দিল্লি, 15 জুলাই : যিনি সাংসদ, তিনিই আবার বিমানের পাইলট (Pilot) ৷ সংসদীয় কমিটির বৈঠক সেরে সোজা পৌঁছে গিয়েছেন ককপিটে ৷ মঙ্গলবার সন্ধ্যায় এমনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছেন ডিএমকে (DMK) নেতা তথা চেন্নাই সেন্ট্রালের সাংসদ দয়ানিধি মারান (Dayanidhi Maran) ৷ তিনি এই দৃশ্য দেখে এতটাই আপ্লুত যে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ওই সাংসদকে ৷
যে সাংসদ-পাইলটের কথা বলা হচ্ছে, তিনি অবশ্য দয়ানিধির রাজনৈতিক ‘মিত্রশক্তির’ অংশ নন ৷ একেবারে প্রতিপক্ষ শিবিরের সদস্য ৷ তাঁর নাম রাজীব প্রতাপ রুডি (Rajiv Pratap Rudy) ৷ বিহারের সারণের এই বিজেপি (BJP) সাংসদ অটলবিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee) ও নরেন্দ্র মোদির (Narendra Modi) মন্ত্রিসভার সদস্যও ছিলেন ৷
আরও পড়ুন : Narendra Modi : দুর্নীতি নয়, উন্নয়নের ভিত্তিতে চলছে রাজ্য, উত্তরপ্রদেশে জানালেন মোদি
ফলে এহেন এক হেভিওয়েট সাংসদের দ্বৈতভূমিকা দেখে আপ্লুত সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরাও ৷ তাই দয়ানিধির পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে ৷ রুডির এই ডাবল রোল দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁকে কুর্নিশ জানিয়েছেন ৷
প্রসঙ্গত, মঙ্গলবার সংসদের খরচের হিসেব সংক্রান্ত একটি কমিটির বৈঠক ছিল ৷ ওই কমিটিতে উপস্থিত হতে দিল্লি হাজির হয়েছিলেন দয়ানিধি মারান ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ফেরার সময় বিমানে পাইলট তাঁকে বলেন, আপনিও তাহলে এই বিমানে রয়েছেন ! তখন তাঁর ওই পাইলটকে খুব চেনা চেনা লাগে ৷ কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন যে ওই পাইলট আসলে রাজীব প্রতাপ রুডি ৷
আরও পড়ুন : রাতের অন্ধকারে জম্মু বায়ুসেনা ঘাঁটির কাছে ফের উড়ল ড্রোন
দয়ানিধি লিখেছেন যে তিনি ভাবতেই পারেননি যে যাঁর সঙ্গে তিনি একটু আগেই সংসদীয় কমিটির বৈঠকে অংশ নিলেন, সেই রুডিই ককপিটে প্রস্তুত বিমান ওড়ানোর জন্য ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে দীর্ঘদিনের এই রাজনীতিক রুডি বহু পেশার সঙ্গে যুক্ত হয়েছেন ৷ এটা তাঁর চতুর্থ পেশা ৷ শুরুর দিকে তিনি ছিলেন অর্থনীতির শিক্ষক ৷ তার পর চলে আসেন আইনের পেশায় ৷ তার পর রাজনীতি ৷ এখন এর সঙ্গে যোগ করেছেন পাইলটের পেশা ৷
আরও পড়ুন : তিন দশক পর নকশাল অধ্য়ুষিত মিনপা গ্রামে রাস্তা তৈরিতে নিয়োগ হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী
জানা গিয়েছে যে, মঙ্গলবার রুডি চেন্নাই গিয়েছিলেন সংসদীয় একটি কমিটির প্রতিনিধি হয়ে যোগ দেওয়ার জন্য ৷ সেই সময়ই তাঁর সঙ্গে দেখা হয় দয়ানিধির ৷ চেন্নাই থেকে আজ, বৃহস্পতিবার তাঁর যাওয়ার কথা কোচিতে ৷ এদিন যে বাণিজ্যিক বিমানে তাঁকে পাইলটের ভূমিকায় দেখা যাবে, তাতে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত-সহ 20 জন সাংসদের থাকার কথা ৷