ETV Bharat / bharat

Violence in Haryana: নুহতে সংঘর্ষের পর জারি 144 ধারা, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ

Curfew in Nuh of Haryana: সোমবার হরিয়ানার নুহতে একটি মিছিলকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটে ৷ তাতে 2 জন হোমগার্ডের মৃত্যু হয়েছে ৷ আজ রাজ্যের পাঁচটি জেলায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, কার্ফু জারি করা হয়েছে ৷

ETV Bharat
নুহ
author img

By

Published : Aug 1, 2023, 12:29 PM IST

নুহ (হরিয়ানা), 1 অগস্ট: ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল স্থানীয় প্রশাসন ৷ পাশাপাশি সংঘর্ষের ঘটনায় হরিয়ানার নুহ জেলায় 144 ধারা জারি করল কর্তৃপক্ষ ৷ মঙ্গলবার এখানে বিশ্ব হিন্দু পরিষদের একটি মিছিলকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ৷ 8 ব্যাটেলিয়ন আধা-সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে এলাকায় ৷ বাতিল হয়েছে পরীক্ষা ৷

দুই গোষ্ঠীর মধ্যে হিংসার ঘটনায় প্রাণ হারিয়েছেন দু'জন হোমগার্ড ৷ আহত বহু ৷ এই অবস্থায় 2 অগস্ট পর্যন্ত নুহ জেলায় মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডেপুটি কমিশনার প্রশান্ত পানওয়ার ৷ মঙ্গলবার হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানান, নুহ জেলায় কার্ফু জারি করা হয়েছে ৷ যদিও নতুন করে কোনও হিংসার ঘটনা ঘটেনি ৷ জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷

  • #WATCH वहां पर पर्याप्त संख्या में बल तैनात किया जा रहा है। हमने केंद्र से भी बात की है। हम वहां शांति बहाल करने की कोशिश कर रहे हैं। जहां-जहां पर लोग फंसे हुए हैं उन्हें बचाया जा रहा है: नूंह हिंसा पर हरियाणा के गृह मंत्री अनिल विज pic.twitter.com/2Xy4q4tPDd

    — ANI_HindiNews (@AHindinews) July 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ডেপুটি কমিশনার প্রশান্ত পানওয়ার বলেন, "পুলিশ ঘটনার তদন্ত করছে ৷ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ৷" তিনি জানান, নুহ-সহ রাজ্যের 5টি জেলায় কার্ফু জারি করা হয়েছে ৷ সবাইকে শান্তি বজার রাখার বার্তা দিয়েছেন তিনি ৷ আটকে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে ৷ সংঘর্ষের ঘটনা সম্পর্কে নুহের ভারপ্রাপ্ত এসপি নরেন্দ্র বিজারনিয়া জানান, নুহের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷ অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷

  • Haryana | All educational institutions including schools, colleges, and coaching centres in Gurugram district will remain closed on Tuesday, August 1: District Information & Public Relations Officer, Gurugram pic.twitter.com/5gJJBMyWuM

    — ANI (@ANI) July 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1 ও 2 অগস্ট সকালে হরিয়ানা বিদ্যালয় শিক্ষা বোর্ডের অধীনে দশম শ্রেণির পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ রাজ্যে এই পরীক্ষা আপাতত স্থগিত রেখেছে সরকার ৷ বোর্ডের প্রধান বিপি যাদব জানিয়েছেন, এই পরীক্ষাগুলি কবে হবে, সেই তারিখ পরে জানানো হবে ৷ প্রথমে শুধু নুহ ও পলওয়াল জেলায় পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ তারপর পুরো হরিয়ানাতেই পরীক্ষা বাতিল হয় ৷

  • #WATCH | Aftermath of clash that broke out between two groups in Haryana's Nuh on July 31.

    Police force has been deployed in the area and mobile internet services have been temporarily suspended. pic.twitter.com/jwOTF6fnXg

    — ANI (@ANI) August 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নির্দল প্রার্থীর হয়ে প্রচার করায় ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

সোমবার বিশ্ব হিন্দু পরিষদের মিছিল থামানোর চেষ্টা করে একদল জনতা ৷ তারা ওই মিছিলকে লক্ষ্য করে পাথর ছোড়ে বলে জানা গিয়েছে ৷ এমনকী 40টিরও বেশি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে ৷ পুলিশ ভিড় সামলাচ্ছিল ৷ সেই সময় জনতা তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ ৷

নুহ (হরিয়ানা), 1 অগস্ট: ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল স্থানীয় প্রশাসন ৷ পাশাপাশি সংঘর্ষের ঘটনায় হরিয়ানার নুহ জেলায় 144 ধারা জারি করল কর্তৃপক্ষ ৷ মঙ্গলবার এখানে বিশ্ব হিন্দু পরিষদের একটি মিছিলকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ৷ 8 ব্যাটেলিয়ন আধা-সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে এলাকায় ৷ বাতিল হয়েছে পরীক্ষা ৷

দুই গোষ্ঠীর মধ্যে হিংসার ঘটনায় প্রাণ হারিয়েছেন দু'জন হোমগার্ড ৷ আহত বহু ৷ এই অবস্থায় 2 অগস্ট পর্যন্ত নুহ জেলায় মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডেপুটি কমিশনার প্রশান্ত পানওয়ার ৷ মঙ্গলবার হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানান, নুহ জেলায় কার্ফু জারি করা হয়েছে ৷ যদিও নতুন করে কোনও হিংসার ঘটনা ঘটেনি ৷ জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷

  • #WATCH वहां पर पर्याप्त संख्या में बल तैनात किया जा रहा है। हमने केंद्र से भी बात की है। हम वहां शांति बहाल करने की कोशिश कर रहे हैं। जहां-जहां पर लोग फंसे हुए हैं उन्हें बचाया जा रहा है: नूंह हिंसा पर हरियाणा के गृह मंत्री अनिल विज pic.twitter.com/2Xy4q4tPDd

    — ANI_HindiNews (@AHindinews) July 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ডেপুটি কমিশনার প্রশান্ত পানওয়ার বলেন, "পুলিশ ঘটনার তদন্ত করছে ৷ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ৷" তিনি জানান, নুহ-সহ রাজ্যের 5টি জেলায় কার্ফু জারি করা হয়েছে ৷ সবাইকে শান্তি বজার রাখার বার্তা দিয়েছেন তিনি ৷ আটকে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে ৷ সংঘর্ষের ঘটনা সম্পর্কে নুহের ভারপ্রাপ্ত এসপি নরেন্দ্র বিজারনিয়া জানান, নুহের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷ অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷

  • Haryana | All educational institutions including schools, colleges, and coaching centres in Gurugram district will remain closed on Tuesday, August 1: District Information & Public Relations Officer, Gurugram pic.twitter.com/5gJJBMyWuM

    — ANI (@ANI) July 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1 ও 2 অগস্ট সকালে হরিয়ানা বিদ্যালয় শিক্ষা বোর্ডের অধীনে দশম শ্রেণির পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ রাজ্যে এই পরীক্ষা আপাতত স্থগিত রেখেছে সরকার ৷ বোর্ডের প্রধান বিপি যাদব জানিয়েছেন, এই পরীক্ষাগুলি কবে হবে, সেই তারিখ পরে জানানো হবে ৷ প্রথমে শুধু নুহ ও পলওয়াল জেলায় পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ তারপর পুরো হরিয়ানাতেই পরীক্ষা বাতিল হয় ৷

  • #WATCH | Aftermath of clash that broke out between two groups in Haryana's Nuh on July 31.

    Police force has been deployed in the area and mobile internet services have been temporarily suspended. pic.twitter.com/jwOTF6fnXg

    — ANI (@ANI) August 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নির্দল প্রার্থীর হয়ে প্রচার করায় ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

সোমবার বিশ্ব হিন্দু পরিষদের মিছিল থামানোর চেষ্টা করে একদল জনতা ৷ তারা ওই মিছিলকে লক্ষ্য করে পাথর ছোড়ে বলে জানা গিয়েছে ৷ এমনকী 40টিরও বেশি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে ৷ পুলিশ ভিড় সামলাচ্ছিল ৷ সেই সময় জনতা তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.