বারমার (রাজস্থান ), 5 মে : বাবা কোভিড-19-এ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ সেই শোকে বাবার জ্বলন্ত চিন্তায় ঝাঁপ দিলেন মেয়ে ৷ ঘটনাটি রাজস্থানের বারমার জেলার ৷
মঙ্গলবার 73 বছর বয়সি দামোদরদাস শারদা কোভিড সংক্রামিত হয়ে মারা যান রাজস্থানের বারমার জেলার একটি হাসপাতালে ৷ কোভিড-19 পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর এই জেলার বাসিন্দা দামোদরদাসকে রবিবার জেলা হাসপাতালে ভর্তি করা হয় ৷
পুলিশ জানিয়েছে, তাঁর শেষকৃত্যে চলাকালীন তিন মেয়ের মধ্যে সবচেয়ে ছোট 34 বছরের চন্দ্রা শারদা হঠাৎ ঝাঁপ দেন জ্বলন্ত চিতায় ৷ কাছাকাছি থাকা লোকজন কোনওরকমে তাঁকে টেনে বের করে আনে চিতা থেকে ৷ যদিও তাঁর শরীরের 70 শতাংশ পুড়ে গিয়েছে ৷
আরও পড়ুন: মারাঠা সংরক্ষণ আইনকে অসাংবিধানিক ঘোষণা সুপ্রিম কোর্টের
স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, সেখান থেকে তাঁকে যোধপুরের একটি হাসপাতালে পাঠানো হয় ৷
কোটওয়ালি পুলিশ স্টেশনের পুলিশ আধিকারিক বলেন, "দামোদরদাস শারদার তিনটি মেয়ে ৷ তাঁর স্ত্রীও কয়েকদিন আগে মারা গিয়েছেন ৷ তাঁর সবচেয়ে ছোট মেয়েটি জ্বলতে থাকা চিতায় ঝাঁপ দেয় ৷"
ওই মেয়েটি জোর করে শ্মশানে বাবার শেষকৃত্যে গিয়েছিল, জানান তিনি ৷