ETV Bharat / bharat

পটনা হাইকোর্টে বোমাতঙ্ক, শুরু হয়েছে তদন্ত - Patna High Court

Patna High Court: পটনা হাইকোর্টে শুক্রবার বোমাতঙ্ক ছড়ায় ৷ আদালত চত্বর খালি করে তল্লাশি শুরু হয় ৷ এই নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷

Patna High Court
Patna High Court
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 8:20 PM IST

পটনা, 5 জানুয়ারি: বোমাতঙ্ক পটনা হাইকোর্টে ৷ শুক্রবার সকালে পাটনা হাইকোর্টকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ইমেল ​​আসে । হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের ইমেল আইডিতে সেটি আসে । বিষয়টি নজরে আসতেই হইচই পড়ে যায় হাইকোর্ট চত্বরে ৷ সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক ঘটনাস্থলে যান ৷ বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড গিয়ে পুরো হাইকোর্ট চত্বর পরীক্ষা করে দেখে ৷ শেষ পর্যন্ত কিছু পাওয়া গিয়েছে কি না, তা জানা যায়নি ৷

এ দিকে বোমা রাখার খবর আদালত চত্বরে ছড়িয়ে পড়তেই বিচারপতি, আইনজীবী, মামলাকারী ও কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ পুলিশ গিয়ে আদালত চত্বর ফাঁকা করে দেয় ৷ তার পর বোমা রাখা আছে কি না, সেই তল্লাশি শুরু হয় ৷ এ দিকে যে ইমেলে এই হুমকি আসে, সেখানে জানানো হয়েছে যে দেশের আরও অনেক আদালতকে টার্গেট করা হয়েছে ৷ সেখানেও বোমা রেখে বিস্ফোরণ ঘটানো হবে ৷

বোমাতঙ্ক ছড়িয়ে পড়ার পর পটনা হাইকোর্টের ভেতরে ও বাইরে নিরাপত্তা জোরদার করা হয় । কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি দীর্ঘক্ষণ । সেখানে উপস্থিত অনেকেকেই জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় পুলিশকে ৷ তবে পুলিশের তরফে এই নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি ৷

তবে পটনা পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ ইমেলের সূত্র ধরেই তদন্ত চলছে ৷ আপাতত খতিয়ে দেখার কাজ চলছে যে কোথা থেকে এই ইমেলটি এসেছিল ৷ সেই উৎস খুঁজে পেলে অভিযুক্তকে চিহ্নিত করা আরও সহজ হবে ৷ উল্লেখ্য, এ দিন কলকাতাতেও ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক ছড়িয়েছিল ৷ দু’টি ঘটনায় কি কোনও যোগ আছে, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. কলকাতায় জাদুঘরে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড
  2. বেঙ্গালুরুতে 44টি স্কুলে বোমাতঙ্ক ! নিরাপদে সরানো হল পড়ুয়াদের
  3. কেরালার সচিবালয়ে বোমাতঙ্ক, চলছে তল্লাশি অভিযান

পটনা, 5 জানুয়ারি: বোমাতঙ্ক পটনা হাইকোর্টে ৷ শুক্রবার সকালে পাটনা হাইকোর্টকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ইমেল ​​আসে । হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের ইমেল আইডিতে সেটি আসে । বিষয়টি নজরে আসতেই হইচই পড়ে যায় হাইকোর্ট চত্বরে ৷ সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক ঘটনাস্থলে যান ৷ বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড গিয়ে পুরো হাইকোর্ট চত্বর পরীক্ষা করে দেখে ৷ শেষ পর্যন্ত কিছু পাওয়া গিয়েছে কি না, তা জানা যায়নি ৷

এ দিকে বোমা রাখার খবর আদালত চত্বরে ছড়িয়ে পড়তেই বিচারপতি, আইনজীবী, মামলাকারী ও কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ পুলিশ গিয়ে আদালত চত্বর ফাঁকা করে দেয় ৷ তার পর বোমা রাখা আছে কি না, সেই তল্লাশি শুরু হয় ৷ এ দিকে যে ইমেলে এই হুমকি আসে, সেখানে জানানো হয়েছে যে দেশের আরও অনেক আদালতকে টার্গেট করা হয়েছে ৷ সেখানেও বোমা রেখে বিস্ফোরণ ঘটানো হবে ৷

বোমাতঙ্ক ছড়িয়ে পড়ার পর পটনা হাইকোর্টের ভেতরে ও বাইরে নিরাপত্তা জোরদার করা হয় । কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি দীর্ঘক্ষণ । সেখানে উপস্থিত অনেকেকেই জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় পুলিশকে ৷ তবে পুলিশের তরফে এই নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি ৷

তবে পটনা পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ ইমেলের সূত্র ধরেই তদন্ত চলছে ৷ আপাতত খতিয়ে দেখার কাজ চলছে যে কোথা থেকে এই ইমেলটি এসেছিল ৷ সেই উৎস খুঁজে পেলে অভিযুক্তকে চিহ্নিত করা আরও সহজ হবে ৷ উল্লেখ্য, এ দিন কলকাতাতেও ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক ছড়িয়েছিল ৷ দু’টি ঘটনায় কি কোনও যোগ আছে, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. কলকাতায় জাদুঘরে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড
  2. বেঙ্গালুরুতে 44টি স্কুলে বোমাতঙ্ক ! নিরাপদে সরানো হল পড়ুয়াদের
  3. কেরালার সচিবালয়ে বোমাতঙ্ক, চলছে তল্লাশি অভিযান
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.