ETV Bharat / bharat

Dalit Youth Brutally Killed: ভিন জাতে প্রেম, দলিত যুবককে কুপিয়ে খুন করল প্রেমিকার পরিবার ! - দলিত যুবক খুন

ভিন জাতে প্রেম মেনে নিতে পারেনি পরিবার ৷ তারই জেরে তেলাঙ্গানায় দলিত যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকার পরিবারের বিরুদ্ধে ৷

Dalit Youth Brutally Killed ETV Bharat
যুবককে কুপিয়ে খুন
author img

By

Published : Apr 10, 2023, 3:15 PM IST

নিদামানুর (তেলাঙ্গানা), 10 এপ্রিল: এক যুবতীর প্রেমে পড়ায় দলিত যুবককে নির্মমভাবে খুন করার অভিযোগ উঠল মেয়ের আত্মীয়দের বিরুদ্ধে । ভিন জাতের হওয়ায় উভয় পরিবারই এই যুগলের প্রেম মেনে নেয়নি ৷ ওই যুবক বিয়ের কথা বলতে গেলে তরুণীর পরিবারের লোকজন তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ । নালগোন্ডা জেলার নিদামানুর মণ্ডলে রবিবার বিকেলে এই নৃশংস ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ৷

ত্রিপুরারাম মণ্ডলের আন্নারাম গ্রামের ইরিগি নবীনের সঙ্গে (21) চার বছর আগে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে ওই গ্রামেরই এক তরুণীর (20)। নবীন মিরিয়ালাগুড়ায় গাড়ি সারানোর কাজ করতেন । সম্প্রতি মেয়েটির জন্য তাঁর পরিবারের সদস্যরা বিয়ের সম্বন্ধ দেখছেন জানতে পেরে বিষপান করেন নবীন । তবে হাসপাতালে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন ৷

এরই মধ্যে মেয়েটির আত্মীয় নবদীপ, মণিদীপ ও শিবপ্রসাদ নবীনকে ফোন করেন ৷ তাঁদের বাড়ির মেয়েকে ভুলে না গেলে নবীনকে মেরে ফেলা হবে বলে হুমকিও দেওয়া হয় । এরপর রবিবার নবীন তাঁর বন্ধু ইটা অনিলকে নিয়ে নিদামানুর মণ্ডলের গুন্টিপল্লির পালভাই তিরুমলের কাছে গিয়ে কথা বলছিলেন ৷ বিয়ের জন্য মেয়ের পরিবারকে রাজি করানোর কথা বলেন নবীন । তিরুমাল মেয়েটির আত্মীয়দের ডেকে পাঠান কথা বলার জন্য ৷

কিন্তু কিছুক্ষণ পর তিনটি বাইকে নয়জন ছুরি হাতে ঘটনাস্থলে আসেন । সেখানে পৌঁছেই তাঁরা নবীনের উপর হামলা চালান বলে অভিযোগ । পরিস্থিতি ভয়াবহ দেখে তিরুমল ও অনিল সেখান থেকে পালিয়ে যান । নবীন পালানোর চেষ্টা করলেও পারেননি ৷ তিনি রাস্তার উপর পড়ে যান ৷ অভিযুক্তরা তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন এবং বুকে ও পেটে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ ৷

কিছুক্ষণ পর আশপাশের গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন নবীনের মৃত্যু হয়েছে । এই তথ্য জানার পর ঘটনাস্থলে যান মিরিয়ালাগুড়ার ডিএসপি ভেঙ্কটগিরি, হালিয়া সিআই গান্ধি নায়েক, নিদামানুর এসআই শোভন বাবু । ডিএসপি জানিয়েছেন, অনিলের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন: খুনের পর যুবককে করাতকলে 10 টুকরো করার অভিযোগ জব্বলপুরে

নিদামানুর (তেলাঙ্গানা), 10 এপ্রিল: এক যুবতীর প্রেমে পড়ায় দলিত যুবককে নির্মমভাবে খুন করার অভিযোগ উঠল মেয়ের আত্মীয়দের বিরুদ্ধে । ভিন জাতের হওয়ায় উভয় পরিবারই এই যুগলের প্রেম মেনে নেয়নি ৷ ওই যুবক বিয়ের কথা বলতে গেলে তরুণীর পরিবারের লোকজন তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ । নালগোন্ডা জেলার নিদামানুর মণ্ডলে রবিবার বিকেলে এই নৃশংস ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ৷

ত্রিপুরারাম মণ্ডলের আন্নারাম গ্রামের ইরিগি নবীনের সঙ্গে (21) চার বছর আগে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে ওই গ্রামেরই এক তরুণীর (20)। নবীন মিরিয়ালাগুড়ায় গাড়ি সারানোর কাজ করতেন । সম্প্রতি মেয়েটির জন্য তাঁর পরিবারের সদস্যরা বিয়ের সম্বন্ধ দেখছেন জানতে পেরে বিষপান করেন নবীন । তবে হাসপাতালে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন ৷

এরই মধ্যে মেয়েটির আত্মীয় নবদীপ, মণিদীপ ও শিবপ্রসাদ নবীনকে ফোন করেন ৷ তাঁদের বাড়ির মেয়েকে ভুলে না গেলে নবীনকে মেরে ফেলা হবে বলে হুমকিও দেওয়া হয় । এরপর রবিবার নবীন তাঁর বন্ধু ইটা অনিলকে নিয়ে নিদামানুর মণ্ডলের গুন্টিপল্লির পালভাই তিরুমলের কাছে গিয়ে কথা বলছিলেন ৷ বিয়ের জন্য মেয়ের পরিবারকে রাজি করানোর কথা বলেন নবীন । তিরুমাল মেয়েটির আত্মীয়দের ডেকে পাঠান কথা বলার জন্য ৷

কিন্তু কিছুক্ষণ পর তিনটি বাইকে নয়জন ছুরি হাতে ঘটনাস্থলে আসেন । সেখানে পৌঁছেই তাঁরা নবীনের উপর হামলা চালান বলে অভিযোগ । পরিস্থিতি ভয়াবহ দেখে তিরুমল ও অনিল সেখান থেকে পালিয়ে যান । নবীন পালানোর চেষ্টা করলেও পারেননি ৷ তিনি রাস্তার উপর পড়ে যান ৷ অভিযুক্তরা তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন এবং বুকে ও পেটে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ ৷

কিছুক্ষণ পর আশপাশের গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন নবীনের মৃত্যু হয়েছে । এই তথ্য জানার পর ঘটনাস্থলে যান মিরিয়ালাগুড়ার ডিএসপি ভেঙ্কটগিরি, হালিয়া সিআই গান্ধি নায়েক, নিদামানুর এসআই শোভন বাবু । ডিএসপি জানিয়েছেন, অনিলের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন: খুনের পর যুবককে করাতকলে 10 টুকরো করার অভিযোগ জব্বলপুরে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.