ETV Bharat / bharat

Bengal Coal Scam Case মা মারা গিয়েছেন, শেষকৃত্যে সামিল হতে প্যারোলে ছাড় অনুপ মাঝি ঘনিষ্ঠ গুরুপদকে - কয়লাপাচার কাণ্ড

রাজ্যের কয়লাপাচার মামলায় অভিযুক্ত গুরুপদ মাঝি ৷ সে অনুপ মাঝির কাছের লোক ৷ এবছর মে মাসে ইডি তাকে গ্রেফতার করে ৷ এতদিন সে বিচারবিভাগীয় হেফাজতেই ছিল (WB Coal Scam accused Anup Majhi close aide Gurupada Majhi) ৷

Anup Majhi close aide Gurupada Majhi
কয়লা পাচার কাণ্ডে গুরুপদ মাঝি
author img

By

Published : Aug 26, 2022, 7:55 AM IST

নয়াদিল্লি, 26 অগস্ট: প্যারলে ছাড়া পেলেন কয়লাপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত গুরুপদ মাঝি ৷ তাঁর মা মারা গিয়েছেন । এমতাবস্থায় শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য দিল্লি হাইকোর্টের বিচারপতি জসমীত সিংহের বেঞ্চ তাঁর কাস্টডি প্যারোল মঞ্জুর করেছে ৷ রাজ্যে অবৈধ কয়লাপাচারের 'মাস্টারমাইন্ড' অনুপ মাঝির ঘনিষ্ঠ বলেই পরিচিত গুরুপদ (Delhi High Court grants Custody Payroll to bengal coal scam accused Gurupad Maji) ৷

26 মে ইডি গুরুপদ মাঝিকে গ্রেফতার করে ৷ তারপর থেকে সে বিচারবিভাগীয় হেফাজতে ছিল ৷ এর আগে বেআইনি কয়লাপাচার মামলায় ইডি রাউজ এভিনিউ জেলা আদালতে (Rouse Avenue District Court) সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছে ৷ তাতে গুরুপদ মাঝি এবং তার নিয়ন্ত্রণে থাকা ছ'টি কোম্পানির বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে ৷ ইডি সূত্রে খবর, এই মামলায় (Bengal Coal Scam Case) 2 হাজার 742 কোটি টাকারও বেশি জালিয়াতি হয়েছে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও পর্যন্ত (enforcement directorate) 204 কোটি টাকার বেশি পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ৷

নয়াদিল্লি, 26 অগস্ট: প্যারলে ছাড়া পেলেন কয়লাপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত গুরুপদ মাঝি ৷ তাঁর মা মারা গিয়েছেন । এমতাবস্থায় শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য দিল্লি হাইকোর্টের বিচারপতি জসমীত সিংহের বেঞ্চ তাঁর কাস্টডি প্যারোল মঞ্জুর করেছে ৷ রাজ্যে অবৈধ কয়লাপাচারের 'মাস্টারমাইন্ড' অনুপ মাঝির ঘনিষ্ঠ বলেই পরিচিত গুরুপদ (Delhi High Court grants Custody Payroll to bengal coal scam accused Gurupad Maji) ৷

26 মে ইডি গুরুপদ মাঝিকে গ্রেফতার করে ৷ তারপর থেকে সে বিচারবিভাগীয় হেফাজতে ছিল ৷ এর আগে বেআইনি কয়লাপাচার মামলায় ইডি রাউজ এভিনিউ জেলা আদালতে (Rouse Avenue District Court) সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছে ৷ তাতে গুরুপদ মাঝি এবং তার নিয়ন্ত্রণে থাকা ছ'টি কোম্পানির বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে ৷ ইডি সূত্রে খবর, এই মামলায় (Bengal Coal Scam Case) 2 হাজার 742 কোটি টাকারও বেশি জালিয়াতি হয়েছে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও পর্যন্ত (enforcement directorate) 204 কোটি টাকার বেশি পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ৷

আরও পড়ুন: আদালতের রক্ষাকবচ সত্ত্বেও সম্পত্তি বাজেয়াপ্তের সিদ্ধান্ত কেন, আদালতে প্রশ্ন অনুপ মাঝির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.