নুহ (হরিয়ানা), 1 অগস্ট: ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল স্থানীয় প্রশাসন ৷ পাশাপাশি সংঘর্ষের ঘটনায় হরিয়ানার নুহ জেলায় 144 ধারা জারি করল কর্তৃপক্ষ ৷ মঙ্গলবার এখানে বিশ্ব হিন্দু পরিষদের একটি মিছিলকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ৷ 8 ব্যাটেলিয়ন আধা-সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে এলাকায় ৷ বাতিল হয়েছে পরীক্ষা ৷
দুই গোষ্ঠীর মধ্যে হিংসার ঘটনায় প্রাণ হারিয়েছেন দু'জন হোমগার্ড ৷ আহত বহু ৷ এই অবস্থায় 2 অগস্ট পর্যন্ত নুহ জেলায় মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডেপুটি কমিশনার প্রশান্ত পানওয়ার ৷ মঙ্গলবার হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানান, নুহ জেলায় কার্ফু জারি করা হয়েছে ৷ যদিও নতুন করে কোনও হিংসার ঘটনা ঘটেনি ৷ জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷
-
#WATCH वहां पर पर्याप्त संख्या में बल तैनात किया जा रहा है। हमने केंद्र से भी बात की है। हम वहां शांति बहाल करने की कोशिश कर रहे हैं। जहां-जहां पर लोग फंसे हुए हैं उन्हें बचाया जा रहा है: नूंह हिंसा पर हरियाणा के गृह मंत्री अनिल विज pic.twitter.com/2Xy4q4tPDd
— ANI_HindiNews (@AHindinews) July 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH वहां पर पर्याप्त संख्या में बल तैनात किया जा रहा है। हमने केंद्र से भी बात की है। हम वहां शांति बहाल करने की कोशिश कर रहे हैं। जहां-जहां पर लोग फंसे हुए हैं उन्हें बचाया जा रहा है: नूंह हिंसा पर हरियाणा के गृह मंत्री अनिल विज pic.twitter.com/2Xy4q4tPDd
— ANI_HindiNews (@AHindinews) July 31, 2023#WATCH वहां पर पर्याप्त संख्या में बल तैनात किया जा रहा है। हमने केंद्र से भी बात की है। हम वहां शांति बहाल करने की कोशिश कर रहे हैं। जहां-जहां पर लोग फंसे हुए हैं उन्हें बचाया जा रहा है: नूंह हिंसा पर हरियाणा के गृह मंत्री अनिल विज pic.twitter.com/2Xy4q4tPDd
— ANI_HindiNews (@AHindinews) July 31, 2023
ডেপুটি কমিশনার প্রশান্ত পানওয়ার বলেন, "পুলিশ ঘটনার তদন্ত করছে ৷ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ৷" তিনি জানান, নুহ-সহ রাজ্যের 5টি জেলায় কার্ফু জারি করা হয়েছে ৷ সবাইকে শান্তি বজার রাখার বার্তা দিয়েছেন তিনি ৷ আটকে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে ৷ সংঘর্ষের ঘটনা সম্পর্কে নুহের ভারপ্রাপ্ত এসপি নরেন্দ্র বিজারনিয়া জানান, নুহের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷ অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷
-
Haryana | All educational institutions including schools, colleges, and coaching centres in Gurugram district will remain closed on Tuesday, August 1: District Information & Public Relations Officer, Gurugram pic.twitter.com/5gJJBMyWuM
— ANI (@ANI) July 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Haryana | All educational institutions including schools, colleges, and coaching centres in Gurugram district will remain closed on Tuesday, August 1: District Information & Public Relations Officer, Gurugram pic.twitter.com/5gJJBMyWuM
— ANI (@ANI) July 31, 2023Haryana | All educational institutions including schools, colleges, and coaching centres in Gurugram district will remain closed on Tuesday, August 1: District Information & Public Relations Officer, Gurugram pic.twitter.com/5gJJBMyWuM
— ANI (@ANI) July 31, 2023
1 ও 2 অগস্ট সকালে হরিয়ানা বিদ্যালয় শিক্ষা বোর্ডের অধীনে দশম শ্রেণির পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ রাজ্যে এই পরীক্ষা আপাতত স্থগিত রেখেছে সরকার ৷ বোর্ডের প্রধান বিপি যাদব জানিয়েছেন, এই পরীক্ষাগুলি কবে হবে, সেই তারিখ পরে জানানো হবে ৷ প্রথমে শুধু নুহ ও পলওয়াল জেলায় পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ তারপর পুরো হরিয়ানাতেই পরীক্ষা বাতিল হয় ৷
-
#WATCH | Aftermath of clash that broke out between two groups in Haryana's Nuh on July 31.
— ANI (@ANI) August 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Police force has been deployed in the area and mobile internet services have been temporarily suspended. pic.twitter.com/jwOTF6fnXg
">#WATCH | Aftermath of clash that broke out between two groups in Haryana's Nuh on July 31.
— ANI (@ANI) August 1, 2023
Police force has been deployed in the area and mobile internet services have been temporarily suspended. pic.twitter.com/jwOTF6fnXg#WATCH | Aftermath of clash that broke out between two groups in Haryana's Nuh on July 31.
— ANI (@ANI) August 1, 2023
Police force has been deployed in the area and mobile internet services have been temporarily suspended. pic.twitter.com/jwOTF6fnXg
আরও পড়ুন: নির্দল প্রার্থীর হয়ে প্রচার করায় ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
সোমবার বিশ্ব হিন্দু পরিষদের মিছিল থামানোর চেষ্টা করে একদল জনতা ৷ তারা ওই মিছিলকে লক্ষ্য করে পাথর ছোড়ে বলে জানা গিয়েছে ৷ এমনকী 40টিরও বেশি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে ৷ পুলিশ ভিড় সামলাচ্ছিল ৷ সেই সময় জনতা তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ ৷