ETV Bharat / bharat

Delhi High Court মুসলিম আইনে বয়ঃসন্ধির মেয়েদের বিয়ের জন্য মা বাবার অনুমতির প্রয়োজন নেই, নির্দেশ দিল্লি হাইকোর্টের - মুসলিম আইন

মা-বাবার অপছন্দের ছেলেকে বিয়ে করেছিল দিল্লির এক কিশোরী ৷ এই নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিল মা-বাবা ৷ তাই দিল্লি হাইকোর্টের (Delhi High Court) কাছে সুরক্ষা চেয়ে মামলা করে ওই কিশোরী ও তার স্বামী ৷ সেই মামলায় আদালতের নির্দেশ, মুসলিম আইনে (Muslim Laws) বয়ঃসন্ধির মেয়েদের বিয়ের জন্য মা বাবার অনুমতির প্রয়োজন নেই ৷

Delhi High Court says Minor Girl On Attaining Puberty Can Marry Under Muslim Laws without Parents Consent
Delhi High Court মুসলিম আইনে বয়ঃসন্ধির মেয়েদের বিয়ের জন্য মা বাবার অনুমতির প্রয়োজন নেই, নির্দেশ দিল্লি হাইকোর্টের
author img

By

Published : Aug 24, 2022, 8:05 PM IST

নয়াদিল্লি, 24 অগস্ট : বয়ঃসন্ধিকালে (Puberty) পৌঁছানো মেয়েদের মুসিলম আইন (Muslim Laws) অনুযায়ী বিয়ে করার জন্য মা-বাবার অনুমতির প্রয়োজন পড়বে না ৷ দিল্লি হাইকোর্ট (Delhi High Court) এই নির্দেশ দিয়েছে ৷ মা-বাবার আপত্তি সত্ত্বেও বিয়ে করার পর একটি সুরক্ষা চেয়ে দ্বারস্থ হয়েছিল দিল্লি হাইকোর্টের ৷ সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছে দিল্লির উচ্চ আদালত ৷

বিচারপতি যশমিত সিং এই নির্দেশে আরও জানিয়েছেন যে ওই মেয়েটির স্বামীর বাড়িতে থাকতে কোনও আইনি বাধা নেই ৷ এমনকী, এই ক্ষেত্রে মেয়েটি নাবালিকা হলেও স্বামীর বিরুদ্ধে পকসো (POCSO) আইন লাগু করা যাবে না ৷ একই সঙ্গে আদালত জানিয়েছে যে কোনও মেয়ের ব্যক্তিগত পরিসরের সঙ্গে রাষ্ট্রের কোনও সম্পর্ক নেই ৷ সে নিজের ইচ্ছেতে বিয়ে করে সুখে থাকতেই পারে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি বছরের মার্চের 5 তারিখ দিল্লির দ্বারকা জেলার পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের হয় ৷ সেখানে এক দম্পতি দাবি করেন যে তাঁদের নাবালিকা মেয়েকে অপহরণ করা হয়েছে ৷ অভিযোগে পকসো-সহ একাধিক ধারা যোগ করে পুলিশ ৷

তদন্তে পুলিশ জানতে পারে যে মেয়েটির বয়স 15 ৷ আর যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই ছেলেটির বয়স 25 ৷ তাঁরা গত 11 মার্চ বিয়ে করেছেন ৷ পুলিশ গত 27 এপ্রিল মেয়েটিকে উদ্ধার করে ৷ তাকে শিশু সুরক্ষা কমিশনে (Child Welfare Commission) পেশ করা হয় ৷ ওই কমিশন মেয়েটিকে নির্মল ছায়া কমপ্লেক্সে রাখার নির্দেশ দেয় ৷

এদিকে নববিবাহিত ওই দম্পতি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় সুরক্ষা চেয়ে ৷ মা-বাবা মেয়েটিকে নাবালিকা বলে দাবি করলেও মেয়েটির আইনজীবী আদালতে আধার কার্ড দিয়ে দাবি করে যে মেয়েটির বয়স 19 ৷ আর সে নিজের ইচ্ছেতেই বিয়ে করেছে ৷ এখন সে অন্তঃসত্ত্বা ৷ পাশাপাশি মেয়েটির দাবি, তার মা-বাবা তাকে মারধর করত ৷ অন্য একজনের সঙ্গে বিয়ের জন্য দিতে জোর করছিল ৷

শুনানির শেষে গত 17 অগস্ট এই নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট ৷ যা সামনে আসে গত সোমবার ৷ নির্দেশে আদালত পুলিশকে ওই দম্পতির সুরক্ষার বিষয়টি দেখার কথা বলেছে ৷

আরও পড়ুন : বৈবাহিক ধর্ষণ কি অপরাধ ? দ্বিধাবিভক্ত দিল্লি হাইকোর্ট, মামলা এবার সুপ্রিম দ্বারে

নয়াদিল্লি, 24 অগস্ট : বয়ঃসন্ধিকালে (Puberty) পৌঁছানো মেয়েদের মুসিলম আইন (Muslim Laws) অনুযায়ী বিয়ে করার জন্য মা-বাবার অনুমতির প্রয়োজন পড়বে না ৷ দিল্লি হাইকোর্ট (Delhi High Court) এই নির্দেশ দিয়েছে ৷ মা-বাবার আপত্তি সত্ত্বেও বিয়ে করার পর একটি সুরক্ষা চেয়ে দ্বারস্থ হয়েছিল দিল্লি হাইকোর্টের ৷ সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছে দিল্লির উচ্চ আদালত ৷

বিচারপতি যশমিত সিং এই নির্দেশে আরও জানিয়েছেন যে ওই মেয়েটির স্বামীর বাড়িতে থাকতে কোনও আইনি বাধা নেই ৷ এমনকী, এই ক্ষেত্রে মেয়েটি নাবালিকা হলেও স্বামীর বিরুদ্ধে পকসো (POCSO) আইন লাগু করা যাবে না ৷ একই সঙ্গে আদালত জানিয়েছে যে কোনও মেয়ের ব্যক্তিগত পরিসরের সঙ্গে রাষ্ট্রের কোনও সম্পর্ক নেই ৷ সে নিজের ইচ্ছেতে বিয়ে করে সুখে থাকতেই পারে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি বছরের মার্চের 5 তারিখ দিল্লির দ্বারকা জেলার পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের হয় ৷ সেখানে এক দম্পতি দাবি করেন যে তাঁদের নাবালিকা মেয়েকে অপহরণ করা হয়েছে ৷ অভিযোগে পকসো-সহ একাধিক ধারা যোগ করে পুলিশ ৷

তদন্তে পুলিশ জানতে পারে যে মেয়েটির বয়স 15 ৷ আর যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই ছেলেটির বয়স 25 ৷ তাঁরা গত 11 মার্চ বিয়ে করেছেন ৷ পুলিশ গত 27 এপ্রিল মেয়েটিকে উদ্ধার করে ৷ তাকে শিশু সুরক্ষা কমিশনে (Child Welfare Commission) পেশ করা হয় ৷ ওই কমিশন মেয়েটিকে নির্মল ছায়া কমপ্লেক্সে রাখার নির্দেশ দেয় ৷

এদিকে নববিবাহিত ওই দম্পতি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় সুরক্ষা চেয়ে ৷ মা-বাবা মেয়েটিকে নাবালিকা বলে দাবি করলেও মেয়েটির আইনজীবী আদালতে আধার কার্ড দিয়ে দাবি করে যে মেয়েটির বয়স 19 ৷ আর সে নিজের ইচ্ছেতেই বিয়ে করেছে ৷ এখন সে অন্তঃসত্ত্বা ৷ পাশাপাশি মেয়েটির দাবি, তার মা-বাবা তাকে মারধর করত ৷ অন্য একজনের সঙ্গে বিয়ের জন্য দিতে জোর করছিল ৷

শুনানির শেষে গত 17 অগস্ট এই নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট ৷ যা সামনে আসে গত সোমবার ৷ নির্দেশে আদালত পুলিশকে ওই দম্পতির সুরক্ষার বিষয়টি দেখার কথা বলেছে ৷

আরও পড়ুন : বৈবাহিক ধর্ষণ কি অপরাধ ? দ্বিধাবিভক্ত দিল্লি হাইকোর্ট, মামলা এবার সুপ্রিম দ্বারে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.