ETV Bharat / bharat

একটা ভুলও প্রাণঘাতী হতে পারে, কোভিড নিয়ে বেপরোয়া মনোভাবে উদ্বিগ্ন মোদি

একটা সামান্য ভুলও প্রাণঘাতী হতে পারে ৷ কোভিড (Covid 19) বিধি ভাঙার প্রবণতা দেখে উদ্বেগ প্রকাশ করে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ নতুন মন্ত্রিসভার (Cabinet Expansion) প্রথম বৈঠকে মন্ত্রীদের সতর্ক করেন তিনি ৷

author img

By

Published : Jul 9, 2021, 11:27 AM IST

একটা ভুলও প্রাণঘাতী হতে পারে, কোভিড নিয়ে বেপরোয়া মনোভাবে উদ্বিগ্ন মোদি
একটা ভুলও প্রাণঘাতী হতে পারে, কোভিড নিয়ে বেপরোয়া মনোভাবে উদ্বিগ্ন মোদি

নয়াদিল্লি, 9 জুলাই : একটা সামান্য ভুলও আমাদের জন্য প্রাণঘাতী হতে পারে ৷ কোভিড (Covid 19) নিয়ে মানুষকে সতর্ক করতে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ মানুষের মধ্যে যে বেপরোয়া ভাব দেখা যাচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ৷

কোভিড বিধিকে (COVID Rules) বুড়ো আঙুল দেখিয়ে উত্তরাখণ্ডের মুসৌরির কেম্পটি জলপ্রপাতে (Kempty Falls) কয়েকশো মানুষের স্নান করার ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন প্রধানমন্ত্রী ৷ তারই জেরে মন্ত্রিসভার নতুন সদস্যদের (Cabinet Expansion) নিয়ে প্রথম বৈঠকে তাঁদের সতর্ক করে তিনি বলেছেন, "গত কয়েকদিন ধরে মানুষের ভিড়, মাস্ক ছাড়া চলাফেরা ও সামাজিক দূরত্ব না-মানার ছবি ও ভিডিয়ো আমাদের সবার নজরে এসেছে ৷ এটা খুব স্বস্তিদায়ক দৃশ্য নয় এবং এটা দেখে আমাদের মনে ভীতি জন্মাচ্ছে ৷"

আরও পড়ুন: দেশে অক্সিজেনের হাল-হকিকৎ জানতে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি

এইমসের (AIIMS) প্রধান রণদীপ গুলেরিয়া-সহ অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন, খুব শিগগিরই আরও ভয়ংকর রূপে দেশে আছড়ে পড়তে পারে করোনা ভাইরাসের (Coronavirus) তৃতীয় ঢেউ ৷ কাজেই সংক্রমণ সামান্য কমলেও করোনা বিধি মানার ক্ষেত্রে গা ছাড়া মনোভাব দেখালে সমূহ বিপদ ৷ মন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রীও একই বার্তা তুলে ধরে বলেছেন, এই অবস্থায় সামান্যতমও আত্মতুষ্টি ও বেপরোয়া হওয়ার জায়গা নেই ৷ তাঁর কথায়, "একটা সামান্য ভুলের অনেক সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে এবং সেই ভুল কোভিড 19-এর বিরুদ্ধে লড়াইকে দুর্বল করে দিতে পারে ৷"

আরও পড়ুন: দেশে সামান্য কমল করোনা সংক্রমণ, বাড়ল মৃত্যু

কোভিডের ভয় এখনও কাটেনি, মন্ত্রীদের এ কথাই বোঝানোর চেষ্টা করেছেন নমো ৷ তিনি বলেন, "বহু দেশে কোভিড আবার বাড়ছে ৷ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আসছে ৷ সব মন্ত্রীদের বলছি, ভয় সঞ্চারিত করা নয়, আমাদের লক্ষ্য হবে মানুষকে সব আগাম ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা ৷"

আরও পড়ুন: কোভিড-ব্যর্থতা ঢাকতে হর্ষ বর্ধনকে বলির পাঁঠা করেছেন মোদি, কটাক্ষ অধীরের

সূত্রের দাবি, মহারাষ্ট্র ও কেরালায় সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ দেশজুড়ে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও কেরালায় সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ৷ গত এক মাস ধরে সেখানে দৈনিক সংক্রমণ 11,000 থেকে 13,000-এর মধ্যে থাকছে ৷ মহারাষ্ট্রে গড়ে দৈনিক সংক্রমিত হচ্ছেন 8,000-9,000 মানুষ ৷

নয়াদিল্লি, 9 জুলাই : একটা সামান্য ভুলও আমাদের জন্য প্রাণঘাতী হতে পারে ৷ কোভিড (Covid 19) নিয়ে মানুষকে সতর্ক করতে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ মানুষের মধ্যে যে বেপরোয়া ভাব দেখা যাচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ৷

কোভিড বিধিকে (COVID Rules) বুড়ো আঙুল দেখিয়ে উত্তরাখণ্ডের মুসৌরির কেম্পটি জলপ্রপাতে (Kempty Falls) কয়েকশো মানুষের স্নান করার ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন প্রধানমন্ত্রী ৷ তারই জেরে মন্ত্রিসভার নতুন সদস্যদের (Cabinet Expansion) নিয়ে প্রথম বৈঠকে তাঁদের সতর্ক করে তিনি বলেছেন, "গত কয়েকদিন ধরে মানুষের ভিড়, মাস্ক ছাড়া চলাফেরা ও সামাজিক দূরত্ব না-মানার ছবি ও ভিডিয়ো আমাদের সবার নজরে এসেছে ৷ এটা খুব স্বস্তিদায়ক দৃশ্য নয় এবং এটা দেখে আমাদের মনে ভীতি জন্মাচ্ছে ৷"

আরও পড়ুন: দেশে অক্সিজেনের হাল-হকিকৎ জানতে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি

এইমসের (AIIMS) প্রধান রণদীপ গুলেরিয়া-সহ অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন, খুব শিগগিরই আরও ভয়ংকর রূপে দেশে আছড়ে পড়তে পারে করোনা ভাইরাসের (Coronavirus) তৃতীয় ঢেউ ৷ কাজেই সংক্রমণ সামান্য কমলেও করোনা বিধি মানার ক্ষেত্রে গা ছাড়া মনোভাব দেখালে সমূহ বিপদ ৷ মন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রীও একই বার্তা তুলে ধরে বলেছেন, এই অবস্থায় সামান্যতমও আত্মতুষ্টি ও বেপরোয়া হওয়ার জায়গা নেই ৷ তাঁর কথায়, "একটা সামান্য ভুলের অনেক সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে এবং সেই ভুল কোভিড 19-এর বিরুদ্ধে লড়াইকে দুর্বল করে দিতে পারে ৷"

আরও পড়ুন: দেশে সামান্য কমল করোনা সংক্রমণ, বাড়ল মৃত্যু

কোভিডের ভয় এখনও কাটেনি, মন্ত্রীদের এ কথাই বোঝানোর চেষ্টা করেছেন নমো ৷ তিনি বলেন, "বহু দেশে কোভিড আবার বাড়ছে ৷ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আসছে ৷ সব মন্ত্রীদের বলছি, ভয় সঞ্চারিত করা নয়, আমাদের লক্ষ্য হবে মানুষকে সব আগাম ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা ৷"

আরও পড়ুন: কোভিড-ব্যর্থতা ঢাকতে হর্ষ বর্ধনকে বলির পাঁঠা করেছেন মোদি, কটাক্ষ অধীরের

সূত্রের দাবি, মহারাষ্ট্র ও কেরালায় সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ দেশজুড়ে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও কেরালায় সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ৷ গত এক মাস ধরে সেখানে দৈনিক সংক্রমণ 11,000 থেকে 13,000-এর মধ্যে থাকছে ৷ মহারাষ্ট্রে গড়ে দৈনিক সংক্রমিত হচ্ছেন 8,000-9,000 মানুষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.