ETV Bharat / bharat

North India Flood Update : ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলে বাড়ছে মৃত্যু, হলুদ সতর্কতা উত্তরাখণ্ডে

বর্ষায় বিপর্যস্ত হিমাচলে গত চার দিনে 39 জনের মৃত্যু । রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে 90 । বর্ষার জেরে ফুঁসছে যমুনা । ভাসছে রাজধানী দিল্লিও । উত্তরাখণ্ডে অন্তত তিনশো সড়ক বিপর্যস্ত। পঞ্জাব-হরিয়ানায় গত পাঁচদিনে বেড়েছে মৃত্য়ু।

Flood Update
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলে বাড়ছে মৃত্যু
author img

By

Published : Jul 13, 2023, 4:28 PM IST

প্রবল বর্ষণে ও বন্যায় বিপর্যস্ত উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল

সিমলা ও নয়াদিল্লি, 13 জুলাই : বৃষ্টির দাপট কমলেও বেড়ে চলেছে ক্ষতির পরিমাণ । হিমাচল প্রদেশে গত চার দিনে অন্তত 39 জনের মৃত্যু হয়েছে । সবমিলিয়ে শুধু হিমাচলেই মৃতের সংখ্যা অন্তত 90 ৷ এখনও চলছে উদ্ধারকাজ ৷ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, হিমাচল প্রদেশে বন্যাবিধ্বস্ত এলাকায় জোর কদমে চলছে উদ্ধারকাজ । বিপর্যয় মোকাবিলা দফতরের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন সুখু । এখনও পর্যন্ত মোট 50 হাজার পর্যটককে উদ্ধার করা হয়েছে ।

মুখ্যমন্ত্রী সুখু সন্তোষ প্রকাশ করলেও, হিমাচলের সার্বিক ছবি একেবারেই সন্তোষজনক নয় । ভেঙে পড়ছে বাড়ি, সেতু, সড়ক । ভেসে যাচ্ছে গাড়ি । মানালিতে জাতীয় সড়কের ভেঙে পড়ার ভয়ঙ্কর ছবি সামনে এসেছে । হিমাচলের পাশাপাশি উত্তরাখণ্ডেও বৃষ্টির কারণে জারি হয়েছে হলুদ সতর্কতা । ধানৌরি, রুদ্রপ্রয়াগ, খানপুরে হলুদ সতর্কতা । রুরকি, লক্সর, ভগবানপুরে জারি হয়েছে কমলা সতর্কতা ।

বৃষ্টির কারণে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা আপাতত স্থগিত । চামোলি জেলার বদ্রীনাথ জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ । যোশীমঠের পাঁচ এলাকা বৃষ্টিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত । উত্তরাখণ্ডের অন্তত 300 সড়ক পুরোপুরি বন্ধ । যমুনত্রী জাতীয় সড়ক ও গঙ্গোত্রী রাজ্য সড়ক পুরোপুরি ক্ষতিগ্রস্ত । আইএমডি সূত্রের খবর, দেরাদুন, হরিদ্বারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে ।

এদিকে, পঞ্জাব ও হরিয়ানায় বর্ষার জেরে বন্যাবিধ্বস্ত বিভিন্ন এলাকা । গত পাঁচ দিনে মৃত্যু অন্তত পাঁচ জনের । দুই রাজ্যে মোট মৃত্যু 21 ৷ পঞ্জাবের পাটিয়ালা, রূপনগর, মোগা, লুধিয়ানা থেকে অন্তত 14 হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে । হিমাচল থেকে পঞ্জাব-হরিয়ানায় যখন উদ্বেগের ছবি । তখন অতিবৃষ্টিতে ভাসছে রাজধানী দিল্লিও । ফুঁসছে যমুনা ।

আরও পড়ুন :Extreme Flood Alert for Delhi: যমুনার জলে ভাসছে দিল্লি, কেন্দ্রের হস্তক্ষেপ দাবি কেজরিওয়ালের

ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদী । একাধিক এলাকা বন্যার জলে ভাসছে। দিল্লির বেশ কয়েকটি জায়গায় পানীয় জলের সংকটের আশঙ্কা রয়েছে । নদীর জল বেড়েছে 208.48 মিটার । সবমিলিয়ে অতি বর্ষায় বিপর্যস্ত হিমাচল থেকে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন অংশে ।

প্রবল বর্ষণে ও বন্যায় বিপর্যস্ত উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল

সিমলা ও নয়াদিল্লি, 13 জুলাই : বৃষ্টির দাপট কমলেও বেড়ে চলেছে ক্ষতির পরিমাণ । হিমাচল প্রদেশে গত চার দিনে অন্তত 39 জনের মৃত্যু হয়েছে । সবমিলিয়ে শুধু হিমাচলেই মৃতের সংখ্যা অন্তত 90 ৷ এখনও চলছে উদ্ধারকাজ ৷ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, হিমাচল প্রদেশে বন্যাবিধ্বস্ত এলাকায় জোর কদমে চলছে উদ্ধারকাজ । বিপর্যয় মোকাবিলা দফতরের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন সুখু । এখনও পর্যন্ত মোট 50 হাজার পর্যটককে উদ্ধার করা হয়েছে ।

মুখ্যমন্ত্রী সুখু সন্তোষ প্রকাশ করলেও, হিমাচলের সার্বিক ছবি একেবারেই সন্তোষজনক নয় । ভেঙে পড়ছে বাড়ি, সেতু, সড়ক । ভেসে যাচ্ছে গাড়ি । মানালিতে জাতীয় সড়কের ভেঙে পড়ার ভয়ঙ্কর ছবি সামনে এসেছে । হিমাচলের পাশাপাশি উত্তরাখণ্ডেও বৃষ্টির কারণে জারি হয়েছে হলুদ সতর্কতা । ধানৌরি, রুদ্রপ্রয়াগ, খানপুরে হলুদ সতর্কতা । রুরকি, লক্সর, ভগবানপুরে জারি হয়েছে কমলা সতর্কতা ।

বৃষ্টির কারণে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা আপাতত স্থগিত । চামোলি জেলার বদ্রীনাথ জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ । যোশীমঠের পাঁচ এলাকা বৃষ্টিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত । উত্তরাখণ্ডের অন্তত 300 সড়ক পুরোপুরি বন্ধ । যমুনত্রী জাতীয় সড়ক ও গঙ্গোত্রী রাজ্য সড়ক পুরোপুরি ক্ষতিগ্রস্ত । আইএমডি সূত্রের খবর, দেরাদুন, হরিদ্বারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে ।

এদিকে, পঞ্জাব ও হরিয়ানায় বর্ষার জেরে বন্যাবিধ্বস্ত বিভিন্ন এলাকা । গত পাঁচ দিনে মৃত্যু অন্তত পাঁচ জনের । দুই রাজ্যে মোট মৃত্যু 21 ৷ পঞ্জাবের পাটিয়ালা, রূপনগর, মোগা, লুধিয়ানা থেকে অন্তত 14 হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে । হিমাচল থেকে পঞ্জাব-হরিয়ানায় যখন উদ্বেগের ছবি । তখন অতিবৃষ্টিতে ভাসছে রাজধানী দিল্লিও । ফুঁসছে যমুনা ।

আরও পড়ুন :Extreme Flood Alert for Delhi: যমুনার জলে ভাসছে দিল্লি, কেন্দ্রের হস্তক্ষেপ দাবি কেজরিওয়ালের

ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদী । একাধিক এলাকা বন্যার জলে ভাসছে। দিল্লির বেশ কয়েকটি জায়গায় পানীয় জলের সংকটের আশঙ্কা রয়েছে । নদীর জল বেড়েছে 208.48 মিটার । সবমিলিয়ে অতি বর্ষায় বিপর্যস্ত হিমাচল থেকে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন অংশে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.