ ও বিশ্বজিৎ, দু'জনেরই বাড়ি বর্ধমানের পূর্বস্থলীতে । রবিবার রাতে কাজের শেষে তাঁরা দু'জনে মিলে একসঙ্গে মদ‍্যপান করতে বসেছিলেন । সেখানে পরিতোষ বিশ্বজিতের স্ত্রীর সম্পর্কে কুমন্তব্য করেন । তাতে উত্তেজিত হয়ে সে তাঁকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে খুন করে । তারপর বাড়ি ফিরে পোশাক বদল করে বিশ্বজিৎ ভোররাতের ট্রেন ধরে দূরে চলে যায় । পূর্বস্থলী থেকে তাঁকে পাকড়াও করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.