ETV Bharat / bharat

Delhi Amazon Boss Shot Dead: দিল্লিতে অ্যামাজনের সিনিয়র ম্যানেজারকে গুলি করে খুন, গুলিতে আশংকাজনক তাঁর মামা - দিল্লিতে গুলি

Criminals shot senior manager of amazon: দিল্লির ভজনপুরায় অ্যামাজনের সিনিয়র ম্যানেজারকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা ৷ তাঁর মামাকে লক্ষ্য করেও গুলি চালানো হয় ৷ তাঁর অবস্থা আশংকাজনক ।

Delhi Amazon Boss Shot Dead
দিল্লিতে অ্যামাজনের সিনিয়র ম্যানেজারকে গুলি করে খুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 12:37 PM IST

নয়াদিল্লি, 30 অগস্ট: দিল্লিতে অ্যামাজনের সিনিয়র ম্যানেজারকে গুলি করে হত্যা করল একদল দুষ্কৃতী ৷ মঙ্গলবার রাতে তিনি ও তাঁর মামার মাথায় লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই অ্যামাজনের সিনিয়র ম্যানেজারের মৃত্যু হয় ৷ তাঁর মামা আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ৷

উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা থানা এলাকার সুভাষ বিহারের ঘটনা ৷ কয়েকটি বাইকে চড়ে এসে দুষ্কৃতীরা মামা ও ভাগ্নের উপর হামলা চালায় ৷ তাঁদের দুজনেরই মাথায় গুলি লাগে । হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভাগ্নে হরপ্রীত গিলকে মৃত বলে ঘোষণা করেন । তাঁর মামা গোবিন্দর অবস্থা গুরুতর ৷ হরপ্রীত অ্যামাজন কোম্পানির সিনিয়র ম্যানেজার ছিলেন, আর গোবিন্দ একটি মোমোর দোকান চালান । দুজনেই ভজনপুরার বাসিন্দা ।

উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি ডক্টর জয় তিরকি জানিয়েছেন, মঙ্গলবার রাত 11টা 53 মিনিটে ভজনপুরা থানার পুলিশ খবর পায় যে, সুভাষ বিহারের আট নম্বর রাস্তায় একদল বাইক আরোহী মামা ও ভাগ্নেকে গুলি চালিয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভজনপুরা থানার পুলিশ বাহিনী । গুলিবিদ্ধ দুজনকেই জগ প্রবেশ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে হরপ্রীত ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানান চিকিৎসকরা ৷ গোবিন্দের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে এলএনজেপি হাসপাতালে রেফার করা হয়েছে ।

আরও পড়ুন: প্রতারণার শিকার বডি বিল্ডার তথা এএসপি দীপক শর্মা ! 51 লক্ষ টাকা নিয়ে উধাও দম্পতি

ডিসিপি জানিয়েছেন, মঙ্গলবার রাতে মামা ও ভাগ্নে বাইকে করে কোনও কাজে যাচ্ছিলেন । সেই সময়ই সুভাষ বিহারের আট নম্বর গলিতে পিছন থেকে আসা দুটি বাইক ও পাঁচটি স্কুটির আরোহীদের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা হয় । ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ এই সময় দুর্বৃত্তরা হরপ্রীত ও তাঁর মামাকে লক্ষ্য করে গুলি চালান ।

এই ঘটনায় হত্যা ও হত্যার চেষ্টার মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তদের চিহ্নিত করতে আশপাশে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ কেন মামা ও ভাগ্নের উপর হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয় ৷ জি-20 সম্মেলনের প্রস্তুতির মধ্যেই এমন একটি গুলিচালনার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পুলিশের ৷

নয়াদিল্লি, 30 অগস্ট: দিল্লিতে অ্যামাজনের সিনিয়র ম্যানেজারকে গুলি করে হত্যা করল একদল দুষ্কৃতী ৷ মঙ্গলবার রাতে তিনি ও তাঁর মামার মাথায় লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই অ্যামাজনের সিনিয়র ম্যানেজারের মৃত্যু হয় ৷ তাঁর মামা আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ৷

উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা থানা এলাকার সুভাষ বিহারের ঘটনা ৷ কয়েকটি বাইকে চড়ে এসে দুষ্কৃতীরা মামা ও ভাগ্নের উপর হামলা চালায় ৷ তাঁদের দুজনেরই মাথায় গুলি লাগে । হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভাগ্নে হরপ্রীত গিলকে মৃত বলে ঘোষণা করেন । তাঁর মামা গোবিন্দর অবস্থা গুরুতর ৷ হরপ্রীত অ্যামাজন কোম্পানির সিনিয়র ম্যানেজার ছিলেন, আর গোবিন্দ একটি মোমোর দোকান চালান । দুজনেই ভজনপুরার বাসিন্দা ।

উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি ডক্টর জয় তিরকি জানিয়েছেন, মঙ্গলবার রাত 11টা 53 মিনিটে ভজনপুরা থানার পুলিশ খবর পায় যে, সুভাষ বিহারের আট নম্বর রাস্তায় একদল বাইক আরোহী মামা ও ভাগ্নেকে গুলি চালিয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভজনপুরা থানার পুলিশ বাহিনী । গুলিবিদ্ধ দুজনকেই জগ প্রবেশ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে হরপ্রীত ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানান চিকিৎসকরা ৷ গোবিন্দের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে এলএনজেপি হাসপাতালে রেফার করা হয়েছে ।

আরও পড়ুন: প্রতারণার শিকার বডি বিল্ডার তথা এএসপি দীপক শর্মা ! 51 লক্ষ টাকা নিয়ে উধাও দম্পতি

ডিসিপি জানিয়েছেন, মঙ্গলবার রাতে মামা ও ভাগ্নে বাইকে করে কোনও কাজে যাচ্ছিলেন । সেই সময়ই সুভাষ বিহারের আট নম্বর গলিতে পিছন থেকে আসা দুটি বাইক ও পাঁচটি স্কুটির আরোহীদের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা হয় । ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ এই সময় দুর্বৃত্তরা হরপ্রীত ও তাঁর মামাকে লক্ষ্য করে গুলি চালান ।

এই ঘটনায় হত্যা ও হত্যার চেষ্টার মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তদের চিহ্নিত করতে আশপাশে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ কেন মামা ও ভাগ্নের উপর হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয় ৷ জি-20 সম্মেলনের প্রস্তুতির মধ্যেই এমন একটি গুলিচালনার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পুলিশের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.