ETV Bharat / bharat

আজ রাজনাথের নেতৃত্বে কৃষকদের সঙ্গে বৈঠকে কেন্দ্র - Farm act

দুপুর 3টের সময় বৈঠক হবে । মোট 32টি সংগঠনকে আজ বৈঠকে ডাকা হয়েছে ।

Farmer protest
রাজনাথের নেতৃত্বে কৃষকদের সঙ্গে বৈঠক
author img

By

Published : Dec 1, 2020, 1:01 PM IST

দিল্লি , 1 ডিসেম্বর : কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর গতকালই জানিয়ে দিয়েছিলেন, কৃষকদের সঙ্গে আজ আলোচনায় বসতে চায় কেন্দ্র । কোরোনা সংক্রমণ ও ঠান্ডার কারণে দুপুর 3টেয় দিল্লির "বিজ্ঞান ভবন"-এ এই বৈঠক হওয়া কথা রয়েছে । প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে নেতৃত্ব দেবেন বলে সূত্রের খবর ।

কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের বিক্ষোভ জারি রয়েছে । তাঁরা জানিয়ে দিয়েছেন, বিনা শর্তেই তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে কেন্দ্রীয় সরকারকে । বুরারিতে গিয়ে আন্দোলনের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর 29 নভেম্বর জে পি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেছিলেন অমিত শাহ, রাজনাথ সিং ও নরেন্দ্র সিং তোমর-রা । এই পরিস্থিতিতে গতকাল কৃষিমন্ত্রী জানিয়ে দেন, 1 ডিসেম্বর কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চায় কেন্দ্র ।

গতকাল এই ঘোষণার সময় কৃষিমন্ত্রী বলেন, "আমরা 13 নভেম্বর সিদ্ধান্ত নিয়েছিলাম, 3 ডিসেম্বর আলোচনায় বসব । কিন্তু তারপরও কৃষকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে । একে ঠান্ডা, তার উপর কোরোনার সংক্রমণ । এই দুইয়ের জেরে আলোচনার জন্য কৃষক সংগঠগুলিকে আজ দুপুর 3টেয় বিজ্ঞান ভবনে আহ্বান জানাচ্ছি ।"

কৃষি আইনের বিরোধিতায় হাজার হাজার কৃষক সিঙ্ঘু সীমান্ত ও টিকরি সীমান্তে জমায়েত করেছেন । এদিকে কিষাণ মজ়দুর সংঘর্ষ কমিটি জানিয়েছে, যে তারা বৈঠকে যোগ দেবে না । কারণ কেন্দ্রীয় সরকার মাত্র 32টি সংগঠনকে আলোচনায় ডেকেছে । এদিকে দেশে কৃষকদের মোট 500টি সংগঠন রয়েছে । সব সংগঠনকে আলোচনায় না ডাকলে তারা আজ বৈঠকে যাবে না । আবার পঞ্জাব কিষাণ ইউনিয়নের তরফে জানানো হয়েছে যে তারা সরকারের ডাকা বৈঠকে উপস্থিত থাকবে ।

দিল্লি , 1 ডিসেম্বর : কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর গতকালই জানিয়ে দিয়েছিলেন, কৃষকদের সঙ্গে আজ আলোচনায় বসতে চায় কেন্দ্র । কোরোনা সংক্রমণ ও ঠান্ডার কারণে দুপুর 3টেয় দিল্লির "বিজ্ঞান ভবন"-এ এই বৈঠক হওয়া কথা রয়েছে । প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে নেতৃত্ব দেবেন বলে সূত্রের খবর ।

কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের বিক্ষোভ জারি রয়েছে । তাঁরা জানিয়ে দিয়েছেন, বিনা শর্তেই তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে কেন্দ্রীয় সরকারকে । বুরারিতে গিয়ে আন্দোলনের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর 29 নভেম্বর জে পি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেছিলেন অমিত শাহ, রাজনাথ সিং ও নরেন্দ্র সিং তোমর-রা । এই পরিস্থিতিতে গতকাল কৃষিমন্ত্রী জানিয়ে দেন, 1 ডিসেম্বর কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চায় কেন্দ্র ।

গতকাল এই ঘোষণার সময় কৃষিমন্ত্রী বলেন, "আমরা 13 নভেম্বর সিদ্ধান্ত নিয়েছিলাম, 3 ডিসেম্বর আলোচনায় বসব । কিন্তু তারপরও কৃষকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে । একে ঠান্ডা, তার উপর কোরোনার সংক্রমণ । এই দুইয়ের জেরে আলোচনার জন্য কৃষক সংগঠগুলিকে আজ দুপুর 3টেয় বিজ্ঞান ভবনে আহ্বান জানাচ্ছি ।"

কৃষি আইনের বিরোধিতায় হাজার হাজার কৃষক সিঙ্ঘু সীমান্ত ও টিকরি সীমান্তে জমায়েত করেছেন । এদিকে কিষাণ মজ়দুর সংঘর্ষ কমিটি জানিয়েছে, যে তারা বৈঠকে যোগ দেবে না । কারণ কেন্দ্রীয় সরকার মাত্র 32টি সংগঠনকে আলোচনায় ডেকেছে । এদিকে দেশে কৃষকদের মোট 500টি সংগঠন রয়েছে । সব সংগঠনকে আলোচনায় না ডাকলে তারা আজ বৈঠকে যাবে না । আবার পঞ্জাব কিষাণ ইউনিয়নের তরফে জানানো হয়েছে যে তারা সরকারের ডাকা বৈঠকে উপস্থিত থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.