ETV Bharat / bharat

সুকমায় মাওবাদী-সেনা গুলিযুদ্ধে মৃত্যু সিআরপিএফ সাব-ইন্সপেক্টরের, জখম কনস্টেবল - Naxal encounter

CRPF SI killed in encounter in Sukma: এনকাউন্টারে মৃত্যু হল এক সিআরপিএফের এক সাব-ইন্সপেক্টরের ৷ অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে কোবরা, সিআরপিএফ, জেলা পুলিশের যৌথ বাহিনী ৷

ETV Bharat
সুকমায় এনকাউন্টারে মৃত এক এসআই
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 1:26 PM IST

Updated : Dec 17, 2023, 2:03 PM IST

সুকমা, 17 ডিসেম্বর: এনকাউন্টারে প্রাণ হারালেন কেন্দ্রীয় পুলিশ বাহিনীর এক আধিকারিক ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুকমায় ৷ রবিবার পুলিশ জানিয়েছে, সুকমায় মাওবাদীদের সঙ্গে পুলিশ বাহিনীর এনকাউন্টার চলছিল ৷ তখন মৃত্যু হয় সিআরপিএফের এক সাব-ইন্সপেক্টরের ৷ এই ঘটনায় আহত হয়েছেন এক কনস্টেবল ৷

জেলা পুলিশ সূত্রের খবর, মৃত ওই সাব-ইন্সপেক্টরের নাম সুধাকর রেড্ডি ৷ তিনি সিআরপিএফের 165 ব্যাটেলিয়নের সাব-ইন্সপেক্টর ছিলেন ৷ আহত কনস্টেবলের নাম রামু ৷ তাঁর প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে হেফাজতে নেওয়া হয়েছে ৷ অভিযুক্তদের সন্ধানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, কোবরা এবং জেলা পুলিশ বাহিনী তল্লাশি চালাচ্ছে ৷

এর আগে নভেম্বর মাসের শেষ দিকে ছত্তিশগড়ের নারায়ণপুরে মাওবাদী নাশকতায় দুই শ্রমিকের মৃত্যু হয় ৷ আইইডি বিস্ফোরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের ছোটে ডোংগার থানা এলাকার আমদাই ঘাটি সাইটে ৷ সকাল 8টা নাগাদ 3 জন শ্রমিক কাজে যাচ্ছিলেন ৷ সেই সময় মাওবাদীরা বিস্ফোরণ ঘটায় বলে জানা গিয়েছে ৷ তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে 350 কিলোমিটার দূরেও এর কম্পন অনুভূত হয়েছে ৷

ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের কয়েক ঘণ্টা আগে বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ রাজ্যের কাঙ্ক ও নারায়ণপুরে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে ৷ কাঙ্কেকের পাখাঞ্জুরে বিস্ফোরণ হয় ৷ সে সময় নিরাপত্তাবাহিনীর তরফে তল্লাশি চালানো হচ্ছিল ৷ ছত্তিশগড়ের সুকমা-সহ বিভিন্ন এলাকা মাওবাদী অধ্যুষিত বলে পরিচিত ৷ এই অঞ্চলগুলিকে মাওবাদীমুক্ত করতে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ করেছে ৷ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষের কাছে সুযোগ-সুবিধে পৌঁছে দেওয়ার কাজ করা হচ্ছে ৷ তাও মাঝেমধ্যেই এই এলাকা থেকে মাওবাদী হামলার খবর পাওয়া যায় ৷

আরও পড়ুন:

  1. ভোটের কয়েক ঘণ্টা আগে আইইডি বিস্ফোরণ, মাওবাদী নাশকতায় চিন্তায় কমিশন
  2. ছত্তিশগড়ে মাওবাদীদের হামলার শিকার নীরিহরা, বিস্ফোরণে নিহত 2 শ্রমিক
  3. আইইডি বিস্ফোরণের পাশাপাশি তির-ধনুক নিয়ে আক্রমণ, মাও হামলায় ছত্তিশগড়ে আহত নিরাপত্তা বাহিনীর দুই জওয়ান

সুকমা, 17 ডিসেম্বর: এনকাউন্টারে প্রাণ হারালেন কেন্দ্রীয় পুলিশ বাহিনীর এক আধিকারিক ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুকমায় ৷ রবিবার পুলিশ জানিয়েছে, সুকমায় মাওবাদীদের সঙ্গে পুলিশ বাহিনীর এনকাউন্টার চলছিল ৷ তখন মৃত্যু হয় সিআরপিএফের এক সাব-ইন্সপেক্টরের ৷ এই ঘটনায় আহত হয়েছেন এক কনস্টেবল ৷

জেলা পুলিশ সূত্রের খবর, মৃত ওই সাব-ইন্সপেক্টরের নাম সুধাকর রেড্ডি ৷ তিনি সিআরপিএফের 165 ব্যাটেলিয়নের সাব-ইন্সপেক্টর ছিলেন ৷ আহত কনস্টেবলের নাম রামু ৷ তাঁর প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে হেফাজতে নেওয়া হয়েছে ৷ অভিযুক্তদের সন্ধানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, কোবরা এবং জেলা পুলিশ বাহিনী তল্লাশি চালাচ্ছে ৷

এর আগে নভেম্বর মাসের শেষ দিকে ছত্তিশগড়ের নারায়ণপুরে মাওবাদী নাশকতায় দুই শ্রমিকের মৃত্যু হয় ৷ আইইডি বিস্ফোরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের ছোটে ডোংগার থানা এলাকার আমদাই ঘাটি সাইটে ৷ সকাল 8টা নাগাদ 3 জন শ্রমিক কাজে যাচ্ছিলেন ৷ সেই সময় মাওবাদীরা বিস্ফোরণ ঘটায় বলে জানা গিয়েছে ৷ তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে 350 কিলোমিটার দূরেও এর কম্পন অনুভূত হয়েছে ৷

ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের কয়েক ঘণ্টা আগে বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ রাজ্যের কাঙ্ক ও নারায়ণপুরে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে ৷ কাঙ্কেকের পাখাঞ্জুরে বিস্ফোরণ হয় ৷ সে সময় নিরাপত্তাবাহিনীর তরফে তল্লাশি চালানো হচ্ছিল ৷ ছত্তিশগড়ের সুকমা-সহ বিভিন্ন এলাকা মাওবাদী অধ্যুষিত বলে পরিচিত ৷ এই অঞ্চলগুলিকে মাওবাদীমুক্ত করতে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ করেছে ৷ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষের কাছে সুযোগ-সুবিধে পৌঁছে দেওয়ার কাজ করা হচ্ছে ৷ তাও মাঝেমধ্যেই এই এলাকা থেকে মাওবাদী হামলার খবর পাওয়া যায় ৷

আরও পড়ুন:

  1. ভোটের কয়েক ঘণ্টা আগে আইইডি বিস্ফোরণ, মাওবাদী নাশকতায় চিন্তায় কমিশন
  2. ছত্তিশগড়ে মাওবাদীদের হামলার শিকার নীরিহরা, বিস্ফোরণে নিহত 2 শ্রমিক
  3. আইইডি বিস্ফোরণের পাশাপাশি তির-ধনুক নিয়ে আক্রমণ, মাও হামলায় ছত্তিশগড়ে আহত নিরাপত্তা বাহিনীর দুই জওয়ান
Last Updated : Dec 17, 2023, 2:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.