ETV Bharat / bharat

দিশা রবির গ্রেপ্তারিতে দিল্লি পুলিশকে নোটিস দিল্লির মহিলা কমিশনের - Delhi Police

দিশা রবির গ্রেপ্তারির ঘটনায় এবার দিল্লি পুলিশকে নোটিস দেওয়া হল৷ নোটিস দিল দিল্লির মহিলা কমিশন৷ তাদের দাবি, দিশার গ্রেপ্তারিতে আইনি প্রক্রিয়ায় গোলমাল করা হয়েছে৷

দিশা রবির গ্রেপ্তারিতে দিল্লি পুলিশকে নোটিস দিল্লির মহিলা কমিশনের
দিশা রবির গ্রেপ্তারিতে দিল্লি পুলিশকে নোটিস দিল্লির মহিলা কমিশনের
author img

By

Published : Feb 16, 2021, 3:20 PM IST

Updated : Feb 16, 2021, 4:29 PM IST

দিল্লি, 16 ফেব্রুয়ারি : দিশা রবির গ্রেপ্তারির ঘটনায় এবার দিল্লি পুলিশকে নোটিস দেওয়া হল৷ নোটিস দিল দিল্লির মহিলা কমিশন৷ তাদের দাবি, দিশার গ্রেপ্তারিতে আইনি প্রক্রিয়ায় গোলমাল করা হয়েছে৷

জানা গিয়েছে যে এই নিয়ে পুলিশকে এফআইআর-এর কপি জমা দিতে বলা হয়েছে৷ ট্রানজিট রিমান্ডের জন্য দিশাকে স্থানীয় আদালতে পেশ না করার জন্যই এফআইআর-এর কপি চাওয়া হয়েছে৷ পাশাপাশি কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়েও একটা রিপোর্ট চাওয়া হয়েছে৷

এদিকে দিল্লির পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব জানিয়েছেন যে আইন মেনেই গ্রেপ্তারি হয়েছে৷ আইন 50 বছরের কোনও ব্যক্তি আর 22 বছরের কোনও ব্যক্তির জন্য আলাদা হয় না৷

কৃষক বিক্ষোভ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলতে যে টুলকিট তৈরি হয়েছিল, সেই সংক্রান্ত মামলায় শনিবার দিশা রবিকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয়৷ পুলিশের দাবি, দিশা টুলকিট পাঠিয়েছিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের কাছে৷ তা তিনি পাঠিয়েছিলেন টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে৷

আরও পড়ুন : নিকিতা-শান্তনু ‘টুলকিট’ তৈরি করে, দিশা সেটাকে পাঠায় গ্রেটার কাছে : দিল্লি পুলিশ

দিশার সঙ্গে একই মামলায় অভিযুক্ত নিকিতা জেকব ও শান্তনু মুলুক৷ দিশা, নিকিতা ও শান্তনু ওই টুলকিট বানিয়েছিল বলে অভিযোগ৷ দিশাকে গ্রেপ্তার করা না হলেও নিকিতা ও শান্তনুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে৷

দিল্লি, 16 ফেব্রুয়ারি : দিশা রবির গ্রেপ্তারির ঘটনায় এবার দিল্লি পুলিশকে নোটিস দেওয়া হল৷ নোটিস দিল দিল্লির মহিলা কমিশন৷ তাদের দাবি, দিশার গ্রেপ্তারিতে আইনি প্রক্রিয়ায় গোলমাল করা হয়েছে৷

জানা গিয়েছে যে এই নিয়ে পুলিশকে এফআইআর-এর কপি জমা দিতে বলা হয়েছে৷ ট্রানজিট রিমান্ডের জন্য দিশাকে স্থানীয় আদালতে পেশ না করার জন্যই এফআইআর-এর কপি চাওয়া হয়েছে৷ পাশাপাশি কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়েও একটা রিপোর্ট চাওয়া হয়েছে৷

এদিকে দিল্লির পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব জানিয়েছেন যে আইন মেনেই গ্রেপ্তারি হয়েছে৷ আইন 50 বছরের কোনও ব্যক্তি আর 22 বছরের কোনও ব্যক্তির জন্য আলাদা হয় না৷

কৃষক বিক্ষোভ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলতে যে টুলকিট তৈরি হয়েছিল, সেই সংক্রান্ত মামলায় শনিবার দিশা রবিকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয়৷ পুলিশের দাবি, দিশা টুলকিট পাঠিয়েছিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের কাছে৷ তা তিনি পাঠিয়েছিলেন টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে৷

আরও পড়ুন : নিকিতা-শান্তনু ‘টুলকিট’ তৈরি করে, দিশা সেটাকে পাঠায় গ্রেটার কাছে : দিল্লি পুলিশ

দিশার সঙ্গে একই মামলায় অভিযুক্ত নিকিতা জেকব ও শান্তনু মুলুক৷ দিশা, নিকিতা ও শান্তনু ওই টুলকিট বানিয়েছিল বলে অভিযোগ৷ দিশাকে গ্রেপ্তার করা না হলেও নিকিতা ও শান্তনুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে৷

Last Updated : Feb 16, 2021, 4:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.