পটনা, 10 জুন : ভালভাবে যাচাই করতেই রাতারাতি বদলে গেল বিহারে কোভিডে মৃতের চিত্র ৷ একলাফে বিহারে মৃতের হার বেড়ে হল 72 শতাংশ ৷ পটনা হাইকোর্টের নির্দেশের পরেই ভালভাবে যাচাই করে বিহার সরকারের তরফে জানানো হয়েছে বিহারে মোট 9 হাজার 429 জনের মৃত্যু হয়েছে ৷ অর্থাৎ আরও 3 হাজার 929 জনের মৃত্যু হয়েছে করোনায় ৷ এই পরিসংখ্যান সামনে আসতেই ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
গঙ্গায় ভেসে যাচ্ছে 50 টি মৃতদেহ ৷ 10 মে বিহারের বক্সারের গঙ্গায় এই চিত্রটাই সামনে এসেছিল ৷ তারপর একে একে উত্তরপ্রদেশের উন্নাও, গাজ়িপুর...গঙ্গায় ভাসমান একাধিক মৃতদেহ ৷ বিহারেই প্রথম শুরু ৷ অভিযোগ উঠছিল, সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা গোপন করছে বিহার সরকার ৷ এরপরই পটনা হাইকোর্টের তরফে এই বিষয়ে জানতে চাওয়া হয় ৷ এপ্রিল-মের হিসেব চাওয়া হয় ৷ এরপরই নড়েচড়ে বসে বিহার সরকার ৷ বিহার সরকারের তরফে একটি কমিটি গঠন করা হয় ৷ যাচাইয়ের পর দেখা যায়, 2020 থেকে 2021 এর মার্চ পর্যন্ত বিহারে কোভিডে মৃতের সংখ্যা যেখানে 1 হাজার 600 ছিল সেখানে এপ্রিল থেকে 7 জুন পর্যন্ত সেই সংখ্যা বেড়ে হয়েছে 7 হাজার 775 ৷ প্রায় 6 গুণ ৷ মৃত্যুর যে শেষ পরিসংখ্যান ছিল তা রাতারাতি বদলে দেয় রাজ্য স্বাস্থ্য দফতর ৷ তাদের তরফে জানানো হয়েছে, মোট 38 জেলায় মৃত্যুর হার যাচাইয়ের পর আরও 72 শতাংশ অতিরিক্ত যোগ করা হয়েছে ৷
আরও পড়ুন, Corona in India : মৃতের সংখ্যা সংশোধন বিহারের, দেশে দৈনিক মৃত্যু 6 হাজার পার
এই পরিসংখ্যান সামনে আসতেই স্বভাবত প্রশ্ন উঠছিল, কেন এভাবে মৃতের পরিসংখ্যান গোপন করা হল ? আর সেখানেই নীতীশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ৷ বিরোধীদের মতে, রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতা আড়াল করতেই পরিসংখ্যান গোপন করা হয়েছে ৷