ETV Bharat / bharat

Rajnath in Rajouri: নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজৌরিতে রাজনাথ - সেনাপ্রধান মনোজ পান্ডে

রাজৌরিতে কান্দির জঙ্গলে চলছে অপারেশন ত্রিনেত্র ৷ সেই অপারেশনে পাঁচ জওয়ান শহিদ হয়েছেন ৷ এই নিয়ে সামগ্রিক পরিস্থিতি শনিবার সেখানে পৌঁছান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

Rajnath in Rajouri
Rajnath in Rajouri
author img

By

Published : May 6, 2023, 3:18 PM IST

জম্মু, 5 মে: পাকিস্তানের সীমান্ত সংলগ্ন রাজৌরি ও পুঞ্চে 2021 সালের অক্টোবর থেকে 26 জন সেনা জওয়ান শহিদ হয়েছেন ৷ এছাড়াও প্রাণ হারিয়েছেন আরও ন’জন ৷ সর্বশেষ ঘটনাটি ঘটেছে শুক্রবার ৷ এই নিয়ে ওই জেলাগুলির নিরাপত্তা পরিস্থিতির পর্যালোচনা করতে শনিবার সেখানে পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

এদিন তিনি প্রথমে জম্মুতে পৌঁছান ৷ তার পর সেখান থেকে সেনাপ্রধান মনোজ পান্ডেকে সঙ্গে নিয়ে রাজৌরির উদ্দেশে রওনা হন ৷ সেখানে এখনও জঙ্গিবিরোধী অভিযান চলছে ৷ শুক্রবার রাজৌরির কান্দির জঙ্গলে অপারেশন ত্রিনেত্র নামে ওই অভিযান চলে ৷ সেই অভিযানে পাঁচজন সেনা জওয়ান শহিদ হয়েছেন ৷ মেজর পদমর্যাদার এক অফিসার আহত হয়েছেন ৷ এই অভিযানে এখনও পর্যন্ত এক জঙ্গির মৃত্যু হয়েছে ৷ আরেকজন আহত হয়েছেন বলে সেনাবাহিনীর তরফে জানা গিয়েছে ৷

সেনার তরফে জানানো হয়েছে, সেনাপ্রধান মনোজ পান্ডে আগে দিল্লি থেকে জম্মু পৌঁছান ৷ তার পর সেখানে পৌঁছান প্রতিরক্ষামন্ত্রী ৷ তার পর তাঁরা একসঙ্গে চলে যান রাজৌরি ৷ তাঁদের সঙ্গে নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, কর্পস কমান্ডার হোয়াইট নাইট কর্পস ও জম্মুর ডিভিশনাল কমিশনারও রয়েছেন ৷ কান্দির জঙ্গলে অপারেশন ত্রিনেত্র নিয়ে বিস্তারিত তথ্য নেওয়ার পর নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করার কথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজৌরি ও পুঞ্চকে এক দশক আগে সন্ত্রাসবাদ মুক্ত অঞ্চল বলে ঘোষণা করা হয় ৷ কিন্তু গত 18 মাসে সেখানকার পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে ৷ যা প্রশাসনের কাছে খুবই উদ্বেগের ৷ তার মধ্যে গত এপ্রিলের 20 তারিখ সেনার একটি ট্রাকে জঙ্গি হামলা হয় ৷ পাঁচজন জওয়ান শহিদ হন ৷ তার পর থেকেই পুঞ্চ-সহ আশপাশের এলাকায় জঙ্গি দমন অভিযানে নেমেছে সেনা ৷ প্রায় আড়াইশো জনকে আটক করা হয়েছে ৷ তার মধ্যেই রাজৌরির এনকাউন্টারে পাঁচ জওয়ানের শহিদ ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে ৷

আরও পড়ুন: উপত্যকার রাজৌরি-বারামুলায় জোড়া এনকাউন্টার , নিকেশ লস্কর জঙ্গি

জম্মু, 5 মে: পাকিস্তানের সীমান্ত সংলগ্ন রাজৌরি ও পুঞ্চে 2021 সালের অক্টোবর থেকে 26 জন সেনা জওয়ান শহিদ হয়েছেন ৷ এছাড়াও প্রাণ হারিয়েছেন আরও ন’জন ৷ সর্বশেষ ঘটনাটি ঘটেছে শুক্রবার ৷ এই নিয়ে ওই জেলাগুলির নিরাপত্তা পরিস্থিতির পর্যালোচনা করতে শনিবার সেখানে পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

এদিন তিনি প্রথমে জম্মুতে পৌঁছান ৷ তার পর সেখান থেকে সেনাপ্রধান মনোজ পান্ডেকে সঙ্গে নিয়ে রাজৌরির উদ্দেশে রওনা হন ৷ সেখানে এখনও জঙ্গিবিরোধী অভিযান চলছে ৷ শুক্রবার রাজৌরির কান্দির জঙ্গলে অপারেশন ত্রিনেত্র নামে ওই অভিযান চলে ৷ সেই অভিযানে পাঁচজন সেনা জওয়ান শহিদ হয়েছেন ৷ মেজর পদমর্যাদার এক অফিসার আহত হয়েছেন ৷ এই অভিযানে এখনও পর্যন্ত এক জঙ্গির মৃত্যু হয়েছে ৷ আরেকজন আহত হয়েছেন বলে সেনাবাহিনীর তরফে জানা গিয়েছে ৷

সেনার তরফে জানানো হয়েছে, সেনাপ্রধান মনোজ পান্ডে আগে দিল্লি থেকে জম্মু পৌঁছান ৷ তার পর সেখানে পৌঁছান প্রতিরক্ষামন্ত্রী ৷ তার পর তাঁরা একসঙ্গে চলে যান রাজৌরি ৷ তাঁদের সঙ্গে নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, কর্পস কমান্ডার হোয়াইট নাইট কর্পস ও জম্মুর ডিভিশনাল কমিশনারও রয়েছেন ৷ কান্দির জঙ্গলে অপারেশন ত্রিনেত্র নিয়ে বিস্তারিত তথ্য নেওয়ার পর নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করার কথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজৌরি ও পুঞ্চকে এক দশক আগে সন্ত্রাসবাদ মুক্ত অঞ্চল বলে ঘোষণা করা হয় ৷ কিন্তু গত 18 মাসে সেখানকার পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে ৷ যা প্রশাসনের কাছে খুবই উদ্বেগের ৷ তার মধ্যে গত এপ্রিলের 20 তারিখ সেনার একটি ট্রাকে জঙ্গি হামলা হয় ৷ পাঁচজন জওয়ান শহিদ হন ৷ তার পর থেকেই পুঞ্চ-সহ আশপাশের এলাকায় জঙ্গি দমন অভিযানে নেমেছে সেনা ৷ প্রায় আড়াইশো জনকে আটক করা হয়েছে ৷ তার মধ্যেই রাজৌরির এনকাউন্টারে পাঁচ জওয়ানের শহিদ ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে ৷

আরও পড়ুন: উপত্যকার রাজৌরি-বারামুলায় জোড়া এনকাউন্টার , নিকেশ লস্কর জঙ্গি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.