ETV Bharat / bharat

Mysterious Death of Cop in Assam: অসম পুলিশের ডাকাবুকো মহিলা আধিকারিকের রহস্যমৃত্যু, তদন্তে সিআইডি - অসম পুলিশের ডিজি

অসম পুলিশের মহিলা আধিকারিক জুনমণি রাভার বিরুদ্ধে সোমবার দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল ৷ আর 24 ঘণ্টার মধ্যে মঙ্গলবার গভীর রাতে একটি পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হল ৷ সেই ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ মামলার তদন্তভার সিআইডির কাছে গিয়েছে।

Mysterious Death of Cop in Assam ETV BHRATA
Mysterious Death of Cop in Assam
author img

By

Published : May 17, 2023, 11:30 AM IST

গুয়াহাটি, 17 মে: রহস্যজনক মৃত্যু অসম পুলিশের ডাকাবুকো মহিলা আধিকারিক জুনমণি রাভার ৷ মঙ্গলবার রাত 2টো 30 মিনিট নাগাদ তাঁর গাড়ির সঙ্গে একটি কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ নাগাঁও জেলার জখলাবান্ধা থানার সরুভুগিয়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে ৷ তবে, এটি কেবলই দুর্ঘটনা নাকি এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে, তা ভাবাচ্ছে তদন্তাকারীদের ৷ পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনাস্থলেই এসআই জুনমণি রাভার মৃত্যু হয় ৷ এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷

উল্লেখ্য, গত সোমবার জুনমণি রাভা এবং তাঁর দল একটি নকল সোনা পাচারের ব়্যাকেটের পর্দা ফাঁস করেন ৷ সেই মামলায় লখিমপুর থেকে তিনি অজগর আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন ৷ অভিযোগ ওঠে জুনমণি রাভা ধৃতের পরিবারের কাছে মোটা অংকের টাকা দাবি করেন ৷ তাঁর বিরুদ্ধে 15 মে লখিমপুর থানায় তোলাবাজির অভিযোগে এফআইআর দায়ের করা হয় ৷ সেই ঘটনার একদিনের মধ্যে গাড়ি দুর্ঘটনায় জুনমণি রাভার মৃত্যু পুলিশমহলে প্রশ্ন তুলে দিয়েছে ৷ তাহলে কি ওই নকল সোনার চক্রের সঙ্গে জড়িতরা এই ঘটনা ঘটিয়েছে ?

পুলিশের বিভিন্ন মহল থেকে ওঠা প্রশ্নের ভিত্তিতে জুনমণি রাভার মৃত্যু ও তাঁর বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগের তদন্তভার অসম সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়েছে ৷ অসম পুলিশের ডিজি জিপি সিং টুইট করে জানান, "16 মে সাব ইন্সপেক্ট জুনমণি রাভার রহস্যজনক মৃত্যু হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে গত 15 মে একটি উত্তর লখিমপুর থানায় ভারতীয় দণ্ডবিধির 120-বি, 395, 397, 342 ও 387 ধারায় মামলা দায়ের হয় ৷ লখিমপুর ও নাগাঁও পুলিশ এই মামলার তদন্ত করছিল ৷ কিন্তু, তারই মধ্যে খবর আসে 16 মে 2023-এ একটি পথ দুর্ঘটনায় এসআই জুনমণি রাভার মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে ৷ সেই কারণে এই মামলাটি অসম সিআইডি-র হাতে তুলে দেওয়া হল ৷"

আরও পড়ুন: ফোর্ট উইলিয়ামে মহিলার রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

এই পুলিশ আধিকারিকের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠছে ৷ তাঁর মা অভিযোগ করেছেন, জুনমণির মৃত্যু পূর্ব-পরিকল্পিত হত্যা ৷ তিনি এও অভিযোগ করেছেন, জুনমণির পথ দুর্ঘটনার কয়েকঘণ্টা আগে নাগাঁও জেলা পুলিশ সুপার লীনা দোলের নেতৃত্ব একটি দল বাড়িতে তল্লাশি চালায় ৷ সেই তল্লাশিতে নাকি বেশি কিছু পরিমাণ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এই অভিযোগের পর জুনমণির মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ উল্লেখ্য এর আগেও এসআই জুনমণি রাভাকে জেলে যেতে হয়েছিল প্রতারণার মামলায় ৷ অভিযোগ উঠেছিল, তিনি তাঁর হবু স্বামী রানা পাগাগের সঙ্গে একটি প্রতারণা মামলায় যুক্ত ছিলেন ৷

গুয়াহাটি, 17 মে: রহস্যজনক মৃত্যু অসম পুলিশের ডাকাবুকো মহিলা আধিকারিক জুনমণি রাভার ৷ মঙ্গলবার রাত 2টো 30 মিনিট নাগাদ তাঁর গাড়ির সঙ্গে একটি কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ নাগাঁও জেলার জখলাবান্ধা থানার সরুভুগিয়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে ৷ তবে, এটি কেবলই দুর্ঘটনা নাকি এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে, তা ভাবাচ্ছে তদন্তাকারীদের ৷ পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনাস্থলেই এসআই জুনমণি রাভার মৃত্যু হয় ৷ এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷

উল্লেখ্য, গত সোমবার জুনমণি রাভা এবং তাঁর দল একটি নকল সোনা পাচারের ব়্যাকেটের পর্দা ফাঁস করেন ৷ সেই মামলায় লখিমপুর থেকে তিনি অজগর আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন ৷ অভিযোগ ওঠে জুনমণি রাভা ধৃতের পরিবারের কাছে মোটা অংকের টাকা দাবি করেন ৷ তাঁর বিরুদ্ধে 15 মে লখিমপুর থানায় তোলাবাজির অভিযোগে এফআইআর দায়ের করা হয় ৷ সেই ঘটনার একদিনের মধ্যে গাড়ি দুর্ঘটনায় জুনমণি রাভার মৃত্যু পুলিশমহলে প্রশ্ন তুলে দিয়েছে ৷ তাহলে কি ওই নকল সোনার চক্রের সঙ্গে জড়িতরা এই ঘটনা ঘটিয়েছে ?

পুলিশের বিভিন্ন মহল থেকে ওঠা প্রশ্নের ভিত্তিতে জুনমণি রাভার মৃত্যু ও তাঁর বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগের তদন্তভার অসম সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়েছে ৷ অসম পুলিশের ডিজি জিপি সিং টুইট করে জানান, "16 মে সাব ইন্সপেক্ট জুনমণি রাভার রহস্যজনক মৃত্যু হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে গত 15 মে একটি উত্তর লখিমপুর থানায় ভারতীয় দণ্ডবিধির 120-বি, 395, 397, 342 ও 387 ধারায় মামলা দায়ের হয় ৷ লখিমপুর ও নাগাঁও পুলিশ এই মামলার তদন্ত করছিল ৷ কিন্তু, তারই মধ্যে খবর আসে 16 মে 2023-এ একটি পথ দুর্ঘটনায় এসআই জুনমণি রাভার মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে ৷ সেই কারণে এই মামলাটি অসম সিআইডি-র হাতে তুলে দেওয়া হল ৷"

আরও পড়ুন: ফোর্ট উইলিয়ামে মহিলার রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

এই পুলিশ আধিকারিকের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠছে ৷ তাঁর মা অভিযোগ করেছেন, জুনমণির মৃত্যু পূর্ব-পরিকল্পিত হত্যা ৷ তিনি এও অভিযোগ করেছেন, জুনমণির পথ দুর্ঘটনার কয়েকঘণ্টা আগে নাগাঁও জেলা পুলিশ সুপার লীনা দোলের নেতৃত্ব একটি দল বাড়িতে তল্লাশি চালায় ৷ সেই তল্লাশিতে নাকি বেশি কিছু পরিমাণ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এই অভিযোগের পর জুনমণির মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ উল্লেখ্য এর আগেও এসআই জুনমণি রাভাকে জেলে যেতে হয়েছিল প্রতারণার মামলায় ৷ অভিযোগ উঠেছিল, তিনি তাঁর হবু স্বামী রানা পাগাগের সঙ্গে একটি প্রতারণা মামলায় যুক্ত ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.