ETV Bharat / bharat

Covid in India : দৈনিক মৃত্যু ছাড়াল সাড়ে পাঁচশোর গণ্ডি, আক্রান্ত 40 হাজারের উপরে - corona update

আজ সকালের স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 40 হাজার 120 জন ৷ গতকালে চেয়ে সংক্রমণ 2.6 শতাংশ কম ৷

daily covid 19 update of india
daily covid 19 update of india
author img

By

Published : Aug 13, 2021, 10:13 AM IST

নয়াদিল্লি, 13 অগস্ট : লাগাতার পাঁচদিন ধরে দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ছিল অনেকটাই কম ৷ গত মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা 30 হাজারের নিচে নেমে গিয়েছিল ৷ কিন্তু কমতে কমতে হঠাৎ করেই উর্ধ্বমুখী করোনা সংক্রমণ ৷ গতকালই দৈনিক আক্রান্তের সংখ্যা 40 হাজার পার করে যায় ৷ গতকালের চেয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা আজ সামান্য কমলেও চল্লিশ হাজারের উপরেই রয়েছে ৷

আজ সকালের স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 40 হাজার 120 জন ৷ গতকালে চেয়ে সংক্রমণ 2.6 শতাংশ কম ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 41 হাজার 195 জন ৷ এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি 20 লাখের গণ্ডি ছাড়িয়ে গেল ৷ বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 85 হাজার 227 জন ৷ মোট আক্রান্তের 1.20 শতাংশ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : Delta plus patient dies : দুটি ডোজ়ের পরও হল না রক্ষা, মুম্বইয়ে প্রথম ডেল্টা প্লাস আক্রান্তের মৃত্যু

সংক্রমণ সামান্য কমলেও মৃত্যুর সংখ্যা সাড়ে পাঁচশোর ঘর অতিক্রম করে গেল ৷ গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 490 জন ৷ সেই সংখ্যাটা আজ 585-তে গিয়ে পৌঁছেছে ৷ এই নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল 4 লাখ 30 হাজার 254 ৷ তবে এরই সঙ্গে বেড়েছে সুস্থের সংখ্যাও ৷ সুস্থতার হার বর্তমানে 97.46 শতাংশ ৷

নয়াদিল্লি, 13 অগস্ট : লাগাতার পাঁচদিন ধরে দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ছিল অনেকটাই কম ৷ গত মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা 30 হাজারের নিচে নেমে গিয়েছিল ৷ কিন্তু কমতে কমতে হঠাৎ করেই উর্ধ্বমুখী করোনা সংক্রমণ ৷ গতকালই দৈনিক আক্রান্তের সংখ্যা 40 হাজার পার করে যায় ৷ গতকালের চেয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা আজ সামান্য কমলেও চল্লিশ হাজারের উপরেই রয়েছে ৷

আজ সকালের স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 40 হাজার 120 জন ৷ গতকালে চেয়ে সংক্রমণ 2.6 শতাংশ কম ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 41 হাজার 195 জন ৷ এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি 20 লাখের গণ্ডি ছাড়িয়ে গেল ৷ বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 85 হাজার 227 জন ৷ মোট আক্রান্তের 1.20 শতাংশ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : Delta plus patient dies : দুটি ডোজ়ের পরও হল না রক্ষা, মুম্বইয়ে প্রথম ডেল্টা প্লাস আক্রান্তের মৃত্যু

সংক্রমণ সামান্য কমলেও মৃত্যুর সংখ্যা সাড়ে পাঁচশোর ঘর অতিক্রম করে গেল ৷ গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 490 জন ৷ সেই সংখ্যাটা আজ 585-তে গিয়ে পৌঁছেছে ৷ এই নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল 4 লাখ 30 হাজার 254 ৷ তবে এরই সঙ্গে বেড়েছে সুস্থের সংখ্যাও ৷ সুস্থতার হার বর্তমানে 97.46 শতাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.